পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ᏬᏔ% একেবারে অসঙ্গত না হ’তেও পারে। বাইরে মুরগীর কোল আর অন্দরে সত্যনারায়ণের সিল্লীর মত অনেক ব্যাপার আমাদের মধ্যে অনেক দিন ধরে নিৰ্ব্বিরোধে চলছে।” একথায় বিমলা পুনরায় হাসিতে লাগিল । ইহার পর আরও কিছুকাল কথাবার্তা চলিল বটে, কিন্তু নিতান্তই কোনওপ্রকারে ; দুই চারিট প্রশ্নোত্তরের পর এক একটা প্রসঙ্গ থামিয়া যাইতে লাগিল । অগত্যা বিমানবিহারী উঠিয়া পড়িয়া বলিল, “আচ্ছা আজ তা হ’লে চললাম।” স্বমিত্রা উঠিয়া বিমানবিহারীর সহিত দ্বার পর্য্যন্ত গিয়া বলিল, “আপনার সঙ্গে একটা কথা ছিল।” বিমানবিহারী ফিরিয়া দাড়াইয়াবলিল, “কি কথা ?” “সুরেশ্বর বাবুর এক বৎসর জেল হয়েছে সে-কথ: আপনি জামেন ?” অপ্রতিভ হইয়া বিমানবিহারী বলিল, “হঁ্য, জানি। আজ সকালে কাগজে দেখছিলাম।” তাহার পর সেকথার কোনও উল্লেখ না করিয়াই চলিয়া যাইতেছিল, তাহার কৈফিয়ৎ-স্বরূপ বলিল, “কিন্তু কথাটা একেবারে স্কুলে গিয়েছিলাম।” কৈফিয়ংটা মোটেই কৈফিয়তের মত শুনাইল না, ঘমিত্রার কর্ণেত নহেই, বিমানবিহারীর নিজের কর্ণেও নয়। কৈফিয়তে অপরাধের মূৰ্ত্তি অনেক সময়ে পরিস্ফুট হইয় উঠে; এক্ষেত্রেও তাঁহাই হইল। সুমিত্রা কিন্তু তদ্বিষয়ে কোনও অমুযোগ না করিয়া বলিল, “তাদের ত' আর কেউ পুরুষ অভিভাবক নেই, কে তাদের দেখ বে? আপনি তাদের একটু খোজ-খবর নেবেন ?” বিমানবিহার একটু চিন্তা করিয়া বলিল, “ত নতে পারি ; নেওয়াও উচিত। কিন্তু ভাব ছি, অনধিকারচর্চা হবে কি না ।” স্বমিত্রা শান্তভাবে বলিল, “ভ যদি মনে হয় ত প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড S AMMSAS SS SAAAAAA AAAA AAAAMSMMMMMMAMAMAMAMMAAAA থাক, কাজু নেই। আচ্ছা, আমি আর বাবা যদি তাদের খোজ-খবর নিই তা হ’লেও কি অনধিকার-চর্চা হবে বলে আপনার মনে হয় ?” বিমানবিহারী মৃদু হাসিয়া ক্ষুন্নকণ্ঠে কহিল, “অন্ততঃ এবিষয়ে কোন কথা বলা আমার পক্ষে নিশ্চয়ই অনধিকারচর্চা হবে, একথা তুমি আর তোমার বাবা দুজনে স্থির কোরো। তুমি আমার ওপর রাগ করুছ স্বমিত্র, কিন্তু সম্প্রতি সুরেশ্বর আর মাধবীর সঙ্গে আমার যেসব ঘটনা হয়ে গিয়েছে, তা যদি তুমি জানতে ত’হ’লে আমার অনধিকার চর্চার কথায় তুমি এমন করে কখনই রাগ করতে না ।” বিমানবিহারীর কথা শুনিয়া অপ্রতিভ হইয়া স্বমিত্র বলিল, “আমি না জেনে যে কথা বলেছি তার জন্যে আমাকে ক্ষমা করবেন। তেমন কোনও ঘটনা যদি ঘটে থাকে তা হলে আমি কখনই আপনাকে সেখানে যেতে বলতে পারিনে।” বিমানবিহারী বলিল, “আর-কিছু তোমার বল্বার আছে ?” “আর-একটা কথা । স্বরেশ্বর বাবু কোন জেলে আছেন তা আপনি জানেন ?” “জানি, আলিপুর জেলে ।” “সেটা ত এই দিকে ?” বলিয়া স্বমিত্রা কর-প্রসারিত করিয়া দিক্ নির্দেশ করিল। - “হ্যা ; কিন্তু একথা তুমি কেন জিজ্ঞাস করছ?” “এমনি ; বিশেষ কোন কারণে নয়।” 象 স্তিমিত আলোকেও সুমিত্রার মুখে রক্তোচ্ছাস বিমানবিহারীর দৃষ্টি অতিক্রম করিল না। "আর কোনও কথা আছে কি ?” স্বমিত্ৰা মৃদু-কণ্ঠে বলিল, “না, আর-কিছু নেই।” তখন বিমানবিহারী প্রস্থান করিল, কিন্তু অতিশয় অপ্রসন্নচিত্তে । ( ক্রমশ: )