বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা i দেশ-বিদেশের কথা—ভারতবর্ষ bరిg এই আগষ্ট শিরোমণি আকালীদের সেক্রেটারী সর্দার কৰ্ত্তার সিংকে গ্রেপ্তাঁর করা হইয়াছে। দেশ-সেবক পত্রের তৃতীয় সম্পাদক সর্দার সিংও পুলিশে গ্রেপ্তার হইয়াছেন। জাঠার অভিযান পূর্বের মতই চলিতেছে। কিন্তু কেবল পুরুষ নহে, পাঞ্জাবে রমণীর মনও অতিমাত্রায় চঞ্চলু হইয়া উঠিয়াছে। সম্প্রতি অমৃতসর ষ্টেশনে একজন অকালী রমণীকে দেখা গিয়ছে, তাহার পোষাকপরিচ্ছদ যোদ্ধার মত, দুই পার্থে দুইখানি ছোয়, স্কন্ধে কুঠার তাছাকে জিজ্ঞাসা করা হইয়াছিল, "এবেশে তুমি কোথায় যাইতেছ? স্ত্রীলোকের কৰ্ম্মস্থান তো বাহিপ্পে নয়, ঘরে ।” তাহার উত্তরে তিনি বলিয়াছিলেন, “গৃহে আর আমার কোনে আকর্ষণ নাই। আমার স্বামী-পুত্রকে নানকানায় জীবন্ত দগ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। ১৯১২ সালে ১৩৮ জন অকালীকে মোহন্তের লোকের দেবায়তোর মধ্যে হত্যt করিয়াছে। তাহার'প্রতিশোধ চাই।” কয়েক মাস পূৰ্ব্বে অমৃতসরে আর-একজন কৃষক রমণীকে দেখা গিয়াছিল, তিনি ১৬ বৎসরের একটি বালকের বস্ত্র ধরিয়া স্বর্ণ মন্দিরের অভিমুখে যাইতেছিলেন। কয়েকদিন মাত্র পূর্বে উহার জ্যেষ্ঠ পুত্রটি সাহুেদী জাঠের দলে যোগ দিয়া প্রাণ হারাইয়াছে । সেদিন তিনি ধর্মের নামে দ্বিতীয় পুত্রটিকেও উৎসর্গ করিতে গিয়াছিলেন । তিনি বলিলেন, “আমি আমার এই চেলেটিকেও দান করিয়া দেখাইতে চাই যে, আমরা কিছুতেই প্রতিনিবৃত্ত হুইব না । আমরা বিনা বাধায় গুরুদ্বারে প্রবেশ করিতে চাই । এ-ক্ষেত্রে কমিটির আদেশই আমাদের শিরোধার্ঘ্য ; বিদেশী গবর্ণমেণ্টের কোনো আদেশেই আমরা কর্ণপাত করিব না।” আমাতুষিক ঔদাসীন্ত— শ্ৰীযুক্ত লক্ষণ সিং জব্বলপুর হইতে একটি রমণীর প্রতি জনৈক গোরা সৈনিকের পাশবিক অত্যাচারের সংবাদ প্রদান করিয়ীrছন । সংবাদটির ভিতর বৈচিত্র্য আছে, সেইজন্যই তাহা এখানে প্রকাশ করিতে হইতেছে । সংবাদদাতা জানাইয়াছেন—একজন গোর সৈনিক রেলওয়ে ষ্টেশনের নিকট দিবভাগে প্রকাষ্ঠ্যে একজন ভিখারিণী-বেশী রমণীকে 'এপুণেন্স - গাড়ীর ভিতর টানিয়া তুলিয়া তাহার উপর জোরপূর্ণক পাশবিক অত্যাচার কুরিয়াছে। হতভাগিনী যখন যন্ত্রণায় চীৎকার