বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بنی ها ভাদুড়ী-মশাই—এঁকেদারনাথ বলোপাধ্যায় প্রণীত। প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স, কলিকাতা। ক্রাউন ১৬ পেঞ্জী, ৩২১ পৃষ্ঠা। কাপড়ে বাধাই । মূল্য আড়াই টাকা । হাস্তর আর করুণরস সহজে মিশ খায় না, যেমন তেল আর জল । কিন্তু কেদারবাবু এই দুই বিভিন্নধৰ্ম্ম রস মন্থন করিয়া উপাদেয় অবলেহ বানাইয়াছেল । সামান্য নর-নারীর দোষ গুণ সুখ দুঃখের কথা স্নিগ্ধ কৌতুকের যোগে হৃদয়গ্রাহী হইয়াছে, বিদ্বেষ নাই, অতিকারুণ্য নাই, অরুচিকৰ মিষ্টতাও নাই। মধুপুর-নিবাসী snol-বৃন্দ, জামাই ধরিবার হুঙ্ক খেলোয়াড় গৃহিণার জাল-বিস্তার, শস্ত দিবার উপর দুরন্তু ভগিনীর কৌতুককর উপদ্রব এবং মাতার বাকবাণ হইতে পিতাকে রক্ষা করিবার নিরস্তুর চেষ্টা-ইত্যাদি চিত্র অতি উপভোগ্য। - - রা, ব, শ্ৰীশ্ৰীপদকল্পতরু, পঞ্চম খণ্ড-সতীশচন্দ্র রায়, এম্-এ সম্পাদিত এবং কলিকাতা বঙ্গীয়-সাহিত্য-পরিষদু মন্দির হইতে শীরামকণল সিংহ কর্তৃক প্রকাশিত। ডবল ক্রাউন আট পেজী A+ ৫৮+ ২৫৬+ ১১৮ পৃষ্ঠা, দাম সাধারণের পক্ষে ১টি। ৷ পদকল্পতৰু খণদ-গীত চিন্তামণি, গীত-চত্রোদয়, পদাঘৃত সমুদ্র প্রভৃতি প্রসিদ্ধ বৈষ্ণব পদ-সংগ্রহ গ্রন্থের অন্ততম পুথি। খ্ৰীষ্টীয় ১৮শ শতকের মাঝামাঝি বৈঞ্চব দাদ ( গোকুলানন্দ সেন ) উহার সঙ্কলন সম্পূর্ণ করেন বড় হয়। পদের সংখ্যা তিন হাজারের কিছু উপর । পদকল্পতৰু ব্যতীত বৈষ্ণুব পদাবলীর এত বড় পুস্তক এ যাবৎ মুদ্রিত হয় নাই। উৎকৃষ্ট পদের সমাবেশ হেতু বইখানার আদরও যথেষ্ট । বগত ১৩২২ বঙ্গাব্দ হইতে সতীশ বাবুর সম্পাদকতার পদকল্পতরু দণ্ডশ; প্রকাশিত হইয়া আদিতেছে। চারি খণ্ডে মুলাংশ শেষ হয়। মূল প্রতি পদের নীচে পাঠান্তরাদি এবং আবগুক টঙ্ক সংযোজিত হইছে। পাঠ-নির্ণয়াদি ব্যাপারে সম্পাদক মহাশয়ের প্রগাঢ় পণ্ডিত্য ও রসজ্ঞ তাই সুচিত করে। পদকল্পতরুর ৫ম খণ্ড উল্লিখিত গণি পণ্ডের পরিশিষ্ট আকারে রচিত। ইহাতে পদ-কুট, পদক লুচী, সদীর্ঘ ভূমিকা এবং একটি শাখহটা আছে । ভূমিকাভাগে পদ-সংগ্রহ পুথির পরিচয়, নুনাধিক দেড় শত পদকর্তার বিবরণ ও তৎসহ পদ-নিৰ্ব্বাচন সম্পর্কে যাবতীয় জ্ঞাতব্য, পদাবলীর ভাষা, ছন্দ, অলঙ্কারকবিত্ব ও বিশেষত্ব ইত্যাদির বিবিধ বিষয় যথাসম্ভব আলোচিত হইয়াছে । ইহাতে পদাবলী ও পদ-কৰ্ত্ত সম্বন্ধে অনেক নুতন কথা জানিবার *াছে রীর মহাশয় গত ৪০ বৎসর ধরিয়া বৈষ্ণব পদ-সাহিত্যের গভীরভাবে . অনুশীলন করিয়া আসিতেছিলেন। এবং উহার ঐকাস্তিক সাধনার ফল আমাদিগকে পদকল্পতরু উপলক্ষ করিয়া দিয়া গিয়াছেন। এক্ষেত্রে সতীশ বাবুর অভিপ্রায় সৰ্ব্বাগ্রগণ্য হইলেও, সত্যের অনুরোধে বলিতে হয়, আমল্প সৰ্ব্বত্র উপহার সহিত একমত হইতে পারি নাই । অবগু এতটা আশাও করিতে নাই। পদকল্পতরু বহুবার মুদ্রিত হইয়াছে। তাছার মধ্যে দুইটা সংস্করণের গম করা যাইতে পারে; (১) স্বৰ্গী শিশিরকুমার যোৰ মহাশয়ের তত্ত্বাবধানে প্রকাশিত সংস্করণ, (২) ভারত-গ্রন্থ-প্রচার-সমিতির সংস্করণ (১৩৭৪ ) । কিন্তু পদকল্পতরুর এরূপ সুন্দর সংস্করণ ইহার পূৰ্ব্বে তার হয় নাই, তাহ অসঙ্কোচে বল চলে। মূল্যও অপেক্ষাকৃত সুলভ । শ্ৰীবসন্তরঞ্জন রায় আপন-পর—-শ্ৰীশচীন্দ্রনাথ চট্টোপাধার। বীণা লাইব্রেরী, .