পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbو� বহুত স্বীকার করিয়া আর কখনও বিদ্রোহাচরণ করেন নাই। রালফ ফিচ, ১৫৮৬ খৃষ্টাব্দে বাকলায় উপস্থিত হইয়াছিলেন। তিনি কন্দৰ্প রায়ের অনেক প্রশংসা করিয়াছেন। র্তাহার বিবরণ হইতে জানা যায় যে, কনপি রায় বন্দুকক্রীড়া ভালবাসিতেন । * কন্দৰ্প রায়ের পর তাহার শিশু পুত্র রামচন্দ্র বাকলার অধীশ্বর হন । ১৫১৯ খৃষ্টাব্দে জেসুইট প্রচারক ফনসেক তাহার রাজ্যে উপস্থিত হইয়াছিলেন। সেই সময়ে তিনি অষ্টমবর্ষীয় ছিলেন বলিয়া জানা যায়। ১৫৯৮-৯৯ খৃষ্টাব্দে ফাৰ্ণাণ্ডেজ, সোসা, ফনসেকা ও বাউয়েস নামে চারিজন জেসুইট প্রচারক বঙ্গদেশে উপস্থিত হন। ইহার বঙ্গদেশ ব্যতীত আরাকান প্রভৃতি স্থানেও পরিভ্রমণ করিয়াছিলেন। ১৫৯৯ খৃষ্টাব্দের শেষভাগে ফনসেক চট্টগ্রাম হইতে বাকলায় উপস্থিত হন। পরে তথা হইতে চ্যাণ্ডিকান বা সাগরদ্বীপে গমন করেন। তৎকালে সাগরদ্বীপ প্রতাপাদিত্যের অধিকারভুক্ত ছিল । ফনসেকা বাকলায় উপস্থিত হইলে, রামচন্দ্র ৰ্তাহাকে আপনার দরবারে নিমন্ত্ৰণ করিয়া লইয়া যান ; এবং তাহার প্রতি অত্যন্ত সন্মানপ্রদর্শন করেন। ফনসেকা বলিয়াছেন যে, তিনি অল্পবয়স্ক হইলেও, তাহার বিবেচনাশক্তি অধিক বয়স্কের দ্যায়ই ছিল । রামচন্দ্র ফনসেকাকে তাহার গন্তব্য স্থানের কথা রামচন্দ্র রায় ।

  • “From Chatigan in Bengala I came to Bacola; the king whereof is a Jentile, a man very well disposed and delighted much to shoot in a gun. His country is very great and fruitful, and hath store of rice, much cotten cloth and cloth of silke. The houses be very faire and high builded, the streets large, the people naked, except à little cloth about their waste. The women weare great store of silver hoops about their neckes and armes, and their legs are ringed with silver and copper and ringes made of elephant's teeth.”-Hakon Rylay's Ralph Fitch. P. 118.