বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉○や ধীরে বহে যাও, তটিনী মধুর, শুামগিরি মাঝখানে, ধীরে বহে যাও, তটিনী রুচির, আমার গানের তানে । গর্জনময় কল্লোলে তোর প্রেয়সী ঘুমায়ে আছে, ধীরে বহে যাও, তটিনী মধুর, স্বপন ভাঙ্গে বা পাছে ! শ্ৰীযতৗশগোবিন্দ সেন। মোগলসম্রাটের রাজকর (বৈদেশিক চিত্র ) মেকুৰী বলেন যে র্তাহার বর্ণিত নিম্নলিথিত রাজস্বের হিসাব মোগলসাম্রাজ্যের রাজদপ্তর হইতে সংগৃহীত হইয়াছে সুতরাং ঐ হিসাবে অবিশ্বাস করিবার বিশেষ কিছু নাই— ইহার সহিত, পরবর্তী অধ্যায়ে, যখন মুসলমান ঐতিহাসিকগণ-প্রদত্ত রাজস্বের তালিকা দিব তখন উভয়ের সত্যাসত্য নিৰ্দ্ধারণ করিবার সুযোগ হইবে। বর্জাইস অক্ষরের ক্ষুদ্র ক্ষুদ্র পদটীকা দ্বারা প্রবন্ধ সমাচ্ছন্ন ও সাধারণ পাঠকের দুরধিগম্য কর। আমাদের আদৌ ইচ্ছা নহে সুতরাং উভয় শ্রেণীর ঐতিহাসিক ও পর্য্যটকদের প্রদত্ত তুলনামূলক তালিকা প্রবন্ধান্তরে দিয়া বিষয়টা বিশদ করিতে প্রয়াস পাইব । মোগল-অধিকৃত সমস্ত ভারতবর্ষ প্রধানতঃ কতক গুলি ‘সরকারে’ বা প্রদেশে বিভক্ত ছিল, এই সরকারগুলি অাবার পরগণায় বিভক্ত । (১) রাজধানী দিল্লী ও তদন্তভুক্ত প্রদেশ—৮টী সরকার ও ২২০ট পরগণায় বিভক্ত। এ প্রদেশের আয় ১ ক্রের ২৫ লক্ষ ৫০ সহস্র মুদ্র । (২) লাহোর প্রদেশ–৫টী সরকার ও ৩১৪ পরগণায় বিভক্ত। ইহার রাজকর ২ ক্রোর, ৩৩ লক্ষ, ৫: সহস্র মুদ্র । (৩) আসমীর (আজমীর)—মেমুৰী ইহার সরকার ও পরগণার উল্লেখ করেন নাই । মুসলমান ঐতিহাসিকদের দত্ত তালিকা হইতে এ ভ্রম সংশোধিত হইবে। যাহা হউক এ প্রদেশ হইতে আয় ২ ক্রোর, ১৯ লক্ষ ও দুই মুদ্র । প্রবাসী—অগ্রহায়ণ, ১৩১৭ { ১০ম ভাগ, ২য় খণ্ড (৪) আগ্র প্রদেশ–১৪টী সরকার ও ২৭৮টী পরগণায় বিভক্ত। এ প্রদেশ হইতে মোগলসম্রাটদের আয় ২ ক্রোর ২২ লক্ষ ১৫৫০ মুদ্রা । (৫) গুরুরাট (গুজরাত) প্রদেশ—৯টী সরকার ও ১৯ট পরগণায় বিভক্ত। ইহা হইতে মোগলরাজ ভাণ্ডারে আয় ২ ক্রোর ৩৩ লক্ষ ও ৯৫ সহস্র মুদ্রা । (৬) মালুয়া (মালব) প্রদেশ–১১টা সরকার ও ২৫০টা ক্ষুদ্র পরগণায় বিভক্ত। এ প্রদেশের রাজস্ব ৯৯ লক্ষ ৬২৫০ মুদ্র । ( ৭ ) বিয়ার ( বিহার ?) প্রদেশ–৮ট সরকার ও ২৪৫টা ক্ষুদ্র পরগণায় বিভক্ত—ইহার আয়, ১ ক্রোর, ২১ লক্ষ, ৫০ সহস্র মুদ্রা । (৮) মুলতান প্রদেশ–১৪টী সরকার ও ৯৬টা পরগণায় বিভক্ত। এত সরকার ও পরগণা সত্ত্বেও ইহার আয় অন্তান্ত প্রদেশের তুলনায় অনেক অল্প ; কেবল মাত্র ৫• লক্ষ, ২৫ সহস্র মুদ্রা। (৯) কাবুল—৩৫টা পরগণায় বিভক্ত। রাজস্ব ৩২ লক্ষ, ৭২৫০ মুদ্র । ( ১০ ) টাটা প্রদেশের বিভাগের সংখ্যার মেনুষী উল্লেখ করেন নাই—পরবর্তী প্রবন্ধে উক্ত তুলনামূলক देश्झांज्ञ তালিকায় এ ভ্রম সংশোধিত হইবে । ইহার আয় ৬০ লক্ষ ২ সহস্র মুদ্রা । (১১) বাকর (?)—আয় ২৪ লক্ষ, বিভাগসংখ্যা প্রদত্ত হয় নাই । (১২) উন্মুছা (?)—ইহা একাদশট সরকার ও অনেক পরগণায় বিভক্ত । ইহার আয় ৫৭,৭৫০০ মুদ্র । বিভাগ সংখ্যার অভাব । (১৩) কাশ্মীর প্রদেশ-ভূস্বর্গ কাশ্মীর প্রদেশের অতুলনীয় সৌন্দৰ্য্য মেমুখীর ভাস্বরচিত্রে কিরূপ ফুটিয়াছে গত বৎসরের চৈত্র সংখ্যার ‘প্রবাসীতে “জাহাঙ্গীরের রাজসভা” প্রবন্ধে তাহার কতক বিবরণ প্রদত্ত হইয়াছে। এই প্রদেশ শাজাহার রাজত্বের শেষ সময়ে ও অওরঙ্গ জেব্‌ নৃপতির রাজত্বের প্রারম্ভে ( ৪৬ট পরগণায় বিভক্ত ছিল ) اه . ه هوهك و ia etجية (১৪) ইলাভাস (এলাহাবাদ) প্রদেশ–এ প্রদেশ ও