বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩৬ ও শহরতলী দিয়ে টেহেরানের পথে গিয়ে পড়লাম। নগরের সীমানায় অন্ধকারের মধ্যে কতকগুলি কালো মূৰ্ত্তি সাদা হাত বার ক'রে প্রেতিনীর মত লম্ফঝম্প ও চীৎকার কবৃছে দেখা গেল। মুখ নাক চোখ কিছুষ্ট দেখা যায় না, কেবল কালো আবছায়া আকৃতি, সরু কুম। প্রাচীন বৰ্ম্ম লম্বা সাদা হাত এবং বিষম উচ্চকণ্ঠের বেস্তুরো চীৎকার। কাছে এসে দেখা গেল সেগুলি ভিখারিণী—কালো চাদরে আপাদমস্তক ঢাকা । কুম। কলমে লেখার এক পৃষ্ঠা Sకరిలీశు শহরের বাইরে বাগানের সারি, মধ্যে মধ্যে একটা ক’রে বেঁটে গোল বাড়ি । উচু কম, কাজেই সেগুলি সামরিক “মাচান’ (watch tower) হ’তে পারে না। আবার চারিদিকে থোপ, কাজেই শস্তের গোলাও নয় । পরে শুনলাম সেগুলি বাদশাহী আমলের পায়রার খোপ । পথে একটি প্রাচীন কালের অগ্নিমন্দিরের ভগ্নাবশেষ দেখলাম। বেলা বারটা আন্দাজ ডেলিজান নামের ছোট কুম। ভিখারি ফকির শহরে মধ্যাহ্নভোজনের জন্তে খামা হ’ল । এখানে খাওয়া-দাওয়ার পর ইস্ফাহানের বন্ধুদের কাছে বিদায় নিয়ে আমরা আবার যাত্রা করলাম । বেলা দেড়টা নাগাদ দূরে শিয়া মুসলমানদের অন্যতম তীর্থ কুম্ দেখা গেল। এখানে ইমাম রিজার ভগিনী পুণ্যস্থতি ফতিমার কবর, মসজিদ ও দরগা শহরের পাশে নদী, সেই নদীর এক সেতুর উপর থেংে