বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

gԳԵ -- *-هے.. مام۔ مہینے মুখপাত্র ও পরে অন্যান্ত সভ্যগণ রাজার এবং তাহার পুত্র ও স্থলাভিষিক্তগণের ভক্ত থাকিবেন এইরূপ প্রতিজ্ঞ করেন । অনেকেরই ধারণা যে পালিয়ামেণ্টের সভ্য মাত্রেই অবৈতনিক। বর্তমান বৎসরে বাৎসরিক ৫০০ শত পাউণ্ড অর্থাৎ ৭৫০০ টাকা করিয়া প্রত্যেক সভ্যকে বেতন দিবার প্রস্তাব হইতেছে। কিন্তু সাধারণতঃ লর্ড ও কমন্সদিগের মধ্যে ৬৬ জন বেতনভুক্ত সভ্য আছেন। ইহার বাৎসরিক একুনে দশলক্ষ মুদ্রারও অধিক বেতন পান। পালিয়ামেণ্টে কয়েকজন কেরাণী ও কার্য্যকারকও মোট বেতন পান ; কয়েকজন কেরাণী প্রত্যেকে বাৎসরিক ত্রিশসহস্ৰ মুদ্রা বেতন এবং থাকিবার জন্য বিনা ভাড়ায় বাট পান। কয়েকজন সহকারী কেরাণী আছেন ইহাদের কেচ ২২ হাজার, কেহ ১৫ হাজার মুদ্রা বেতন স্বরূপ পাষ্টয়া থাকেন। কমন্স সভার মুখপাত্র ৭৫ হাজার, পুস্তকাধ্যক্ষ পঞ্চদশ সহস্র, এবং লর্ডসভার একাদশট কেরাণী প্রায় ষোড়শ সহস্র মুদ্রা বেতন স্বরূপ বাৎসরিক পাইয়া থাকেন । আর একটমাত্র কথা বলিয়া আমরা এই প্রবন্ধ শেষ করিব । সভ্যনিৰ্ব্বাচনে কি প্রকার ব্যয় হয় আমরা তাহার সম্বন্ধে কয়টা কথা বলিতেছি । সাধারণ নিৰ্ব্বাচনে অনেক সময় ৯,০০০,• • • পৌণ্ড অর্থাৎ এক কোট ত্রিশ লক্ষ টাকা ব্যয় হয় । ইহা ছাড়া ভোটদাতাগণ এবং নির্বাচনপ্রার্থীগণের নিজ নিজ ব্যয় স্বতন্ত্র । কোন এক অভিজ্ঞ লেখক লিথিয়াছেন যে মোটের উপর প্রত্যেক নিৰ্ব্বাচনে পনর কোটী টাকা ব্যয়ে এই স্বমহান যজ্ঞের আহুতি হয়। ১৮৩৩ খৃষ্টাব্দে যাহাতে নূতন নিৰ্ব্বাচন না হয় সেইজন্ত প্লানটার(Planter) দিগকে ত্রিশ কোটী টাকা দেওয়া হয় । কেবলমাত্র একবার এক গিনি খরচে নূতন নিৰ্ব্বাচন বন্ধ হইয়াছিল। ১৮০০ সনে গমের মূল্য এত চড়িয়া যায় যে মন্ত্রিse afea cau ofer (Brown Bread Act) fRfrau করেন, কিন্তু দেশের লোক ইহাতে মন্ত্রিগণের বিরুদ্ধে এত উত্তেজিত হইয়া উঠে যে ঐ আইন বাতিল করা ভিন্ন অন্ত উপায় রছিল না। তখন লর্ড ও কমন্স সভা উভয়েই এই আইন রহিত করিয়া দস্তখতের জন্ত রাজচিকিৎসক প্রবাসী—মাঘ SAASASAAAeAAAS AAASASASS , ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড به بیم- * متهم - مس - هی - ع ع ۳۳۰ سه هم ه ۹۰* مجمه ها উইলস সাহেবের মারফৎ এই আইনপত্র রাজার নিকট প্রেরণ করেন। রাজা তৃতীয় জর্জ তখন একপ্রকার উন্মত্ত ছিলেন । যাতায়াতের গাড়ীভাড়া বাবদ ডাক্তার মাত্র এক গিনি দাবী করায় সেবাবকার মত এক গিনি ব্যয়েই নিৰ্ব্বাচন স্থগিত থাকে । শ্ৰীযোগীন্দ্রনাথ সমাদার । স্বপ্নলোকে X চেথায় তা’রা নাইতে নামে ভাসিয়ে তরী জ্যো’স্না মাঝে ; গিরিদরীর মুক্তাধার নীরব রাতে উচ্চে বাজে । লুটায় তাদের বসন-ঝালর ধূসর পাষাণ-সীথির তটে— অফুট-ভাষে পথের পাশে ফুলের সব শিউরে ওঠে। তাদের চুলের ফুলের বাসে গন্ধ গুণরায় গোলাপ-বেল{— কে অপসরী সারং বাজায় ? কী অপরূপ স্বরের খেলা ! ર নিদাঘ সাঝে, রাখাল-ছেলে চাদের আলোয় ঘুমিয়ে প’লে, স্বপ্নে শোনে নুপুর তাদের গুঞ্জরিছে গিরির কোলে— তদো ভেঙে দেখে তাদের দুর আকাশে মিলিয়ে যায়-- পাথায় ঝরে সোণার রেণু, জ্যো’মা মাথা মেঘের গায় । ঐকরুণানিধান বন্দ্যোপাধ্যায়।