করিতেছিল তখন জন পঞ্চাশেক লোক সেই গাডীখামি চারিদিকে জমায়েৎ হইয়াছিল। কিন্তু তাহারা তাহাকে করিবার জন্ত কিছুমাত্র চেষ্টা করে নাই । ৫৬ জন রেলওয়ে পুলিশও সেপানে ছিল, তাহারীও নীরবে সেই পৃষ্ঠ দেখিয়ছে। রেলওয়ে পুলিশের থানীয় সংবাদ দেওয়া সত্ত্বেও গোর সৈনিকটিকে ধরিতে চেষ্টা করা হয় নাই, তাহায় সিভিল পুলিশ ষ্টেশনে টেলিফোন সংবাদ পঠাইয়াই তাছাদের কৰ্ত্তব্য শেষ করে। অবশেষে যখন সৈনিকটি স্ত্রীলোকটিকে গাড়ী তইতে ছুড়িয়া রাস্তায় ফেলিয়া দিয়া স্থানত:াগের উদযোগ করিতেছিল, গুগলই একজন ইউরোপীয় সার্জেণ্ট ঘটনাস্থলে উপস্থিত হইয়৷ গোধাটিকে গ্রেপ্লার করেন। কিছুদিম পূৰ্ব্বে নারায়ণগঞ্জেও একটি এই ধরণের ব্যাপার হইয়া গিয়াছে। সেখানেও একজন শ্বেতাঙ্গ একটি দেশী রমণীর উপর জঘন্ত অত্যাচার করিতেছিল এবং4কজন উকিল ডাঙ্গর বন্ধুবৰ্গকে লইয়া কয়েক হাত মাত্র দূ: ষসিয়া এই কুৎসিত, বীভৎস ব্যাপার অনুষ্ঠিত হইতে দেখিয়া:িলেন, প্রতিবাদেরু বাকাটিও উচ্চারণ করেন নাই । যাহার এইসব BBB BB BBBS BBBBS SBB BBS BB BBBBS BBB চোখের উপর এগুলি দেখিয়া প্রতিকারের চেষ্টা করে না । এই ঔদাসীগু জাতির চরমতম দুর্ভাগ্য।" పెter" | 만 দাক্ষিণাত্যে বন্য+– , " ` দক্ষিণাত্যের বন্যার ਸੀ। ভায়ের প্রবাসীতেও আমরা খানিকট দিয়াছি। কিন্তু সম্পূর্ণ বিবরণ তখন দেওয়া সম্ভবপর হয় নাই এখনও সম্ভবপর হইবে না। কারণ ক্ষতির হিসাব-নিকাশ করিতে এখনও ঢের দিন লাগিবে। তবে নানা বিবরণ হইতে ইহার ভয়ঙ্করস্ট্রের কতকটা আভাস পাওয়া যায় মাত্র। ওয়াই এম সি এর সেক্রেটর মিঃ পপনী বন্যা-বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করিয়া জানাইয়াছেন—“কাবেরীর জল বৃদ্ধি হইয়া তাবলী সহরটি প্রায় ধ্বংস হইয়া গিয়াছে। মালাবারে এ • সহস্ৰ গৃহ ধ্বংস হইয়াছে বলিয়। সেখানকার কলেক্টর যে বর্ণনা করিয়াছেন তাহ খুব কম বলিয়া বোধ হয়। এই সাহায্য-কর্ঘ্যে বহু লক্ষ টাকার প্রয়োজন।" t আর-একটি সংবাদে প্রকাশ, এলামকুলামে ১৬৯টি বাড়ীoপড়িয়া গিয়াছে, ৩৫ একর পরিমিত জমির পাকা ধান নষ্ট হইয়া গিয়াছে। পলাশডোলেতে ২৫ একর জমির ধান নষ্ট হইয়াছে। একমাত্র ইলু ডালাদ তালুকে ২৭ শত বাড়ী নষ্ট