পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক f S&S ইনেস। রমেশ বাবু, বেশ বাগিয়েছিলে, কিন্তু শেষটা রাখতে পালে না, তা on go freform writor (Historical character) হ’তে। - ভজ। রমেশ বাবু, পাচজনে পাচদিক থেকে পাচকথা ক’চ্ছে, ভূমি একবার ধৰ্ম্ম দেখিয়ে বক্তৃতা কর । তোমার মুখে ধৰ্ম্মের দোহাই শুনলে, লোক যে বয়েসে আছে, সেই বয়সেই থাকবে। যাদব। কাকীম, কাকীম ! ডাক্তার। ভয় নেই, ভয় নেই, এই যে তোমার কাকীমা, ভয় কি তুমি এই দুধ থাও । স্বাদব। আমার মা কি আছে ? ডাক্তার। তোমার কাকীমা আছে, ভয় নেই । পীতা । নরাধম, নররক্ষস ! সংসারটা এমনি ছারেখারে দিলি ? ভজ। সে কি পীতাম্বর বাবু, কি ব’ল্ছো ? এমন ஒன আর হয়। জাবাল-বৃদ্ধ-বনিত ওর নাম গাইবে, যমরাজওকে নরকের মেট করে দেবে। মামা বাবু, মামীম, তোমরাও এক একজন কম নও, করতে ; এমন পাথর-কুচির প্রাণ, দোহাই বলছি, আমার বাপের জন্ম দেখি নি! এই ছেলেটাকে না খেতে দিয়ে মাছিলে! তোমাদের বাহাদুরী যে আমার চোখেও জল বা’র করেছ। ® মান প্রফুর, প্রফুল্ল, ভূমি কোথায়! দেখ, এত পাহারাওয়াল, জমাদার এসেছে, আমি আর কিছু ভয় করি নি। প্রফুল্ল, তোমায় বাচাতে পারলে না, এই আমার দুধ রইল। আমি পাগল নষ্ট আমি পাগল নই, ধৰ্ম্মরাজ রক্ষা কর, ধৰ্ম্মরাজ রক্ষা কর । ভুল। ন ভূমি পাগল নও, আমি মুক্তকণ্ঠে বলছি। ম, তুমি এই পাগলকে মানুষ করেছ, কিন্তু মা, তোমার মৃত্যুতে যেন ভজহরির