বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৬৮ মূখ বিচারক ইঙ্গকে দণ্ড দিবার সময় বলে “রাষ্ট্রের জ্ঞানী লোকের প্রয়োজন নাই।" এইরূপে আধুনিক রসায়নের জন্মদাতার অমূল্য জীবন ৫১ বৎসর বয়সেই নষ্ট হয় । কত্রিম উপায়ে স্বর্ণ প্রস্তুত-করণ সম্ভব কি না, এই প্রশ্ন শতাধিক বৎসর পুনরুত্থাপিত হইয়াছে । তাহার কারণ, কয়েক বৎসর পূৰ্ব্বে ( ১৯০৯ খ্ৰী: ) রদারফোর্ড নামক ইংরেজ বৈজ্ঞানিকের অতি সুহ্ম পরীক্ষায় ইহা প্রমাণিত হয়, যে, রেডিয়ম্ ধাতু হইতে হিলিয়ম্ নামক মৌলিক বায়ু উৎপন্ন হয় । ইহা সকল বৈজ্ঞানিকের জ্ঞাত, যে, রেডিয়ম ও হিলিয়মৃ উভয়ই মৌলিক পদার্থ। সুতরাং মৌলিক পদার্থ হইতে অন্য মৌলিক পদার্থ উৎপাদন সম্ভব বলিয়া প্রমাণিত হইতেছে। তাহা যদি সম্ভব হয়, তবে অন্য ধাতু হইতে স্বর্ণ উৎপাদন কেন অসম্ভব হইবে ? রেডিয়ম্ হইতে আরও অনেক পদার্থ উৎপন্ন হয়। এই পদার্থগুলি রেডিয়মের সহিত অন্য কোন পদার্থের ঘোণে উৎপন্ন হয় না। অর্থাৎ সাধারণতঃ সেরূপে ধাতু হইতে অন্য মৌলিক পদার্থ সহযোগে যৌগিক পদার্থ সংগঠিত হয়, ইহা সেপ্রকার প্রক্রিয়া নহে। রেডিয়স্ নিষ্ক্রমণ ক্রমাগত হইতে ভগ্নাংশ ও নিষ্ক্রান্ত ફ পরে ت *}ی ধাতুর পরমাণু হইতে তেজ থাকে এবং তৎসঙ্গে পরমাণুর এতৎসংক্রান্ত ভৌতিক ঘটনা অতীব আশ্চৰ্য্য এবং বিজ্ঞানের অনেক ধারণার মূলে ইঙ্গ দ্বারা আঘাত প্রদত্ত হইয়াছে । ধাতু ইষ্টতে তেজনিফ্রমণ-সংক্রান্ত ব্যাপার অনেক দিন হইতেই বৈজ্ঞামিকদিগের চক্ষুগোচর হয় । যেসব ঘটনায় এবিষয়ে বৈজ্ঞানিকদিগের দৃষ্টি এদিকে আরুষ্ট হয়, সংক্ষেপে তাহা বলিতেছি । বায়ুমধ্যে বিদ্যুতের চলাচল অতি কঠিন, কেননা বায়ু অতি নিকষ্ট চালক (conductor) । কিন্তু যদি কোন সম্পূর্ণভাবে বদ্ধ কাঁচ-পাত্রের দুইদিকে দুইটি এলুমিনিয়মৃ নিৰ্ম্মিত বিদ্যুৎমার্গ যোজনা করা হয়, এবং তাহা হইতে বায়ু নিষ্কাশন করা হয়, তাহা হইলে বিদ্যুতের গতি ক্রমেই সহজ হইয় আসে, ইহা দেখা যায়। প্রথমে ৩•••• ভোল্ট, বৈদ্যুতিক চাপ প্রয়োজন প্রবাসী—শ্রোবণ, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড হয় এবং তাহার সাহায্যে অতি ক্ষীণ বিদ্যুৎফুলিঙ্গ এক বিদুৎমাগ হইতে অন্যে গমন করে। বায়ুচাপ নিষ্কাশন দ্বার কমাইলেই ক্রমে ফুলিঙ্গসকল পুষ্ট এবং বিদ্যুৎচলাচল স্থিরভাবে হয় । অবশেষে পাত্র প্রায় বায়ুশূন্য হইলে পাত্র অন্ধকার হইয়া আসে, কিন্তু পাত্রের বহির্গাত্র জ্যোতিঝলকে পূর্ণ হইয় আসে। এই অবস্থায় কাচ-পাত্রের অভ্যন্তরে "ক্যাথোড রশ্মি" নামক জ্যোতি-রশ্মি উৎপন্ন ইহার বহু গুণাবলী-সম্বন্ধে এই প্রবন্ধ মধ্যে তবে ইহার একটি বিশেষ (electrode ) ट्श्व | সম্যক্ বর্ণনা অসম্ভব । গুণ দৃষ্ট হয়। অন্য সকল ক্ষেত্রেই তেজ বা জ্যোতির রশ্মি অশরীরী বলিয়া জ্ঞাত, অর্থাং তেজ-রশ্মির গুরুত্ব ইত্যাদি পদার্থগুণ নাই, কিন্তু “ক্যাথোড রশ্মির তাহ আছে। কেননা ইহা চুম্বক দ্বারা আকষ্ট হয় এবং ইহার পথে কোন ও বস্থ থাকিলে তাহার উপর আঘাত কাচ-পাত্রের বহির্গাত্র জ্যোতি-ঝলসিত হইলে এই গাত্র হইতে একপ্রকার অদৃপ্ত রশ্মি পাত্রের বহিমুখে ধাবিত হয়। ইহাই প্রসিদ্ধ “রণ্ট গেন রশ্মি” বা ‘এক্স-রে’ ( X Ray ) । ১৮৯৫ খৃঃ রন্টগেন 'এক্স-রে’ আবিষ্কার করেন । ১৮৯৬ খৃঃ বেকরেল নামক ফরাসী বৈজ্ঞানিক ইত। প্রমাণ করেন, ধে, কতকগুলি স্বাভাবিক পদার্থ, যাহা হইতে স্বভাবতঃই জ্যোতি ঝলক নিস্খাস্ত হয়, এইপ্রকার অদৃশ্ব রশ্মি ( রন্ট গেন রশ্মির ন্যায় ) এই গুণ-সম্পন্ন পদার্থসকলকে তেজতেজবিকিরক অপেক্ষা পড়ে । প্রদান করে । বিকিরক পদার্থ (Radioactive) বলে । পদার্থ হইতে বিদ্যুৎপুণ তেজোময়-পরমাণু স্বৰ্ম্ম তন্মাত্ৰ সৰ্ব্বদ নির্গত হয় ; এব" এইরূপ প্রত্যেক পদার্থ, নিৰ্দ্দিষ্ট-পরিমাণ তেজ নিদিষ্ট সময়ের মধ্যে দান করে । পূর্বে ইউরেনিয়ম্ এবং পেরিয়ম্ এই দুই ধাতুতে ও তাহাদের যৌগিক পদার্থে এইসকল গুণ লক্ষিত হয় ; এবং এই দুই পদার্থের তেজ বিকিরণের পরিমাপ অতি সূক্ষ্মভাবে গ্রহণ করা হয়। ১৮৯৭ খৃ: ম্যাদাম কুরি নামক ফ্রান্সবাসিনী পোল জাতীয়া এক মহিলা-বৈজ্ঞানিক ইহা লক্ষ্য করেন,