বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8c শিথিল-কবরী—ঐবােমৰেণ বাল্যাপাধ্যায় এধঃ। ১৯৪৩ বলরাম দে ষ্টট হইতে জীবনকৃষ্ণ সেন কর্তৃক প্রকাশিত। মূল্য ১া", পৃঃ ১৫৩ ( ১৩৩e ) 's গ্রন্থখানি সামাজিক উপন্যাস। বইখানির প্লটটি ভাল, তবে শেষের দিকে গোলমেলে হইয়া গিয়াছে। মোটের উপর বইখানি আমাদের মৰ্ম্ম লাগে নাই। ছাপা ও বাধাই মনোরম ৷ ব্যথিতা—ঐধীরেন্দ্রনাথ সাহ প্ৰণত। ৮৬নং টালীগঞ্জ রোড হইতে শ্ৰীমতী ঐতিমপ্ললি সাহ কর্তৃক প্রকাশিত। মূল্য ১ টাকা, श्रृं: ००७, ( ו ( - 95 נ এই ক্ষুদ্র উপন্যাসখানিতে লেখক একটি পতিব্ৰতা নারীর সপত্নীর জন্য সৰ্ব্বস্বভাগের কথা সুন্দরভাবে বর্ণনা করিয়াছেন । এই পুস্তকের লভ্যাংশ নিখিল ভারত অনাথ আশ্রমে প্রদত্ত হইবে। বইখানির ছাপা ও বাধাই চমৎকার। গল্পের অরিস্ত—ঐবিমলচন্দ্র চক্ৰবৰ্ত্তী প্রণীত। আর্য্য পাবলিশিং হাউস্ কর্তৃক প্রকাশিত। পৃঃ ১৯, মূল্য এক টাকা। প্রবাসী—আশ্বিন, ১৩৩১ [२8च उॉर्श, »य थ७ বইখানিতে পাঁচটগল্প আছে :-(১) গল্পের আরম্ভ () কালে বউ, (?) গল্পের আর্ট, (৪) রক্তের লেখা, () প্রিন্স অফ দি প্ররোজ, গে। এই পাঁচটি গল্পই ভারতী'তে প্রকাশিত হইয়াছিল ও জনসাধারণের সমাদরও লাভ করিয়াছিল। গল্পগুলি বেশ ভাল হইয়াছে। বইখানি অতি মুন্দর কাগজে ছাপা ও সৰ্ব্বসাধারণের মনের মত করিয়া বঁধানে । প্রচ্ছদপটটি চমৎকার হইয়াছে। & ছোটদের কৃত্তিবাস (সচিত্র)-ঐশিশিরকুমার নিয়োগী সম্পাদিত। ২ কলেজ স্কোয়ার হইতে বরদা এজেন্সী কর্তৃক প্রকাশিত। পূঃ ৭৮. মূল্য পাঁচ পিকা, (১৩৩)। বইখানি কবি কৃত্তিধাস-রচিত রামায়ণের একটি সরল ও সংক্ষিপ্ত সংস্করণ। পুস্তকখানি যে ছোটদের মনোরঞ্জন করতে পারবে সেবিষয়ে সন্দেহ নাই। কৃত্তিবাসের মূল বক্তায় রাখিয়া ছেলেদের উপযোগী সংক্ষিপ্ত করার কল্পনাই অভিনব ও প্রশংসনীয়। সম্পাদনে যত্ন ও কৃতিত্ব আছে। প্রচ্ছদপটের পরিকল্পনাটি সুন্দর হইয়াছে। & বিরহিণী ঐ রমেশচন্দ্র দাস কাল রাতে ঘুম হ’তে উঠিলাম সংস। অন্তর মোর কার কথা লাগি' উঠিল কাদিয়া। চাহিলাম শূন্য-পানে, কে যেন চাহিয়া আছে করুণ নযানে মোর আঁখি-পানে। মনে হ’ল বিশ্বে এই যত ব্যথা উঠিয়াছে প্রতি মুহূর্তেই যত বক্ষ হ’তে,—আজ তারা সারি সারি কোন দূর প্রান্ত পানে দেবে বুঝি পাড়ি ! নীলাম্বী পরি’ যেন কোন উদাসিনী চলিয়াছে,–যেন এক করুণ কাহিনী ! মনে হ’ল ওর লাগি বাৰ্ছিপ্লিবে কবে মোর ব্যথা ? একে একে চলে যায় সবে, আমি শুধু পড়ে রই লয়ে আকুলত; বেড়ে যায় রজনীর তীক্ষু নীরবতা! .