বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র মহাসমর । R) 。 ইহার পূৰ্ব্বেও কৌরবেরা পাওবদিগকে নিৰ্ম্মল করিবার জন্য নানা রূপ ষড়যন্ত্র করিয়াছিল । এই সকল ষড়যন্ত্রের মধ্যে জতুগৃহ-নিৰ্ম্মাণই সৰ্ব্বপ্রধান । একবার পাণ্ডবের বারণাবত নগরে অবস্থিতি করিতে অভিলাষ করিয়াছিলেন, তখন কৌরবগণ তাহাদিগের অনুচর কর্তৃক তথায় লাক্ষাদ্বারা এক রমণীয় গৃহ নিৰ্ম্মাণ করিয়া পাণ্ডবদিগকে তন্মধ্যে দগ্ধ করিয়৷ মারিবার চেষ্টা করিমাছিল । পা গুবদিগের এক জন পিতৃব্য বিস্তুর অত্যন্ত ধৰ্ম্মপরায়ণ ছিলেন । তিনি এই ষড়যন্ত্রের সন্ধান পাইয়া পাগুবদিগের রক্ষার্থ একজন খনক প্রেরণ করিলেন। সেই খনকের ক্লন্ত সুড়ঙ্গ-পথে রাত্ৰিযোগে পলায়ন করিয়া পাণ্ডবগণ জতুগৃহদাহ হইতে রক্ষা পাইয়াছিলেন । পাণ্ডবেরা ত্রয়োদশ বৎসর নির্বাসিত ছিলেন । ঐ সময়ের মধ্যে র্তাহারা আর্য্যাবর্তের নানা স্থান পৰ্য্যটন করিয়া বীরত্ব ও সাধুতার অনেক পরিচয় প্রদান করিয়াছিলেন ; তাহাতেই অনেকালেক রাজন্তবর্গ ও বীরপুরুষের সঙ্গে তাহাদিগের পরিচয় ও তাত্নীয়তা হইয়াছিল । ত্রয়োদশ বৎসর পরে পাণ্ডবেরা স্বদেশে প্রত্যাগল্প হইয়া স্বরাজ্যলাভের আকাজক্ষা প্রকাশ করিলে, কৌরবগণ রাজ্য ছাড়িয়া দিতে কোন রূপেই স্বীকার করিল না, তাহাতেই কুরুক্ষেত্ৰ-মহাসংগ্রাম ঘটিল।