বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই পাঠসার প্রণীত হইল। যদি এই পুস্তক বালক বালিকাদিগ্নের উপকারে আইসে, শ্রম সফল জ্ঞান করিব। বিদ্যালয়ের অধ্যক্ষ মকুশিয়গণ এৰং শিক্ষাবিভাগের কর্তৃ পক্ষগণ যদি অনুগ্রহ করিয়া, পাঠসার পাঠ্য নির্বাচন করেন, তাহা হইলে কয়েকটা চিত্রদ্বারা, বালক বালিকাদিগের শিক্ষা ও আনন্দ লাভের অধিকতর সুবিধা করিয়া দিব ইতি । কলিকাতা, ১২১৬ 1, গ্রন্থকার ।