বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাষ্পীয় যন্ত্র। বাষ্পীয় যন্ত্রের স্বষ্টি অবধি জনসমাজ এক নূতন মূৰ্ত্তি ধারণ করিয়াছে । বাষ্পীয় যন্ত্রের সাহাশ্যে বহুদিনের কাৰ্য্য একদিনে সম্পন্ন হইতেছে, এক হস্ত শত হস্তের কাৰ্য্য করিতেছে! মানুষ পূৰ্ব্বে আপনার বলে বহু কষ্ট্রে ও বহু বিলম্বে যাহা করিযা লইত, অথবা ইতর প্রাণীদিগের উপরে অত্যাচার করিয়া যে কাৰ্য্য উদ্ধার করিত, বাষ্পীয় যন্ত্রের হুষ্টি অবধি অগ্নি ও জল প্রভৃতির উপর । আধিপত্য করিয়া তাহ অল্পাযাসে, অল্প সমযে ও উৎকৃষ্টতররূপে সম্পন্ন করিতেছে । বাস্তব বাষ্পীয় যন্ত্রের হুষ্টি অবধি মানুষ যেন সত্য সত্যই দেবত্ব লাভ করিয়াছে, পৃথিবী অপূৰ্ব্ব সুখ ও স্বচ্ছন্দতার স্থান হইয়া উঠিয়াছে । বাষ্পীয় যন্ত্রে গোধূম চূর্ণ করিয়া ময়দা প্রস্তুত করে, ইষ্টক চূর্ণ করিষা সুরকি প্রস্তুত করে, কাষ্ঠ ও লৌহ প্রভৃতি ছেদন, পীড়ন ও কুন্দন করিয়া নানা অস্ত্র ও নানা যন্ত্র এবং নানা প্রকার গৃহসামগ্ৰী প্রস্তুত করিয়া দেয় । নগরের পথে ঐ যে লৌহস্তম্ভ দাড়াইয়া আছে, উহার কর্ণ