পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J8V ●धबांनॆी-चांबांग्ल, s७७> [ ২৪শ ভাগ, ১ম খণ্ড সহজে দিতে রাজি নন। সেইসকল অধ্যাত্মনিষ্ঠ একবগ্গা পণ্ডিতের একদেশদর্শিতা ধ্বংস করিবার জন্ত সভ্যতার আর্থিক ব্যাখ্যার এমন কি সময় সময় একবগ্গ আর্থিক ব্যাখ্যারও প্রয়োজন আছে। “যেমন কুকুর, তেমন মুণ্ডর יין এই প্রয়োজনটা ভারতে যতই বুঝা যাইতে থাকিবে ততই মুকুমার শিল্প, সাহিত্য, দর্শন, রাষ্ট্র, পরিবার, সামাজিক ব্যবস্থা ইত্যাদি জীবনকেন্দ্রগুলা বুঝিবার পক্ষে যুবক ভারত দিন দিন উন্নতি লাভ করিবে। অধিকন্তু ভবিষ্য ভারতকে কোন পথে চালাইলে কত চালে কিন্তীমাৎ হইবে তাহার অনেক সঙ্কেতই এই আর্থিক-ব্যাখ্যাসমন্বিত ইতিহাস-বিজ্ঞানের আলোচনায় পরিষ্কার হইয়া আসিবে। এই ব্যাখ্যাই যুবক ভারতে যুগান্তরের দ্বিতীয় স্তর গঠন করিবে। ভারতীয় "যৌবন-পূজা”র আন্দোলনে অতীত-নিষ্ঠা এবং ভবিষ্য-বাদ দুইই নবরূপে দেখা দিবে। - এইসকল বিষয় “বর্তমান জগৎ” গ্রন্থের নানাখণ্ডে ঠারে ঠোরে উত্থাপন করিয়াছি। স্ববিস্তৃত গ্রন্থ লিখিবার স্বযোগ ও সময় জুটে নাই। কিন্তু এঙ্গেলসের গ্রন্থে বাঙ্গালী পাঠক নবীন ইতিহাস-বিজ্ঞানের রস এক খাটি ফোয়ারার স্রোতেই—বস্তুত: স্বয়ং ভগীরথের তত্ত্বাবধানেই —চাখিয়া দেখিবার স্বযোগ পাইবেন । যাহারা ইংরেজি জানেন না বা কম জানেন র্তাহাদের কাজে আসিলেই এই অনুবাদ গ্রন্থ সার্থক হইবে। * শ্ৰী বিনয়কুমার সরক Tর পরিবার গোষ্ট্র ও রাষ্ট্র" নামক অনুবাদ গ্রন্থের ভূমিকা। বাদল-স গুরু গুরু ডাকে মেঘ, আকুলিত হিয়া, কোথা যেন যেতে চাই সব পাশরিয়া। যারে আমি দেখি নাই তারে যেন পেতে চাই— যুগে যুগে ছিল যেন সেই মোর প্রিয়া ; গুরু গুরু ডাকুে মেঘ, আকুলিত হিয়া । জল ঝরে ঝর ঝর আজ পড়ে মনে, কত খেলা কত হাসি বসে গৃহ-কোণে । ক্ষণে ক্ষণে মেঘ-ডাকা, মার কোলে শুয়ে থাকা, ছিল যেন ধূলি-ঢাকা সেই ব্যথা প্রাণে ; জল ঝরে ঝর ঝর আজ পড়ে মনে । বারি-ধারা ধুয়ে দেয় ধরণীর ধূলি, কোন বারি ধুয়েদেবে মোর ব্যথাগুলি! জানি দিন যাবে চলে কত হাসি আঁখি-জলে, স্মৃতি এর যায় না যে কেমনে তা’ তুলি ; কোন বারি ধুয়ে দেবে মোর ব্যথাগুলি। এজগতে কেহ নাই, নাই নাই আশা, প্ৰাণ-ভরা তৃষা আছে–নাই ভালবাসা । বসে’ আছি দিন যায় উদাসীন নিরাশায়, বারি-ধারা বলে যায় বুঝি তার ভাষা ; এ জগতে কেহ নাই, নাই নাই আশা । কিছু আমি নাহি চাই—শুধু যাব দিয়া। সঙ্গি’ সব দিয়ে যাব প্রাণ পাশরিয়া । যারে আমি দেখি নাই তারে শুধু পেতে চাই, নানা ভাষে ডাকে মোরে সেই মোর প্রিয়া ; গুরু গুরু ডাকে মেঘ, আকুলিত হিয়া । ঐ প্রেমকুমার চক্রবর্তী