হইয়াছে। এইসমস্ত বাড়ী নিৰ্মাণ করিতে ৩ লক্ষ টাকার প্রয়োজন হুইবে । পাটাম্বি ও মানকাদাস তালুকই সৰ্ব্বাপেক্ষ বেশী ক্ষতিগ্রস্ত হইয়াছে। করিমপেটা তালুকে মোপ লাগণ দুর্দশার শেষ ধাপে আসিয়া দাড়াইয়াছে। গৃহহীন লোকের এখন তালপাতার ছাউনী দেওয়া পর্ণ কুটীরে অতিকষ্টে বাস করিতেছে । এই বন্যা-বিধ্বস্ত অঞ্চলে রামকৃষ্ণ মিশন যে সেবার কাজ চালাইতেছেন তাহ বিশেষভাবেই উল্লেখযোগ্য। তাপ্লোর জেলায় ১৫টি গ্রামে প্রায় ১৭৫৭ জন লোককে সাহায্য করা হইয়াছে। ইহা ছাড়া আরো অনেক স্থানে উহাদের সেবাহস্ত প্রসারিত হইয়াছে। অর্থ সংগ্ৰহ হইলে আরও সাহায্য-কেন্দ্র মিশনের পক্ষ হইতে থোল হইবে। ইহারা জনসাধারণের কাছে সাহায্য ভিক্ষা করিয়া আবেদন-পত্র বাহির করিয়াছেন। মিঃ পপনীও বড়লাটকে এজন্ত সমস্ত ভারতবর্ষের নিকট আবেদন করিতে উপদেশ দিয়াছেন । নিখিল ব্ৰঞ্চ-সন্মিলন— ব্ৰহ্মদেশস্থ বাৰ্ম্মিজ এসোসিয়েশনের কাউন্সিল-বিরোধী ও কাউন্সিলপক্ষপাতী দলকে মিলিত করিয়া একযোগে আন্দোলন চালাইবার উদ্বেপ্তে তথায় নিখিল-ব্রহ্ম ইউনিয়ন প্রতিষ্ঠিত হইয়াছে। বিগত ১৫ই ও ১৬ই তারিখে উক্ত ইউনিয়নের প্রথম ত্রৈমাসিক অধিবেশন হইয়। গিয়াছে। সম্ভtয় দ্বৈত শাসনতন্ত্রের শিন্দ করিয়া একটি এস্তাব গৃহীত হয়। সভা হইতে আরও জানান হইয়াছে যে, পূর্ণ স্বায়ত্তশাসন না পাইলে ব্রহ্মদেশ কিছুতেই সস্তুষ্ট হইবে না। ব্ৰহ্মদেশে হোমরুল কিরূপ হইবে, তাহা স্থির করার জন্ত একটি কমিটী গঠিত হইয়াছে। ব্ৰহ্মদেশে ভিন্নদেশীয় লোকের বসবাস-সম্বন্ধে অনুসন্ধান করার জন্তও একটি কমিটী গঠিত হইয়াছে। ঘরে ঘরে তাত ও চরকার ব্যবহার প্রচলন করাও সস্থায় স্থির হইয়াছে । বাৰ্ম্মিস্থা এসোসিয়েশনের কাউন্সিল বয়কট বিভাগ্লের সম্পাদক মিঃ ইউ. পি, আরাওয়াদি সংস্কার-আইন-তদগু কমিটীর কাছে তারষোগে জানাইয়াছেন যে, স্বায়ত্ব শাসন না পাইলে ব্ৰহ্মদেশ সস্তুষ্ট হইবে না এবং ব্ৰহ্মদেশকে ভারত হইতে যেন পিযুক্ত করা ন হয় । ভাইকম সত্যা গ্ৰহ ভাইকমে সত্যগ্রহ পূর্বের স্থায়ই চলিতেছে। মহিলারাও রীতিমত ভাবে এই সত্যগ্রহে যোগ দিয়াছেন। শ্ৰীমতী নাইকার আরো কয়েকটি মহিলাকে সঙ্গে লইয়t অর্থ এবং স্বেচ্ছাসেবিক সংগ্রহের জন্ত ত্রিবাঙ্কুর