পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা 3 দুরবস্থা হইলেও, কতকাংশ বঙ্গীর রিলিফ, কমিটির কার্য্যস্থলের মধ্যে পড়ার তথাকার অধিবাসীবৃন্দ কোন-মতে দুইটি অন্ন পাইতেছে। কিন্তু অস্তান্ত অংশে অধিবাসীবৃঙ্গের অল্প-কষ্টের করুণ কাহিনী অবর্ণনীয়। ক্ষেতলাল থানার অবস্থা সৰ্ব্বাপেক্ষা শোচনীয়। কোন কোন গ্রামে লোকে অনাহারে, কোন কোন গ্রামে লোকে বেল, ডুমুর, প্রভূতি থাইরা দিন অতিবাহিত করিতেছে। এদিকে কালাজ্বর রাজত্ব করিতেছে । এই দুরবস্থায় • লোকের উপকার-মানসে হাট-সত্বরের অধিবাসীর একটি সাহায্য-সমিতি গঠন করিয়া কিছু কিছু কাৰ্য্য করিতেছেন। বগুড়া জেলা কংগ্রেস-কমিটি তজ্জস্য অর্থ সংগ্ৰহ করিতেছেন। বঙ্গীয় রিলিফ কমিটির পক্ষ হইতে এঅঞ্চলে কৰ্ম্মকেন্দ্র প্রতিষ্ঠা করিবার জন্য অনুরোধ করা হইয়াড়ে। উক্ত অঞ্চলের ভূম্যধিকারী নাটোরের স্বকুল জমিদারের নিকট হইতেও সাহায্য সংগ্রহ করা হইতেছে। কিন্তু অবস্থা যেরূপ গুরুতর, তাহতে স্থানীয় সাহায্যের দ্বারা এ-অবস্থার প্রতিকার সম্ভবপর নহে । এ কারণ-আমরা দেশের যাবর্তীয় দয়াবান ব্যক্তিদিগের নিকট যথোপযুক্ত সাহায্য-প্রার্থী হইতেছি । যিনি যহি পারেন, বগুড় জেলা কংগ্রেস-কমিটির সম্পাদকের নিকট প্রেরণ করিলে সাদরে গুঙ্গীত হক্টবে। যদি কেঙ্ক BBB S BBBBS BBB BB BBB BBB BBB BB BBB জানান হুইবে । —-বন্দে মাতরম সতীর হস্তে লম্পটের শাস্তি— ঢাকা ধামরাই থানার অধীন এক গ্রামে লিনোদবিহার সাহার বাস । গত জানুয়ার মাসে একদিন রাত্রিকালে বিনোদ তাহীর পুরোহিত ললিত আচায্যের অমুপস্থিতিতে তাহার যুবর্তী স্ত্রীর নিকটে নিজের কু-অভিপ্রায় জানায় । ব্রাহ্মণ-পত্নী বিনোদকে তিরস্কার করিয়া বলে BB BB BB BBB BB BBBB BB BBB KDDD DDDg BB হুইবে । বিনোদ যুবতীর কথা শুনিয়া হাসিয় তাহাকে ধরিতে গেল । সতী রমণীর দেহে শতগুণ বলের সঞ্চার হইল। সে একখানি দ্য লইয়া "তবে রে পিশাচ এই দেখ” বলিয়া ললিতের দেহু ক্ষতবিক্ষত করিল। স্বামী বাড়ী ফিরিয়া আসিয়া পুলিশে সংবাদ দেয়। - নারীনিৰ্য্যাতন— এলাহাবাদ হইতে যুক্ত চিরন্‌জলাল শৰ্ম্ম জানাইতেছেন যে, উত্তর-ভাবতে নারী-নিগ্রহের সংখ্য অত্যং বাড়িয়| উঠিয়ছে। