পাতা:পারস্য ইতিহাস.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ বসুমতী আদি স্বৰ্গ র্য হ র স্বজন । র্তাহ ifর শপথ করি না হবে লঙ্ঘন” ॥ শুনিয়। রাজার কথা যুবক ত্বরায় । আপনি উদ্যোগী হয়ে বসন পরায় ॥ নৃপতির দুই চক্ষু করিয়া বন্ধন । মিনতি করিয়া কহে বণিক নন্দন ॥ বিশ্বাসের পাত্ৰ তুমি বট মহাশয় । তপাপিও ব্যবহারে ইহ। যুক্ত হয় ৷ বান্ধিতে তোমার চক্ষু মনে নাহি লয় । কিন্তু কি করিব দেখ না করিলে নয় ॥ রাজা বলে উচিত হইতে সাবধান । এতে কোন অপরাধ নাহি করি জ্ঞান ৷ একথা শুনিয়া যুবা নৃপতিকে নিয়া । পারস্য ইতিহাস । এই যে প্রশস্ত কুণ্ড দেখিতেছ কাছে । | ইহাতে নির্ণয় নাই কত স্বর্ণ অাছে ৷ অদ্যপি অঙ্গ লী দ্বয় কমে নাহি যার । ইহাতে কি মনে লয় ক্ষয় হবে তার ॥ স্বর্ণাধার দেখি পরে কহে নৃপবর । সম্পত্তি অধিক বটে নহে স্থির তর । অবিল বলিল ক্ষয় হলে এই ধন । আর এক পত্রে হস্ত করিব আপণ ॥ এত বলি ধনপতি লইয়া রাজারে । অন্য এক ঘরে যায় ধন-দেখিবারে ॥ প্রবেশ-করিব। মাত্র সেই রম্য ঘরে । হেরিয়া হরিষ রায় হইল অন্তরে । প্রথম কুঠরি হতে হয় হেন জ্ঞান । অধো-ভাগে চলিলেন গুপ্ত সিঁড়ি দিয়া। ; এঘর অধিক রম্য আরো দীপ্তমান । বাগানেতে বক্র পথে ঘুরাইয়। র্তারে । উপনীত হইলেন ভাণ্ডারের দ্বারে । প্রস্তর করিয়া মুক্ত প্রবেশিয়। তায় । অপ্রশস্ত স্থড়ঙ্গেতে দুই জনে যায় ॥ অন্ধকারে সেই পথে গিয়া কিছুপর । সম্মুখেতে পাইলেন বড় এক ঘর ॥ স্থানে ২ শোভা পায় শোভিত আসন । মণ্ডিত স্থবৰ্ণ বস্ত্রে অতি স্থশোভন । ঝুলয়ে ঝ লেরে মতি কিবা তার শোভা । হীরায় খচিত তায় অতি মনোলোভা ৷ অন্য যে পাষণ প। ব্র দেখে সেই স্থানে স্বর্ণধার হতে কিছু ক্ষুদ্র অল্পমানে ॥ স্থানে স্থানে মণি জ্বলে শোভায় অপার কিন্তু হীরা মতি পান্না অমূল্য পাথর । আলোকে আগার পূর্ণ তুল্য নাহি তার। মণি চণি পরিপূর্ণ পত্রের ভিতর ॥ এই ঘরে অসি পরে বণিক নন্দন । ঘুচাইল নৃপতির নয়ন বন্ধন । লোচন মেলিয়ণ নৃপ হইল স্তম্ভিত i হেরিল গহবর এক পাষাণে নিৰ্ম্মিত ॥ পঞ্চ শত হস্ত তার চৌদিকে প্রসর । অনুমান কুড়ি হাত নীচেতে গহবর ॥ এই পত্র স্ববর্ণের মুদ্রাতে পূর্ণিত । চৌদিকে দ্বাদশ স্তস্ত কাঞ্চনে নিৰ্ম্মিত ॥ অমূল্য লালের মূৰ্ত্তি শোভে তদুপরি । তাশ্চর্য্য শিল্পত কিবা অহা মরি মরি। রাজকর করে ধরি বণিক নন্দন । পাত্রের নিকটে আসি কহিল তখন ॥ অতুল ঐশ্বৰ্য্য হেরি বিস্ময় নরেশ । অতু মনে ভাবে অাছে বুঝি নিন্দ্রর আবেশ । আরো দেখাইল যুবা স্বর্ণ সিংহাসন । করিয়ছে দুই ব্যক্তি তহিতে শয়ন ॥ আবল বলিল এই পূৰ্ব্ব রাজা রাণী । ইহীরাই ধনপতি এইরূপ জানি ॥ দীর্ঘ করে শয়ন করিয়। দুই জনে । সজীব মনুষ্য যেন এই লয় মনে ॥ হীরার মুকুট শিরে উভয়েরি অাছে । কাঠের অভ্যাসন শোভে চরণের কাছে ৷ তাহতে নীচের কথা অতি মনোহর । শ্রেণীমত লেখা আছে স্থবৰ্ণ অক্ষর ॥