বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪২ করিয়া হাসিতে হাসিতেই আমার সম্মুখে প্রসারিত করিয়া ধরিল । আমি বলিলাম—ভয় দেখিয়ে না গাকশা । তোমার জাপানী যুযিৎস্থ আছে, আমারও ছিন্দুস্থানী কুস্তি আছে। ঠিক বলা যায় না কে জিতবে। করে ফেল । গাকশা তেমনি হাসিতে চাসিতেই বলিল—হৃদয় নিয়ে যেখানে মারামারি সেখানে আবার রফা কি ? سجد আমি মিনতি করিয়া বলিলাম— গাকশা, তুমিষ্ট ত নিজে আমায় প্রণয়মন্ত্রে শিক্ষিত করে আমার সফলতার সহায়তা করেছ, এখন এ বিঘ্ন ঘটাচ্ছ কেন ? গাকশ হাসিতে হাসিতে বলিল— তখন কি জানতাম যে তুমি আমাকেই আশ্রয় করে আমারই সৰ্ব্বনাশ করছ ? তোমায় এতদিন অনেক কথা শিখিয়েছি। আজ একটা শেষ শিক্ষা দিয়ে দিচ্ছি, বল— জায়েন নাগার কোকে দে ও ওয়াকারে মোশিমাস । আমি হতাশ ভাবে দুঃখবিমলিন মুখে বলিলাম--- গাকশা, এর অর্থটাও তবে বলে দেও । গাকশা তেমনি হাসিয়া হাসিয়া বলিল—আমি দুঃখিত হষ্টতেছি, আজ এক্ট আমাদের চিববিদায় । শ্ৰীচারুচন্দ্র বন্দোপাধ্যায়। অতএব একটা রফ অন্ধ-প্রেম ( শেখ সামীর—মূল ফারসী হইতে ) গোলাপ নিকুঞ্জ ক’তে ফিrর দে আসিল যবে স্বধাইতু তারে— “কি ফুল চয়ন করি এনেছ আঁচল ভরি’ প্রিয় জন তরে ।” কঙ্গিল সে—“হায় ! প্রিয় ! নিতুষ্ট প্রবেশ পথে জপি অমুক্ষণ— প্রাণপ্রিয় জান—করি কুসুম চয়ন ! মালঞ্চ রচিয়া দিব প্রবাসী—চৈত্র, SAASAASAASAASAASAASAASAASAASAA ృNర్సిa [ ১০ম ভাগ, ২য় খণ্ড কিন্তু হায় । ফুল বনে প্রবেশিলে, उँञानक মদির সুবাসে আমার চেতন করে, অঞ্চল খসিয়া পড়ে আবেগে আবেশে ।” শ্ৰীদেবেন্দ্রনাথ হিন্ত । বৈদিক অগ্নিমন্থন ও যজ্ঞীয় পাত্র আমরা সকলেই শুনিয়াছি পুরাকালে ভারতীয় আৰ্য্যগণ কাষ্ঠসংঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করিতেন, এবং সেই অগ্নি যথাবিধি স্থাপন করিয়া তাঙ্গাতে র্তাহার হোম করিতেন । ঐক্সপে অগ্নি উৎপাদন করার পদ্ধতি এথনো যাজিক সমাজে প্রচলিত আছে । কাশী ও দক্ষিণাত্যে এখনো অনেককে এইরূপে অগ্নি আধান করিয়া যাবজ্জীবন অগ্নিতোত্র করিতে দেখা যায়। কেহ তাহ দেখিতে ইচ্ছ। করিলে কাশীর সুপ্রসিদ্ধ দাবিড়-পণ্ডিত বৈদান্তিকবর মচামহোপাধ্যায় শ্ৰীযুক্ত সুব্রহ্মণ্য শাস্ত্রী ( ৩৪, গোবিন্দজী নায়ক, দুধবিনায়ক মহল্লা ), ও গৌড়ীয়-পণ্ডিত শ্ৰীযুক্ত প্রভুদত্ত শাস্ত্রীর ( শকরকান্দি গলি, মীরঘাট ) গুছে গমন করিলেষ্ট পুর্ণমনোরথ হইবেন । জানিয়াছি গৌড়দেশের মধ্যে পণ্ডিত প্রভুদত্তজীষ্ট একমাত্র অগ্নিঙ্গোত্রী । আমি ইহার নিকটে শ্রেীতস্বত্র সম্বন্ধে কিছু উপদেশ গ্রহণ করিয়াছি, এবং উচ্চার অনুষ্ঠিত দর্শযাগও দেখিয়াছি । ইহার অগ্নিশালা হইতে বেদির এক আলেখ্যও (plan) সংগ্ৰহ করিয়াছি । সময়াস্তরে পাঠকগণের নিকট তাহ উপস্থাপিত হইবে । পূজ্যপাদ শ্ৰীযুক্ত স্বব্রহ্মণ্য শাস্ত্রী মহাশয়ের নিকট আমি কিছু কাল কিঞ্চিৎ বেদান্ত ও মীমাংসা অধ্যয়ন করিবার সৌভাগ্য লাভ করি৯াছিলাম। আজ র্তাহারই অনুগ্রহে অগ্নিমস্থনের যন্ত্র কয়টির প্রতিকৃতি পাঠকগণকে উপহার দিতে সমর্থ হইতেছি। কিছু দিন পরে হঁহারই অনুগ্রহে আবার যজমান, যজমানপত্নী, ও ব্রহ্মা প্রভৃতি অন্তান্ত ঋত্বিগৃগণ-সংযুক্ত অগ্নিশালার চিত্র প্রদর্শিত হইবে। অগ্নিমস্থনে পাচটি যন্ত্রের আবশ্বক হয় ; যথা অ ধরা র ণি, উত্ত রা র ণি, প্রম স্থ, ও বি লী, চা ত্র, এবং নে ত্র।