বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: 8 প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩১৭ AAAAS SAAAAAeS AAASASAS A SAS SS স্পর্শ করিল –ভাবিলাম—সত্যি ! পার্থী মার!—কি নিৰ্ম্মম আমোদ ! আমি সুখদেবীর চিবুকটা ধরিয়া বলিলাম—“মুখদেবী ! হাম্ আউর কবি চিড়িয়া নেই মারেগ৷ ” বালিকার দুষ্ট চোথে আনন্দ ফুটিয়া উঠিল । একদিন শুনিলাম সুখদেবার বিবাহের ‘সম্বন্ধ’ হইতেছে - পাত্র কলিকাতার এক ‘হোসে কাজ করে, বাড়ী শিকোয়াবাদে। শিকোয়াবাদ ! হঠাৎ সেই দুষমনকে মনে পড়িল । সুখদেবী একদিন হাসিতে হাসিতে আসিয়া জিজ্ঞাসা করিল—“বাবুজি ! পিয়ারীকে আপ সাদি করেগা ?” আমি জিজ্ঞাসা করিণাম—“কোন বোলা ? মুখদেবী আনন্দে খেলিতে দুলিতে বলিল “খুদ পিয়ারীনে কহ ।” আমি মুখদেবীর ছোট নথটি ধরিয়া নাড়িয়া দিলাম। “বাবুজী পিয়ারীক দুলাহাঙ্গ” পলিতে বলিতে সে দৌড়িয়া পলাইল । হিন্দুস্থানীরা প্রিয়কে পিয়ার বলিত। ( & ) এটোয়ায় চেঞ্জে গিয়াছিলাম—সে আজ দুবৎসর। মুখদেবীর বিবাহ হয়। গিয়াছে—সেই শিকোয়াবাদে । আমারও চিরকুমারব্রত নষ্ট হইয়া গিয়াছে—সেজন্ত দায়ী প্রিয়বাণ ! মুখদেবীর বিবাহের চারিমাস পরে সেই শিকোয়াবাদের জড় লচিহ্নিত দুষমন যুবা—নাম মাধব দেও—আমার এজলাসে অভিযুক্ত স্তষ্টয়া উপস্থিত । আমি নবীন ডেপুটি—অভিযোগও গুরুতর, কেমন একটা রাগও ছিল—তুষমনকে তিন বৎসর সশ্রম কারাদণ্ড দিলাম। এমন রায় দিলাম তাহা উপর কোর্টেও বাহাল রহিয়া গেল ! 臺 贛 鬱 鬱 দুই বৎসর পরে আবার এটোয়ায় আসিয়াছি—প্রিয়কে লষ্টতে। মুখদেবীর বিবাহের সময় কোন কারণে ব্যস্ত থাকায় তাঙ্গর বিবাহবাসরে তাঙ্গাকে কিছু উপচার দিতে

  • স্বামী ।
  • ...**

[ ১০ম ভাগ, ২য় খণ্ড .. . . .یہ۔ جی..• مہ ۔م۔ -- ج --" পারি নাই। এবার আসিবার সময় দুগাছি ব্রেসগেট তৈরী করাষ্টয়া আনিয়াছি। প্রিয়কে বলিলাম—“মুখদেবী কি এখানে ?” প্রিয় একটা নিশ্বাস ফেলিল। আমি বলিলাম—“অমন ক’রণে যে ?—তার জন্তে গাছি ব্রেসলেটু এনেচি।” প্রিয়র চোপ জলে ভরিয়া উঠিল। আমি বলিলাম— “কি হয়েচে প্রিয় ?” প্রিয় একটা ঢোক গিলিয়া বলিল-- “সে বিধবা হয়ে—” আমি আহত হইয়া তাহার অসমাপ্ত কথায় বাধা দিয়া বলিয়া উঠিলাম—“য়্যা ! কত দিন ?” “বিয়ের আট মাস পরে ” “কৈ আমায় তো কিছু লেথ নি ! কি হয়েছিল ?” “জেলে মারা গেছে !” “জে—লে ।” “হা—কিন্তু সে নির্দোষী!” “তার নাম ?” “মাধব দেও।” “মাধব দেও!—তার বা গালে কি একটা জড়ল ছিল?” প্রিয় আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল—“হঁ্যা- তুমি কেমন করে জানলে ?” আমি বলিলাম—“প্রিয় ! আমিষ্ট নির্দোষী মাধব দেওকে রাগের বশে অঙ্গায় শাস্তি দিয়েছিলুম-আমিই মুখদেবীকে বিধবা করেছি ” প্রিয়র মুখখানা সাদা হইয়া গেল—একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল—“সেও বেঁচে নেই—বিষ খেয়েছে!” কে যেন তপ্ত-লোঁচ-শলাকা দিয়া আমার হৃদপিণ্ডটাকে বিদ্ধ করিতে লাগিল —হায় ! প্রবৃত্তির দাস মানুষ কেন বিচারের ভার নেয় । কলিকাতায় আসিয়াষ্ট কাজে ইস্তফা দিলাম — মনের দাগ কিন্তু মুছিল না ! শ্রীপাচুলাল ঘোষ। asas#*ssa তপস্যা পুরাণে স্বষ্টির আরম্ভের কথায় আছে, শুধু এক কারণসাগর। দেশ নাই, কাল নাই, পাত্র নাই, কেবল নিবিড়