পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ) অসি-ধারীর সম্মুখীন হইয়া প্রৰত হইতে হইবে ; নতুবা তাহার কোমর হইতে পদ পৰ্য্যন্ত অরক্ষিত থাকিবে। যথা যষ্ঠ চিত্রে । “বিনোদ”-সম্পকিত সমস্ত বর্ণনাগুলি সম্বন্ধেই স্মরণ রাখিতে হুইবে যে, যে-কোনও প্রক্রিয়ার উপক্রমের সঙ্গেসঙ্গেই প্রতিপক্ষকে ক্ষিপ্রকারিতা সহ তুরস্তে তাহার প্রতিকার অবলম্বন করিতে হইবে। প্রক্রিয়ার বিশুদ্ধতা থাকিলেওপক্ষপ্রকারিতার তারতম্য অনুসারেই সাধারণতঃ •জয় পরাজয় ঘটিয়া থাকে। " “বিনোদ”-সম্পর্কিত সমস্ত বর্ণনাগুলি সম্বন্ধেই উভয় ব্যক্তিকেই সম-বলশালী সম-কৌশলী ও সম-ক্ষিপ্রকারী ধরিয়া লওয়া হইয়াছে। প্রকৃত ঘটনাকালে বর্ণনাকুরূপ আঘাত-প্রয়োগ অপেক্ষা ভিন্নরূপ আঘাত-প্রয়োগও অবস্থা-বিশেষে অধিক কাৰ্য্যকারী ও ফল-প্রদায়ী হইতে পারে । يهه বর্ণিত প্রক্রিয়াগুলি যাহার পর যেটি নির্দিষ্ট হইল তাহা কেবল শিক্ষা ও অভ্যাসের স্ববিধা হেতু মাত্র, কিন্তু প্রকৃত ঘটনাস্থলে কিম্বা আততায়ী-সংঘর্ষ-কালে ঐরুপ ক্রমিক ধারা কদাচ নিদিষ্ট থাকিতে পারে না। প্রকৃত ঘটনাস্থলে যখনই যে প্রক্রিয়াটির সুযোগ ঘটিবে তখনই তাহার প্রয়োগ করিতে হইবে। প্রতিকার সম্বন্ধেও ঐরূপ ; কোনও প্রক্রিয়ার প্রতিকার বিভিন্ন-স্থলে ও বিভিন্ন-কালে সুযোগ অনুসারে বিভিন্ন প্রক্রিয়ার প্রতিকার হেতুও প্রযুক্ত হইতে পারে। দ্বিতীয় পাঠ “উণ্টামৈাঢ়া হইতে “ভাণ্ডার” অভ্যন্তরে আক্রান্ত হইলে সামান্ত অবনমন সহযোগে ঈষৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া দক্ষিণ পদ সম্মুখে ও বামে পূর্ণমাত্রায় বিক্ষেপ করিয়া সঙ্গেসঙ্গেই অসি-ধারীর “মণিবন্ধ অধঃ”তে সজোরে আঘাত করিতে হইবে । যথা সপ্তম চিত্রে । অসি-ধারীর প্রতিকার প্রতিকার হেতু অসি-ধারী তুরস্তে ঈষৎ দক্ষিণাবর্তে ঘুরিয়াসঙ্গে-সঙ্গেই বাম হন্তে বিনোদ-প্রয়োগকারীর দক্ষিণ } মণিবদ্ধ কিম্বা কফোণি (কছুই ) আক্রমণ করিবে এবং S8 লাঠিখেলা ও অসিশিক্ষা Yo (: লাঠি ঘুরাইয়া মস্তক-পৃষ্ঠে আঘাত করিবার উপক্রম যথা অষ্টম চিত্রে । করিবে । ৮ম (খ) বিনোদ বিনোদ-প্রয়োগকারীর প্রতি-প্রতিকার বিনোদ-প্রয়োগ-কারীও তুরস্তে দক্ষিণবৰ্ত্তে অর্ধেক ঘুরিয়া সঙ্গে-সঙ্গেই বাম হস্তে অসি-ধারীর দক্ষিণ কফোণিতে ( কল্পইতে ) সজোরে আঘাত করিবে এবং যুষ্টি দ্বার। “ক্রকুটিতে’ অথব সুযোগাতুরূপ যে-কোন মৰ্ম্মে আঘাত্ত করিবে । যথ। নবম চিত্রে ।

  • विप्नांछ्