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ ও রেলের কৰ্ম্মচারীদের সঙ্গয়তায় এই পাপকাৰ্য্য অনুষ্ঠিত হয় । রেল-ষ্টেশনে, ওরেটিংরমে, গাড়ীতে -- নারী-নিগ্রহের কথা হিন্দী কাগজে প্রায়ই দেথিতে পাওয়া যায় । তিনি নিজেও ২৪টি ঘটন। অগুসন্ধান করিয়া দেখিয়াছেন। শ্ৰীযুত চিরন্ঞ্জালাল শৰ্মা বলিতেছেন যে, এ বিষয়ে খুব তীব্র আন্দোলন হওয়া কৰ্ত্তব্য এবং যাহাতে এইসমস্ত ছদ্মবেশী পুলিশ ও রেল-কৰ্ম্মচারীদের কঠোর শাস্তি হয়, তাহার ব্যবস্থা করা উচিত । শ্ৰীযুক্ত শৰ্ম্মার প্রস্তাব আমরা সৰ্ব্বতোভাবে সমর্থন করি । তিনি বোধ ঙ্গয় জানেন না, বাঙ্গালীয় এই নারী-নিগ্রহ ব্যাপারটি অন্ত এক কুৎসিত আকার ধারণ করিয়াছে ; আর বাঙ্গালীর এরূপ জড় ও কাপুরুষ হইয় উঠিয়াছে যে, শেষে হয়ত নিজেদের নারী-নিৰ্য্যাতনের প্রতিকারের জন্ত তাহাদিগকে ভারতের অন্ত প্রদেশের লোকের সাহায্য লইতে হইবে। - --আনন্দবাজার পত্রিকা [ ইহা অত্যন্ত লজ্জার বিষয় হইবে এবং ইহার দ্বারা নারী-নিৰ্য্যাতনের প্রতিকারও:হুইবে না। যাহারা আত্মরক্ষা করিতে পারে না, জন্তেও, তাহাখিৰে ৰক্ষা করিতে পাৰিবে না। মৃত্যুকে বৰণ কৰাই তাহদেব AGGASBBBeY0GSYJSkttttBBBB BSBB BBB BBB SSAAAS দেশ-বিদেশের কথা—বাংলা ર૭૧ ভারতে বিদেশী দেশলাইয়ের কারখানা— । • .’ ষ্টকহলমের সংবাদে প্রকাশ যে হইডি ম্যাচ তৈয়ারার কারখানার মালিকগণ তাহদের মূলধন বৃদ্ধি করিয়া উহ। ১৯ কোটি ক্রাউনে পরিণত ' করিয়াছেন। তাহার এই অতিরিক্ত মূলধন দ্বারা বোম্বাই, কলিকাতা, . মাদ্রাজ ও করাচীতে দেশলাইয়ের কারখানা স্থাপন করিবেন। --অর্ণননীবাজার পত্রিকা বিদেশ হইতে আম্‌দানি পণ্যের উপর শুষ্ক এড়াইবার জন্ত বিদেশীর সব পণ্য সম্বন্ধেই এই কৌশল অবলম্বন করিবে। এইজগু এখনই আইন হওয়া উচিত, যে, যাহার মূলধনের অন্তত: শতকরা ৭৫ অংশ ভারতীয়দের নহে, সেরূপ কোম্পানী এদেশে স্থাপিত হইতে পারিৰে সী । —প্রবাসীর সম্পাদক । ] গাজা-চাষীগণ কর্তৃক কৃষি-সচিবের সস্বৰ্দ্ধনী— নওগায়ের ( রাজসাহী ) ৩০শে এপ্রিল তারিখের সংবাদে প্রকাশ, যখন কৃষি-সচিব মন্তবর মিঃ গজনধা সাহেব সেখানে আসিয়া উপস্থিত হন, কয়েকজন সরকারী কৰ্ম্মচারী ও মুসলমান