পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె> করিয়াছিলেন। তিনি নানাবিধ অস্ত্রবিদ্যায় সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন। তাহদের মধ্যে নবপ্রচলিত বন্দুক চালনায় তিনি যথেষ্ট শক্তির পরিচয় প্রদান করিতেন । এইরূপে নানা বিদ্য শিক্ষা করিয়া প্রতাপ আপনার ভবিষ্যৎ উন্নতির পথ পরিষ্কার করিতে আরম্ভ করেন। তিনি যে একজন ক্ষমতাশালী পুরুষ হইবেন, বাল্যকাল হইতে লোকে তাহার পরিচয় প্রাপ্ত হইয়াছিল। নানা বিদ্যায় পারদর্শী হইয়া প্রতাপ পিতা ও পিতৃব্যের অত্যন্ত প্রিয় পাত্র হইয় উঠেন। ক্রমে তিনি বয়ঃপ্রাপ্ত হইলে তাহার বিবাহের জন্য বিক্রমাদিত্য ও বসন্তরায় সচেষ্ট হন। বঙ্গজ কায়স্থ প্রতাপের বিবাহ ও zo سمتیہ গণের মধ্যে নাগবংশ মধ্যল্য শ্রেণীর অন্তভূত। উক্ত উদয়াদিত্য প্রভূ নাগবংশের মধ্যে জিতামিত্র নাগ মৰ্য্যাদায় শ্রেষ্ঠ তির জন্ম । ছিলেন । র্তাহার কস্তার সহিত বিক্রমাদিত্য ও বসন্তরায় প্রতাপের বিবাহ সম্বন্ধ স্থির করেন। যথাসময়ে প্রতাপের পরিণয় ব্যাপার সম্পাদিত হয়। ইহার পর গোপাল ঘোষের এক কস্তার সহিত প্রতাপের দ্বিতীয় বার বিবাহ হইয়াছিল। কালক্রমে প্রতাপের একটি পুত্র ও কষ্ঠ ভূমিষ্ঠ হয়। পুত্রটির উদয়াদিত্য ও কন্যাটির বিন্দুমতী নামকরণ করা হইয়াছিল। তাহার পর ক্রমে ক্রমে প্রতাপের আরও দশটি পুত্র জন্মে। যৌবনাগমে প্রতাপাদিত্যের সৰ্ব্বাঙ্গ পরিপুষ্ট হইয়া উঠিলে, দিন দিন তাহার শক্তি বৃদ্ধি হইতে থাকে । তিনি যশোর নগরের নিকটস্থ সুন্দরবনে মৃগয়াদি করিয়া বেড়াইতেন, তাহাতে ক্ৰমে ক্রমে র্তাহার বাহুবল ও নিষ্ঠুরতা প্রকাশ পাইতে থাকে। রামরাম বস্থ মহাশয় লিখিয়াছেন যে, তিনি একদিন একটি উড্ডীয়মান চিল পক্ষীকে বাণবিদ্ধ করিয় ভূমিতে পাতিত করায় বিক্ৰমাদ্বিত্য তাহার প্রতাপের শক্তিবৃদ্ধি।