পাতা:পাষাণের কথা.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ৬ ]

মহাকোশল—আধুনিক মধ্যপ্রদেশের উত্তরভাগের প্রাচীন নাম।

মহাদণ্ডনায়ক—প্রধান বিচারপতি (ফৌজদারী বিভাগের)।

মহাপ্রতীহার—পুররক্ষিগণের অধ্যক্ষ।

মহাবলাধিকৃত—প্রধান সেনাপতি।

মহাস্থবির—বৌদ্ধসঙ্ঘের বা মঠের প্রধান ভিক্ষু।

মাখেতা—গ্রীক্‌নাম (Machetas)

মায়াপুর—হরিদ্বারের অপর নাম।

মিশর বা মিজ্রাইম—আধুনিক ইজিপ্টের (Egypt) নামান্তর।

মূলস্থানপুর—বর্ত্তমান নাম মূলতান।

মেনন্দ্র—মিলিন্দ বা মেনাণ্ডার (Menandar), ইঁহার মুদ্রায় ভারতীয় অক্ষরে মেনন্দ্র নাম লিখিত থাকে।

যুবরাজ ভট্টারকপাদীয়—অর্থাৎ যাহার পদ যুবরাজগণের সমান।

রাজগৃহ—বর্ত্তমান নাম রাজগির, ইহাই মহাভারতের গিরিব্রজ। পাটলিপুত্র নির্ম্মিত হইবার পূর্ব্বে ইহা মগধের রাজধানী ছিল।

রাষ্ট্রকূট—রাজপুত জাতিবিশেষের নাম। বর্ত্তমান নাম রঠোড় বা রাঠোড়।

লিওনাত—গ্রীক্‌নাম (Leonotos)

বলদর্শন—সৈন্য প্রদর্শন (Parade)

বাবিরুষ—বভেরু বা বাবিলনের (Babylon) অপর নাম

বাহ্লীক—বাল্‌খ বা বল্‌খের প্রাচীন নাম।