বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানুষের মহত্ব । 8 to করিতে এবং গ্লানি বা ভৎসনা শ্রবণ করিতে ভীত মা হন, তাহারাই যথার্থ মহৎ । আর যাহার কৰ্ত্তব্য-পালনে শৈথিল্য করে, কর্তব্য পালন করিতে গিয়া লোকের জকুটিতে ভয় পায়, কিম্বা কৰ্ত্তব্যের অনুরোধে ত্যাগস্বীকার করিতে হইলে পৃষ্ঠ প্রদর্শন করে, তাহারা সত্য সত্যই কাপুরুষ ; বিদ্বান, বুদ্ধিমান, ধনবান বা উচ্চপদস্থ হইলেও তাহারা ঘৃণার পাত্ৰ—বড় লোক নহে । রুষিয়ার সম্রাট মহাপুরুষ পিটার কৰ্ত্তব্য-পালনের অদ্বিতীয় দৃষ্টান্ত স্বরূপ ছিলেন । রাজ্যের সমস্ত অবস্থা পরিজ্ঞাত হইবার জন্য তিনি অনেক সময়ে ছদ্মবেশে ভ্রমণ করিতেন । স্বচক্ষে দেখিয়া প্রজাবগের অভাব দূর করিবেন, ইহাই তাহার সংকল্প ছিল। এই সংকল্প সাধন করিতে যাইয়া অনেক সময়ে তাহাকে অনেক নিগ্রহ সহ্য করিতে হইয়াছে । এই জন্য তিনি কখনও পদব্রজে বহু পৰ্য্যটন করিয়াছেন, কখনও বা অনাহারে দিন যাপন করিয়াছেন , রাজাধিরাজ হইয়াও এই জন্য তিনি দরিদ্রের পর্ণকুটািরে তৃণশয্যায় নিশি যাপন করিয়াছেন । পিটারের পূৰ্ব্বে রুষরাজ্যের অবস্থা অতি হীন ছিল । তিনি প্রজাদিগের উন্নতিকল্পে প্রাণপণ করিয়াছিলেন । রুষীয়দিগকে পৃথিবীর নিকট গণ্যমাণ্য জাতি করাই