বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুৰুক্ষেত্ৰ-মহাসমর । / রামায়ণের মত মহাভারতও অতি প্রাচীন গ্রন্থ । মহাভারতকে কথা অথবা পৌরাণিক ইতিহাস বলা যাইতে পারে । মহাভারত অতি বৃহৎ পুস্তক । উহাতে এত উপাখ্যান, উপদেশ ও বিচিত্র বর্ণনা আছে যে, পাঠ করিলে বিস্ময়াপন্ন হইতে হয় । কিন্তু কুরুপাণ্ডবের বিবরণ এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধই উহার প্রধান বর্ণিত বিষয় । কৌরব ও পাণ্ডবের এক বংশে জন্ম গ্রহণ করিয়া, কিরূপে উত্তরকালে পরস্পরের মহাশক্র হইয় উঠে, এবং বহু সৈন্ত সংগ্ৰহ করিয়া কুরুক্ষেত্রের মহাযুদ্ধ করিয়া হতবল হয়, এই প্রস্তাবে সংক্ষেপে তাহারই উল্লেখ করা যাইতেছে । মহাভারত রচনার অনেক পূৰ্ব্ব হইতেই হস্তিনাপুর নগর চন্দ্রবংশীয় রাজাদিগের রাজধানী ছিল । চন্দ্রবংশীয় রাজা শান্তনুর ভীষ্ম, বিচিত্ৰবীৰ্য্য ও চিত্রাঙ্গদ নামে তিন পুত্র জন্মেন। তন্মধ্যে ভীষ্ম কৌমাৰ্য্য অবলম্বন করিয়াছিলেন । বিচিত্ৰবীৰ্য্য ও চিত্রাঙ্গদের ধুতরাষ্ট্র ও পাগু নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন । ধ্রুত রাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাহাতেই জ্যেষ্ঠ হইয়াও রাজ্য লাভ করিতে