২নং স্যামাচরণ দে ষ্ট্রটু, কলিকাতা। ৩২৬ পৃষ্ঠ । মূল্য দুই টাকা । এই উপন্যাসখানি প্রবাসীতে ধারাবাহিকরূপে প্রকাশিত হইয়াছিল। লেখকের লিখিবার ক্ষমতা আছে, কিন্তু বইখানি এত না বাড়াইয়া দুইশত পৃষ্ঠার মধ্যে শেষ করিলে তার বক্তবাটি অধিকতর হষ্ঠ ভাবে ফুটিত—বইখানি শেষ করিয়া এই কথাই মনে হয়। যে illusiouটুকু স্বষ্টি করার উপর উপন্যাদের রসবস্তু জমাট বাধিয় ওঠে, লেখক তাছা করিতে পারেন নাই। কারখানার কথা ও ইব্রাহিম মিক্সিকে অনবগুকরূপে আনিয়া ফেলিবার হেতু কি বুঝিতে পারিলাম না। Silo characte গুলি ভাল করিয়া ফুটাইতে ন পারিলে উপন্যাদের গৌরব ক্ষুঃ হুইয়। পড়ে লেখক একথা নিশ্চয়ত জ্ঞানেন, তবু তিনি কেন এই সকল অণবষ্ঠক চরিত্রের ভারে গল্পাংশকে ভারাক্রান্ত করিয়াছেন, বোঝ। কঠিন। তিনি চরিত্র স্বষ্টি করিতে পারেন তাহার প্রমাণ অাছে অণিমার চরিত্রে। বেশ সবল ও স্বাভাবিক অঙ্কন । কিন্তু লুরবালার চরিত্র আমাদের মনে কোনো সেখাপাত বরেন। বইখানির ছাপ ও বাধাই ভাল । ঐবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাভারত—কাণীপ্লাম দাস কর্তৃক রচিত ; শ্ৰীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত ; প্রবাসী কাৰ্য্যালয়, ১২-২ আগার সাকুলার রোড, কলিকাতা ; মূল্য পাচ টাকা। ‘মহাভারতের কথা অমৃত সমান’, কিন্তু এইরূপ পুণ্যবান এই যুগে অনেক আছেন যাহার কাশীরাম দামের কথা শোনেন নাই ও শুনিবার প্রয়োজন বোধ করেন না। বাংলা দেশের শিক্ষণ-পদ্ধতিতে বৃদ্ধ কৃত্তিবাগ ও কাশীদাসের স্থান নাই ; কিন্তু বাংলা সাহিত্যে ঠাহাদের .আসন স্থায়ী, বাঙালীর চিত্তলোকে তাহদের প্রেরণা এখনও কাজ করিতেছে, এবং বাঙালীয় চিন্তাজগৎ যতই প্রসারিত হোক তাহাদের সত্যকারের প্রভাব তাহার উপর চিরদিনই থাকিবে। তথাপি ইহাদের সঙ্গে পরিচয় না রাখিয়াও আধুনিক বাঙালী শিক্ষা সমাপ্ত করিতে পারেন।. শ্ৰীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের প্রকাশিত এই মহাভারতের দ্বিতীয় সংস্করণ মুদ্রিত হইতে দেখিয়া তাই একটু বিস্মিত হইতে হয়। এই সংস্করণে পুৰ্ব্ব সংস্করণ অপেক্ষাও চিত্র বেশী সংযোজিত হইয়াছে। মোট চিত্র-সংখ্যা ৬৬, বহুচিত্রই রঙীন, প্রার সবগুলিই প্রাচীন বা আধুনিক শ্রেষ্ঠ শিল্পীদের অঙ্কিত। ইহা ছাড়া খ্ৰীযুক্ত অমূল্যচরণ বিষ্ঠাতৃষণ মহাশয়ের সংস্কৃত ও বাংল। মহাভারত সম্বন্ধে যে একটি তথ্যপূর্ণ ভূমিক ও ঐযুক্ত স্থনীতিকুমার চট্টোপাধ্যায় মহাশয়ে খবৰীপে মহাভারত নামক যে একটি কৌতূহলোদীপক