বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] স্বরা ও দারু-চুর্ণ বা কাঠের গুড়া মিশাইয়া এই বিস্ফোরকটি প্রস্তুত হয় । ইহার নাম বিদারক জেলাটিন্‌ ৷ যুদ্ধ-বিগ্রহ ছাড়া মানবের অনেক কল্যাণকর কাৰ্য্যেও এই ডাইনামাইটু ব্যবহৃত হয়। বড়-বড় খাল কাটা, অনাবস্তক পাহাড়-পৰ্ব্বত উচ্ছেদ করা ও তাহার ভিতর দিয়া রেল-পথের জন্য সুড়ঙ্গ প্রস্তুত করা প্রভৃতি কল্পনাতীত দুষ্কর কার্য্যগুলি আজ মানুষ ডাইনামাইট্‌ সাহায্যে 'অক্লেশে সম্পন্ন করিতেছে । বস্তুতঃ এই-সব কার্য্যের জন্য আজকাল বৎসরে হাজার হাজার টন্‌ ডাইনামাইট প্রস্তুত হইতেছে। অবশ্য ইহার যে অপব্যবহারও হয় নাই তাহা নহে । আমেরিকা ও ইউরোপে আজকাল এরূপ একদল ডাকাতের উদ্ভব হইয়াছে, যাহারা ডাইনামাইটু সাহায্যে অতি আক্লেশে ও অল্প সময়ে তালা, লোহার সিন্ধুকের ডাল প্রভৃতি ভাঙ্গি ৷ গৃহস্থের সর্বস্ব অপহরণ করিয়৷ বেড়াইতেছে । সেদিনও লগুনের হিপোড্রমে এরূপ একটি ডাকাতি হইয়। গিয়াছে । এই বেলা ডাইনামাইট্র ও বারুদের ডাইনামাইট্র-এর কাৰ্য্যকারিতার পার্থক্যের কথা একটু বল। দরকার । বারুদের শক্তি-বেগ একমুখে,কিন্তু ডাইনামাইট্‌এর সর্বতেমুখ । সেজন্য প্রক্ষেপণ হিসাবে ডাইনামাইট্‌ ব্যবহৃত হয় না । বারুদকে রুদ্ধ

  • এই ত
    • g (projective agent),

অবস্থায় না রাখিয় আগুন ধরাইয়া দিলে ইহা বিদীর্ণ হয় না, আস্তে আস্তে পুড়িয়া ভস্ম হইয়া যার । এইজন্যই বন্দুক কামান প্রভৃতিতে ছাড়া বারুদের বড় একটা ব্যবহার হয় না। কিন্তু ডাইনামাইট্র দ্বারা বন্দুক ছুড়িলে উহা মালিক-সমেত বন্দুকটিকে চূর্ণবিচূর্ণ করিয়া ফেলিবে, কোন পাহাড়ের উপর বারুদ পোড়াইলে পাহাড়ের কিছুই হইবে না । কিন্তু ডাইনামাইট্‌ পোড়াইলে উহ! পাহাড়ের সেই অংশকে ধূলি-মুষ্টিতে পরিণত করিবে। , & গান-কটন চৰ্ব্বি (fat ও grease) হইতে মুক্ত বিশুদ্ধীকৃত কাপাস তুলা, ১ ভাগ নাইটিক অ্যাসিড ও ৩ ভাগ সালফিউরিকৃ অ্যাসিডের মিকৃশ্চারে প্রায় ৫৬ মিনিট-কাল নিমজ্জিত معه وية বিস্ফোরক ৭৩৩ করা হয় । অতঃপর তুলা তুলিয়া ইহা হই:ে অতিরিক্ত এসিড, নিংড়াইয় ফেলা হয়। পরে ইহা উপর নাইটুিকু অ্যাসিডের ক্রিয়ার পূর্ণত প্রাপ্তির জ ইহাকে প্রায় ২৪ ঘণ্টাকাল শীতল মৃৎ-পাত্রে রাং হয় । অতঃপর উহাকে যন্ত্র-সাহায্যে কুচি-কুচি করি কাটিয়৷ জল ও সোডা দ্বারা উত্তমরূপে ধার-বার ধেী করা হয়, সাহাতে লেশমাত্র অ্যাসিড ও অবশিষ্ট না থাকে পরে ইহাকে ভিজা . অবস্থায় জল-পীড়ন-ঘন্ত্রে বিশি আকার প্রদান করা হয়। দেখিতে ইহা ঠিক তুলারই স্ন থাকে । ইহাতে শতকরা প্রায় ১৫১৬ ভাগ জল খাবে কিন্তু ব্যবহার করিবার পূৰ্ব্বে ইহাকে উত্তমরূপে জ। ডুবাইয়া লওয়া হয়, যাহাতে শতকরা প্রায় ৩৫ ভ জল থাকে । ইহার ব্যতিক্রম হইলেই বিপদ আবশ্বাস্তাব কারণ শুষ্ক গান-কটন অতি সামান্য আঘাতেই—এ কি জোরে হাওয়া লাগিলেই—বিদীর্ণ হয়। গত ১৯ খৃষ্টাব্দের ৩রা মার্চ, সোমবার নোবেলের আয়ারশায়া স্থিত কারখানায় ঠিক এই কারণে অতি নিদারুণ এ বিস্ফুরণ হইয়া গিয়াছে। ইহার স্বভাব অনেকট বারুদের অবস্থাতেই ইহার বিদারণ ক্ষমতা প্রকটিত হয় ; অনব অবস্থার ইহা পুড়িয়া শুধু ধোয়ার স্বষ্টি করে । গান-কটন কাবৃটিজ টোটা প্রস্তুতে খুব ব্যবহৃত । এই প্রসঙ্গে একটি কৌতুককর ঘটনার উল্লেখ করিতে নটিংহামের নিকটবৰ্ত্তী কোন স্থানে একদা রবি অপরাহে দুইজন খনির মজুর তাহাদের এক বন্ধুকে বি রণের নমুনা দেখাইবার জন্য এক মাঠে গিয়া এ কারুটি জে আগুন ধরাইয়া উহ। দূরে নিক্ষেপ করে । প্রভুভক্ত কুকুরটি মনে করিণ উহাকে উপলক্ষ করি এই খেলা ; উনি অমনি ক্ষিপ্রগতিতে ছুটিয়া গিয়া কাবু মুখে প্রভুদের সমীপে আসিয়া হাজির ৷ এই দেখি তাহারা প্রাণপণে ছুটিতে লাগিল, কুকুরটিও তাহ পিছু পিছু ছুটিয়া চলিল—কি ভয়ঙ্কর দৃশ্য ! কিন্তু সে গ্যের বিষয় অতি অল্প সময়েই কুকুরের মুখের ল কাবৃটিজের আগুন নিবিয়া যায় ও সে-বাত্রায় বন্ধত্রয় পায় । o মত ।