বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ভয়াবহ তরঙ্গভঙ্গে এমন ভীষণ হায়দারাবাদ-নগর সংস্কার >n○ আতঙ্কের স্থষ্টি করিয়াছিল যে, ধন প্রাণ রক্ষা পাইবে বলিয়৷ কেহ আশা করে নাই। এমন কি, প্রবলপ্রতাপাম্বিত তৎকালীন নিজাম মীর মহবুব আলী খ পুরাতন পুলের পার্থে দাড়াইয়। সেতুর উপর দিয়া প্রবহমান প্রমত্ত জলরাশির তা গুব-নৃত্যদর্শনে অজস্র অশ্র বিসর্জন করিয়া ছিলেন । আকস্মিক বিপদের কঠোর হস্ত হইতে পরিত্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে, হায়দারাবাদের অধিবাসীরা হৃদয়ঙ্গম করিল দে ভাঙ্গদের স্বাস্থ্যহানির কি বিষম ভয় দূর হইল। সেই ভীষণ প্লাবনে নদীর উভয় পার্শ্বস্থ কুশ্রী পল্লীসমূহ ও আঁকবাক। সরু গলি গুলি ধ্বংস প্রাপ্ত হইয়াছিল। বিপদ অনেক সময় মুক্তির মুখপ্রদ নূতন পন্থ আবিষ্কার করে । মূখ-মানব আমরা না বুঝিয়। ভগবানের উপর দোষারোপ করিয়া থাকি ! নদীর উভয় তীর, বহু বৎসর ধবং নগরের যাবতীয় আবর্জনু ফেলিবার জায়গারূপে ব্যবহৃত হইতেছিল । সৰ্ব্বমঙ্গলময় হাইকোর্ট-গৃহের সম্মুখস্থ ময়দান-শহর সংস্কারের পরে হাইকোর্টের সম্মুখস্থ ময়দান-সংস্কার-কায্যের পুৰ্ব্বে দুৰ্গন্ধময় পাইখানা, কসাইখান এবং হীমাবস্থা সমাধিস্থান ব্যতীত তথায় অন্য কিছু দৃষ্টি-গোচর হইত না । সেইখনেই অন্ধকার ও পূতিগন্ধময় বহু নৰ্দ্দম: ছিল। বস্তুতঃ পীড়ার আশঙ্কায় তথায় এক মুহূৰ্ত্ত নিশ্চিন্ত মনে দাড়াইবার স্ববিধ। ছিল ন; ৷ কল্পনার সাহাধ্য ব্যতীত ইঙ্গা ধারণা ও করা যায় না যে, এরূপ একটি অপকুষ্ট স্থানের উন্নতি-সাপন করত: ইহু প্রমোদোদানে পরিণত করা হইয়াছে । ইহাতে যে শুধু শহরটির সৌন্দৰ্য্য বুদ্ধি করা হইয়াছে তাহ নহে, অধিকন্তু ইহণ সেখানকার অধিবাসীদের আরামোদ্যানরূপে ও ব্যবহৃত হইয়া থাকে । শ্ৰীযুত ভবনানী সংস্কার-কায্যে ইস্তক্ষেপ করিবার সঙ্গে সঙ্গে ঘোষণ করা হইল যে, মুসী নদীর উভয় পাশ্বস্ত মুক্তস্থানে কেহ কোন পাক৷ বাড়ী নিৰ্ম্মাণ করিতে পরিবে না। সরকার পক্ষ হইতে মালিকদিগকে উপযুক্ত মূল্য দানে স্থানটি সরকারের ব্যবহারের জন্য রাখা হইল। তারপব পাইথান ও কসাইখানাগুলিকে স্থানীন্তরিত করা হইল। বীভৎস নর্দমা গুলির সংস্কার সাধন কলিন