পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8० প্রতিকার হেতু অসিধারী তুরস্তে বাম হস্তে যুযুৎস্থপ্রয়োগকারীর মণিবন্ধে সজোরে আঘাত করিয়া তাহার চেষ্টা ব্যর্থ করিবে, ( প্রয়োজন হইলে ঈষৎ দক্ষিণাবর্তে ঘুরিয়া পড়িবে) এবং লাঠি ঘুরাইয়া যুযুৎস্থ-প্রয়োগকারীকে পুনরাক্রমণ করিবে। যথা নবম চিত্রে। ৯ম যুধুৎস্থ বিলম্ব হইয়া পড়িলে আসিধারী তুরক্ষে ব্যাঘ্রথাবার প্রয়োগ করিবে । অসিধারীর প্রতিকার ব্যর্থ করিতে হইলে যুযুৎস্থপ্রয়োগকারীকে তুরস্তুে বামাবৰ্ত্তে ঘুরিয়া হস্ত-চালনা দ্বারা অসিধারীর হস্ত-প্রক্রিয়ী ব্যর্থ করিয়া নিজকে মুক্ত করিয়া পুনঃ প্রতিকারসহ অসিধারীর সম্মুখীন হইতে হইবে । ষষ্ঠ পাঠ “বাহের”, “মোঢ়া” প্রভৃতিতে আক্রান্ত হইলে তুরস্তে দক্ষিণ পদ অগ্রসর করিয়া অসিধারীর অতি সন্নিকটবৰ্ত্তী হইয়া দক্ষিণ কর-তল তাহার নিম্ন হতুতলে এবং বাম করতল মস্তকশীর্ষে স্থাপন করিয়া অতি ক্ষিপ্রকারিতাসহ হস্ত চালনায় অসিধারীর মন্তক বামাবৰ্ত্তে মুচুড়াইয়া, দিতে হইবে। এই প্রক্রিয়াকালে যুযুৎস্ব-প্রয়োগকারীর উভয় হস্তেরই অঙ্গুলীর অগ্রভাগু অসিধারীর বাম দিক লক্ষ্যে নিদিষ্ট থাকিবে । যথা দশম চিত্রে । এই প্রক্রিয়ার ফলে অসিধারীকে চিংভাবে ভূতলশায়ী করা সম্ভবপর হয় । প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড ১ ম (থ) যুযুৎস্থ ( প্রক্রিয়ার প্রারম্ভ সহ সমগ্র দক্ষিণ উরুদেশ অসিধারীর উভয় উরুমধ্যে সম্যকরূপে প্রবেশ করাইয়া দিতে পারিলে, [ যথা দশম (ক) চিত্রে ] অসিধারীর তৎকালোচিত অঙ্গচেষ্টা সম্পূর্ণরূপেই অবরুদ্ধ হইয়া পড়িবে। প্রতিকার নিমিত্ত অসিধারী তুরস্তে বাম হস্ত দ্বারা “ব্যাঘ্রথাবার” প্রয়োগ করিবে ; অথবা যুযুৎস্ব-প্রয়োগকারীর মণিবন্ধপুর-তে সজোরে আঘাত করিয়া ঈষৎ “অবনমন” সন্ত দৃক্ষিণাবৰ্ত্তে ঘূরিয়া তাহার “অগুকোষ”