উকীল মোক্তার ষ্টেশনে তাহাকে সম্বন্ধন করিয়াছিলেন । কুমি-সচিব এখানে অবস্থানকালে উত্তর বঙ্গ-সেবাশ্রম, লোকাল বোর্ড, অফিস ও গাঙ্গা-চাধাদের সমবায় সমিতি পরিদর্শন করিয়াছিলেন। প্রকাশ, যে মহকুম হাকিম ও সেক্রেটারীর আদেশানুসারে স্থানীয় স্কুলের হেড, মাষ্টার মহাশয় কৃষি-সচিবের সম্বৰ্দ্ধনায় যোগদান করিবার জন্ত স্কুলের ছাত্রদিগের উপর এক নোটিশ জারি করিয়ছিলেন । কিন্তু অবশেষে ছাত্রদিগের অবিভাবকগণ ইহান্তে প্রতিবাদ করার মাষ্টার মহাশয় বার্থ হহয় তাহার নোটিশ প্রত্যাহার করিয়াছিলেন । স্থানীয় গাজl-চার্সীগণ কুমি-সচিবের সম্বৰ্দ্ধনার জন্ত এক সান্ধ্য-ভোজের আয়োজন করিয়াছিলেন বটে, কিন্তু সহরের কোন গণ-মান্ত ভদ্রলোক তাহাতে যোগদান করেন নাই। সভাক্ষেত্রের প্রবেশ-দ্বারে মোট মোট অক্ষরে "সহযোগাদের সম্বৰ্দ্ধন৷” এই কয়েকটি কথা লিপিয়া দেওয়া হইয়াছিল | --লন্দেমাতরম

  • छ রাজ-বন্দী শ্ৰীযুক্ত পূৰ্ণচন্দ্র দাস– পূৰ্ণবাবু আজ অষ্টমবার রাজ-আতিথ্য গ্রহণ করিয়াছেন। মাদারীপুরের অশ্ব-আইনের অপরাধী পুর্ণচন্দ্র প্রথম দেপা দিলেন ১৯১১ সনে প্রথম রাজনীতিক আসামী সাজিয়া । অস্ত্ৰ-আইনের বাছ ।

বাছী তিনটি ধারা উহার উপর প্রয়োগ করা হইল, এবং অনেক পরিশ্রম করিয়াও তাহার কোন অপরাধ প্রমাণ করিতে ন পারিয়া দুই বৎসর পরে গভর্ণমেণ্ট উহাকে অব্যাহতি দিতে বাধ্য হইলেন। তখন দেশে সেীর অশাস্তির উত্তপ্ত হওয়া জোর প্রবাহে বহিতেছিল । সরকারের ধারণ ছিল ছেলের দল ডাকাত । কিন্তু ডাকাতের পিঠে যে স্বদেশী ছাপ দেওয়া ছিল তাছার প্রম!৭ হইল দ্বিতীয়বারের বড়ম্বন্ত্র মোকদ্দমায়। পূর্ণবাবু তাহার বহু বন্ধুবান্ধবের হাত ধরিয়া বন্দীশালায় উপস্থিত হইলেন। ১৯১৩-১৪ দুই বৎসর সমানে জাইনের কসরৎ করিয়া, বুদ্ধির চাল চলিয়া পূর্ণ-বাবু সদলে ফিরিয়া আসিলেন । ঠার তৃতীয় বিচার ১৯১৫ সনে রাজদ্রোহ অভিযোগে । সৰ্বকারের বাছ বাছা মৃত্যুবাণ প্রায় ৭৮টি ভীষণ ধারা তাহার প্রতি নিক্ষিপ্ত হইল। কিছু প্রমাণ করিতে না পারিয়ু সরকার অনুপায় হইয়া পড়িলেন। মোকদর্ম তুলিয়া লইলে জাপানীকে বেকত্বর খালাস তুি হইবে বলিয়৷ তাও পারেন মা, শাবার রাখিলেও ইজ্জৎ থাকে না। কাজেই মিরপায়েৰ