বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুদ্রণযন্ত্র ও বঙ্গভাষা । ৯৭ আমাদিগের হাস্তোদ্রেক হয় বটে, কিন্তু তৎকালে একখানি গ্রন্থকে লোকে ঐ রূপ মূল্যবানই মনে করিত । সকলের হাতের লেখা সুন্দর হয় না, এজন্য সকলে পুস্তক লিখিতে পারে না । যাহার হস্তাক্ষর সুন্দর, তেমন একজন লোক এক বৎসর, দুই বৎসর বা ততোধিক কাল রীতিমত গুরুতর পরিশ্রম করিয়া একখানি পুস্তক লিখিলে, তাহাকে মূল্যবান সম্পত্তি কেন মনে না করিবে ? এখন যেমন একখানি গ্রন্থ নষ্ট হইলে অল্প ব্যয় করিয়াই অচিরাৎ সেইরূপ আর একখানি গ্রন্থ পাওয়া যায়, তখন তেমন পাওয়া যাইত না । কথিত আছে, বিলাতে এক ব্যক্তি অপর কোন ব্যক্তি হইতে নকল করিয়া লইবার জন্ত একখানি বাইবেল গ্রন্থ লইয়াছিল। দাতার নিকট নেতাকে ধৰ্ম্মসাক্ষী করিয়া পুনঃ পুনঃ শপথ করিতে হইয়াছিল, আর ক্ষতিপূরণের আশঙ্কায় মূল্যবান এক ভূসম্পত্তিও বন্ধক রাখিতে হইয়াছিল । পূৰ্ব্বে লোকে শ্লোক বা কবিতাগুলি কণ্ঠস্থ করিয়া রাখিত ; তাহাতে সেই সকল শ্লোকাদি যেমন, তেমনই থাকিত । পুস্তক লেখার প্রথা প্রচলিত হইলে লোকে সে চেষ্টা প্রায় পরিত্যাগ করিয়াছিল । কেননা গ্রন্থ খুঁজিলেই যাহা পাওয়া যাইবে, কষ্ট করিয়া তাহ মুখস্থ করিবার দরকার কি ? একটুক সুবিধা হইল বটে, কিন্তু >