বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা | ও তন্নিকটবৰ্ত্তী স্থানে ছিল না -—থাকিলে নবাগতদিগের পক্ষে প্রবেশলাভ অত সহজসাধ্য কক্টত না । শান নবাগতদিগের সংথ্যা মোটে ১০৮০ জন, ও সঙ্গে মাত্র একটা দাতাল হস্তা, ১ট মাখুন্দী হস্তী, আর ৩০০ ঘোড়া ছিল । ইহার প্রথমে শিবসাগরের সমীপবৰ্ত্তী স্থান ও তৎ পুৰ্ব্বভাগ আপনাদিগের শাসনাধীন করে এবং পরে ক্রমশ পশ্চিম ভাগেও শাসন বিস্তার করিয়াছিল । কিন্তু ব্ৰহ্মপুত্রের উত্তর তীরে ইতাদের ক্ষমতা তত অগ্রসর হয় নাই, কারণ উক ভোট প্রভৃতি দুৰ্দ্ধৰ্ষ জাতির করায়ত্ত ছিল । আগেমের হিন্দুধৰ্ম্ম গ্রহণ করায় হিন্দুদিগের বিশেষ সঙ্গমুভূতি পাষ্টয়াছিল । ইহার ১২২৯ খৃষ্টাব্দ হইতে ১৮২৪ খৃষ্টাব্দ পর্য্যন্ত ৫৯৫ বৎসর আসাম শাসন ও আসামের পুষ্টি সাধন করিয়াছিল। ইহার হিন্দু হইয়া অনেক দেবালয় পুষ্করিণী প্রভৃতি প্রতিষ্ঠা করিয়াছিল । এথনো সেই সমুদয় তাহণদের যশঃগীতি কীৰ্ত্তন করিতেছে । ইঙ্গদের আদি রাজা চুকাফা ও শেষ রাজা যোগেশ্বর সিংহ । সৰ্ব্বমুদ্ধ ৪০ জন রাজা চক্টয়াছিল । কারণ শ্ৰীদেবনারায়ণ ঘোষ। আয়ুৰ্বেদ ও আধুনিক রসায়ন স্বর্ণবঙ্গ । “পারদ নিশাদল ও গন্ধক-—প্রত্যেক দ্রব্য সমভাগে লইয়া, প্রথমতঃ বঙ্গ অগ্নিতাপে গলাইয়া, তাহাতে পারদ তাহাতে নিশাদল ও গন্ধকচুৰ্ণ দিয়া একত্র মর্দন করিবে। পরে একটি র্কাচের শিশিতে তাঙ্গ পুরিয়া শিশির উপরে বস্ত্র ও মৃত্তিকাদ্বারা লেপ দিবে। শুষ্ক হইলে মকরধ্বজ পাকের ন্তায় বালুকাযন্ত্রে পাক করিবে এবং স্বর্ণকণার স্তায় উজ্জ্বল পদার্থ প্রস্তুত হইলেই স্বর্ণবঙ্গ প্রস্তুত হইয়াছে বুঝিতে হইবে।” ধ স্বর্ণবঙ্গ কোন সময়ে ভারতবর্ষে আবিষ্কৃত হইয়াছে ঠিক করিয়া উঠিতে পারি নাই। ইউরোপে কন্‌কেল (Kunkel) নামক এক রাসায়নিক উহা আবিষ্কার নিক্ষেপ করিবে এবং উভয়ে মিশ্রিত হইলে, আয়ুৰ্ব্বেদ ও অাধুনিক রসায়ন

  • কৰিয়াজী-শিক্ষা, দ্বিতীয় ভাগ। পৃঃ ৬১৮ ।

Soo's করিয়াছেন পলিয়া প্রসিদ্ধ। প্ৰস্তুতপক্ষে অষ্টাদশ শতাব্দীতে উঙ্গা ইউরোপে mosaic gold নামে প্রচলিত কষ্টয়াছে । পদার্থ টি দেখিতে স্বর্ণের দ্যায় এবং আজকাল সোনালি রং করিবার জন্ত বহুল পরিমাণে ব্যবহৃত হয় । এই স্বর্ণবঙ্গ-প্রস্তুতপ্রণালী আধুনিক বিজ্ঞানসন্মত । আয়ুৰ্ব্বেদোক্ত উপায় আকুযায়ী প্রণালীতে ইউরোপেও উত। হঠয়া স্বৰ্ণলঙ্গ প্রস্তুভ কালে নিশাদল ব্যবহার উন্নত রসায়নজ্ঞান সাপেক্ষ । ঐ প্রস্তুত প্রণালীতে নিম্ন লিখিত রাসায়নিক প্রক্রিয় সংঘটিত ইহঁয়া থাকে । বঙ্গ প্রস্তুত থাকে । পারদের সহিত সংযুক্ত হওয়াতে tin amalgam প্রস্তুত হয় । পরে ঐ বঙ্গ নিশাদলের সঠিত সংযুক্ত হইয়া একটি fqajt ħfsją (double compound) Esola eta 1 sē যৌগিকটি পরে গন্ধকের সহিত সংযুক্ত হইলে স্বর্ণবঙ্গ প্রস্তুত হয় এবং উত্তাপবশতঃ নিশাদল, মার্কিউরিক ক্লোরাইড এবং ষ্টানস ক্লোরাইড (Tio cloride) বোতলের গলদেশে উদ্ধপাতিত হয় । নিম্নে কেবল স্বর্ণসদৃশ স্বর্ণবঙ্গ পড়িয়া থাকে স্বর্ণবঙ্গের বৈজ্ঞানিক নাম ষ্টানিক সলফাইড়। (stannic sulphide) i g:tos faqa *fixte Netশয়ের স্বর্ণবঙ্গ অনু্যনপক্ষে ৪ টাকা ভার অর্থাৎ ৩২০ সের হিসাবে বিক্রয় করেন, ইউরোপজাত স্বর্ণবঙ্গ (mosaic gold) অত্যন্ত সস্তায় বিক্রীত হয়। রাসায়নিক পরীক্ষা—আমি দুইটি নমুনা পরীক্ষা করি য়াছি । স্বর্ণ নাই । নিশাদল বা পারদ নাই । দেখিতে স্বর্ণের দ্যায় চকৃঢকে । বেশ বিশুদ্ধ দ্রব্য বলিয়া মনে হইল । প্রবাল, কপদক, শঙ্খ ও শুক্তি প্রভৃতি ভস্ম । মুক্ত, প্রবাল, কপদক প্রভৃতি ক্যালসিয়াম্ (calcium) ধাতুর যৌগিকবিশিষ্ট পদার্থের ভষ্ম আয়ুৰ্ব্বেদে বহুলপরিমাণে ব্যবহৃত হইয়া থাকে । ইহাদের মধ্যে মুক্তার মূল্যাধিক্যের জন্ত উহার ভস্ম সমধিক গুণযুক্ত বলিয়া বিবেচিত হইয়া থাকে । কিন্তু ঐ ভস্মের রাসায়নিক বিশ্লেষণ করিলে জানা যায় যে উছার উপাদান স্বল্পমূল্যের শঙ্খ, কপর্দক, গুক্তি প্রভৃতির ভষ্ম হইতে পৃথকৃ নহে। এই সকল দ্রব্য