বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শীতকালে বরফ পড়ির গাছপালা এইরূপ তাকার ধারণ করে এবং ইহার চুড়া ৭০০০ ফিট উচ্চ। একই প্রদেশে গুইডেনের বৃহৎ জলপ্রপাত “স্তোরা সোফালেং” Stora Sjofallet ) NKfz 5 % të q=2ļotivē প্রস্থে ২২০০ ফিট্‌ এবং ইহার জলধারার উচ্চত ফিট । একই প্রদেশে ছোটবড় আরও অনেকগুলি জলপ্রপাত রহিয়াছে। এই কঠোর শীতপ্রধান দেশে উক্ত জলপ্রপাত হইতে সুইডেনবাসীরা বৈদ্যুতিক শক্তি লইয়া অনেক কাজ চালাইয়া থাকে। একই প্রদেশে পাহাড়-পৰ্ব্বতের উপরে যে-সকল হ্রদ রহিয়াছে ইহাদের মধ্যে সৰ্ব্বাপেক্ষ মনোহর ও বৃহত্তম হ্রদের নাম "NÃOR Rio” (Torne Trask ); ইহার পরিধি ৮২ বর্গ-মাইল। সেই প্রদেশে ২০০ খণ্ড গ্লেসিয়ারস রহিয়াছে। তুষার-যুগের পরে যে বিপৰ্য্যয় ঘটে তাহাতে মধ্যস্বইডেনের আকৃতি একেবারে বদলাইয়া যায়। এখানে こXごo সেখানে অসংখ্য পৰ্ব্বত-বক্ষে গাছপালা বিরাজ করিতেছে ; এবং ইহাদের উচ্চতা ১৬০ ফিট হইতে ৩০০ ফিট, পর্য্যস্ত। কিন্তু পূৰ্ব্বোক্ত বিপৰ্য্যয়ের যুগে এই মধ্যপ্রদেশের অনেক অংশ সামুদ্রিক লেভেলে'র নীচে পড়িয়া যায় ; ফলে সেখানে বহুসংখ্যক হ্রদের স্বষ্টি হইয়াছে। ইহাদের মধ্যে তিনটি হ্রদ বিশেষভাবে বিখ্যাত। যথা—ভ্যেনেৰ্ণ (Vanern) ২,১৫০ বর্গমাইল, ভোত্তের্ণ (Wattern) ৭৩০ বর্গমাইল এবং মেলারেন্‌ (Maiaren): বর্গ-মাইল বিস্তৃত। এই হ্রদসমূহের মধ্যে ভেনের্ণঞ্জের জল ইউরোপে খুব প্রসিদ্ধ। এই হ্রদের সঙ্গে জলমুখে ক্লারেল ভেন হ্রদ যুক্ত হইয়া সুইডেনের দ্বিতীয় প্রসিদ্ধ শহর গোখেদ্‌বার্গের কাছে সমুদ্রের সঙ্গে মিলিত হইয়াছে। জুইডেনের দক্ষিণ অংশ, একেবারে