বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ মণ্ডল । wo& বস্ত্র প্রক্ষালন করে, তখন পাটের উপরে বস্ত্রের আঘাত করিতে দেখিয়াও কিঞ্চিৎকাল পরে আমরা তাহার শব্দ শুনিতে পাই । বায়ুর তরঙ্গই শব্দের কারণ। যে গৃহে বায়ু নাই সে গৃহে আমরা পরস্পরের কথা শুনিতে পাইব না । এই জন্য প্রবল বায়ু প্রবাহিত হইলে, তাহার প্রতিকুলদিগের অনুচ্চ শব্দ আমরা শুনিতে পাই না । সূর্য্যের উত্তাপে পৃথিবীর স্থল ও জল ভাগ হইতে বাষ্প জন্মে, সেই বাষ্প লঘুক্তর বলিয়া বায়ুর উপরে ভালিতে থাকে, ইহারই নাম মেঘ। তরল বায়ুতে ভর করিয়া মেঘ আকাশে সৰ্ব্বত্র গমনাগমন করে, আর কোন কারণে শীতস্পর্শ হইলেই মেঘের বাষ্প জমিয়া বিন্দু বিন্দু হইয়া ভূতলে পতিত হয় ; ইহারই নাম বৃষ্টি । যদি অকস্মাৎ অত্যন্ত অধিক শীতল বাতাস লাগে, তাছা হইলে সেই সকল বাষ্পবিন্দু একত্র হইয়া ঘণীভূত হয়, এবং তাহাতেই শীলা-বর্ষণ হইয়া থাকে । বাম্পের মধ্যে একরূপ অগ্নি প্রচ্ছন্ন থাকে, উহাকে বিদ্যুৎ বলে । বিস্তু্যতন্ত্রির গতি আতি দ্রুত । আকাশমণ্ডল ঘনঘটাচ্ছন্ন হইলে ঘন ঘন বিদ্যুৎ খেলিতে থাকে। মেঘখণ্ড সকল পরস্পর সম্মিলিত বা নিকটবৰ্ত্তী হইলেই তন্মধ্যস্থ অগ্নিরাশি পরস্পরের আকর্ষণ ও সংঘর্ষণে