বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ু বাক্য । কুসুম-সৌরভ কভু করি আহরণ, মানবের নালিকায় করি তাহা দান ; কতু আমি জলবিন্দু করিয়া সিঞ্চন, তাপদগ্ধ পথিকের জুড়াই পরাণ । পতঙ্গের পক্ষতলে থাকি লুকাইয়া, উড়াইয়া লই তারে ভানুর কিরণে ; কখনো বা জাহাজের মাস্তুলে চড়িয়া ; সাগর লজিয়া যাই হরষিত মনে । প্রভাত-সময়ে মোরে যে করে লেবল, চিরদিন বঞ্চে সেই স্বাস্থ্য আর সুখে, দুর্গন্ধে দূষিত মোরে করে যেই জন, রোগরূপে ভর করি বলি তার বুকে । অন্তরীক্ষে মেঘ যত বিবিধ বরণ, বিচিত্রতা পরিপূর্ণ চিত্ৰপট প্রায়, আমি ভেঙ্গে দিলে হয় বৃষ্টি-বরষণ, আমারি উপরে মেঘ হেথা সেথা যায় । আমি যদি নাহি রহি কিছু কাল তরে, শ্বাসরুদ্ধ হয়ে তবে মরে জীবগণ ; নিৰ্ব্বোধ যে জন মম পথ রোধ করে, অন্ধকুপ-হত্য-কথা জানে সৰ্ব্বজন ।