বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের বাহিরে বাঙালী স্বৰ্গীয় সরোজকন্তু মিত্র ঢাকা জেলায় বিক্রমপুরে খামসিদ্ধি-গ্রামে জমিদার মিত্রবাবুদের বংশে বাঙ্গালা ১২৯৮ সালে জন্মগ্রহণ করেন । পিতার নাম বাস্ত্রীকান্ত মিত্র । স্বৰ্গীয় সরোজকন্তু মিত্র সরোজকাস্ত ১৯১২ খৃঃ অব্দে ঢাকা কলেজ হইতে ইতিহাস অনাসসহ বি-এ পাশ করিয়া কলিকাতায় প্রেসিডেন্সি কলেজে এম্-এ, এবং ইউনিভার্সিটিতে 'ল' পড়িতে থাকেন এম্-এ, ডিগ্রী লইবার পূর্বেই প্রিলিমিনারী "ল' পাশ করিয়া ১৯১৩ সালে তিনি বিলাত গমন করেন। সেখানে কেম্বি জ ইউনিভাবুসিটির অন্তর্গত ইমামুয়েল কলেজে প্রবিষ্ট হইয়া তিন বংসরে বিশেষ কৃতিত্বের সহিত ইতিহাস, ইকুনমিক্স ও আইন বিষয়ে তিনটি ট্রাইপস পরীক্ষায় উত্তীর্ণ হন । তিন বৎসরে এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অতীব পরিশ্রম সাধ্য। তৎপবে লণ্ডনে গ্রেজ ইন্‌ হইতে ব্যারিষ্টার হইয়া ১৯১৭ সালে ভারতে প্রত্যাগমন করিয়া কলিকাতা হাই কোটে ব্যারিষ্টার হন । এবং সঙ্গে সঙ্গে সিটি-কলেজে ইকনমিক্সএর অধ্যাপক এবং ইউনিভাবৃসিটি ল’ কলেজে অধ্যাপক নিযুক্ত হন । ১৯১০ খৃঃ অব্দে পুনঃপুনঃ দুরারোগ্য বাতব্যাধিতে আক্রাস্ত হইয়া ডাক্তার ইউনানের পরামর্শ-মতে ইনি কলিকাতা ছাড়িতে বাধ্য হন এবং যুক্ত-প্রদেশে বেরিলি কলেজে অস্থায়ী প্রিন্সিপালের পদ প্রাপ্ত হইয়া তথায় গমন করেন ; বিলাত হইতে কিছুকাল পরে ইংরেজ প্রিন্সিপাল আসিলে ইনি সেখানে সহকারী প্রিন্সিপ্যাল এবং ইকনমিক্সএর অধ্যাপক হইয়া কাৰ্য্য করিতে থাকেন। মৃত্যুর পূৰ্ব্বে তিনি আরও একবার ৬ মাসের জন্য প্রিন্সিপ্যাল হইয়াছিলেন । এই কয় বৎসরে যুক্তপ্রদেশের স্বধী-সমাজে অনেক স্থানেই তিনি পরিচিত, হন। ইনি এলাহাবাদে বিশ্ববিদ্যালয়ের সেনেটের এসোসিয়েটেড, কলেজ বোর্ডের এবং পাঠ্যপুস্তক নিৰ্ব্বাচন-কমিটির সভ্য ছিলেন। ছাত্রেরা তাহাকে যথেষ্ট ভক্তি-শ্রদ্ধা করিত। যুক্ত-প্রদেশের গভর্ণর স্তার হারকোর্ট, বাটলার জন-সভায় ইহার ভূয়সী প্রশংসা করিয়াছিলেন। ইকুনমিক্স এবং আইন বিষয়ে ইহার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। পারিবারিক জীবনে ইনি আদর্শ পুত্র, আদর্শ স্বামী, এবং আদর্শ পিতা, আদর্শ ভ্রাতা ছিলেন। পুনরায় কলিকাতায় আসিয়া ব্যারিষ্টারি করিবেন, ইহাই তাহার একান্ত আকাঙ্ক্ষা ছিল। কিন্তু ভগবান তাহার আশা পূর্ণ করিলেন না। গত ৬ই জুন মাত্র ৩৩ বৎসর বয়সে বৃদ্ধ জনক-জননী, স্ত্রী, দুইটি শিশু পুত্র, ভ্রাতা-ভগ্নী, আত্মীয়পরিজন সকলকে শোক-সাগরে ভাসাইয়। টাইফয়েড রোগে ইনি মানবলীলা সম্বরণ করিয়াছেনà Q8br