বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ শোক-সংবাদ ২৫১ “আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে গতকল্য প্রকাশে স্তর শচীন্দ্রনাথ গুপ্টার, যে মৃত্যুসংবাদ প্রকাশ ইয়াছিল তাহ সম্পূর্ণ ভুল।" হলধরবাবু—“বেশ ত হয়েচে । হ্যা, তারপর ?” “এ সংসারে নিরীক্ষ্য একটি জীবাণুর দ্বারাও মহাপ্রলয়ের স্বষ্টি হয় । }তরাং কেমন করিয়া একটি অতি তুচ্ছ কারণে এই ভ্ৰমাত্মক সংবাদটি :দিত হইয় প্রকাশিত হইয়া পড়িয়াছে সে বিষয়ে সবিস্তারে আলোচনা { করিলেও আশা করি পাঠকবর্গ মাৰ্জ্জলা করিবেন । সৰ্ব্বাপেক্ষা অধিক "নার প্রয়োজন স্তর এস. এন. গুপ্টার সেই আত্মীয়-স্বজনের নিকট iহাদের এই সংবাদটি সকলের চেয়ে রূঢ় ভাবে আঘাত করিয়াছে । iাস্তুনার কথা শুধু এই যে তাহার বরাবরই খবরটি ভুল জানিয়া নAিটুস্থ থাকিতে পারিয়াছিলেন । কল্য প্রত্যুষ হইতে রোগ আরোগ্যের দিকে চলিয়াছে এবং আমাদের পিশম সংবাদদাতার মারফৎ জানা গেল যে, সমস্ত দিন অপ্রতিহত লুবে উপশান্ত হইয়া আসিয়াছে । কেরাণী বামাচরণবাবু সিদ্ধেশ্বরবাবুর পানে মুখ তুলিয়া একটু চাহিলেন । সিদ্ধেশ্বরবাবু একটু মুচকি হাসিয়া বলিলেন—“হ্য, বিশেষ সংবাদদাত। ওদিকে পা বাড়ালে হয় একবার ; তার }্যাঙের জন্যে বিশেষ ব্যবস্থা ক’রে ছাড়বে।” সকলে হাসিয়া উঠিলেন । সিদ্ধেশ্বরবাবু আবার পড়িতে লাগিলেন— “চিকিৎসার জন্ত যেরূপ ধুম্বন্তরীদের সমাবেশ হইয়াছে তাহাতে...” হলধরবাবু তাড়াতাড়ি বলিয়া উঠিলেন—“ন, ন, ও বসন্তরী-ফশ্বন্তরী কাটুন—ভাববে ঠাট্ট করছে ; ঐ নিয়ে আবার এক লম্বা চিঠি এসে হাজির হবে।” সিদ্ধেশ্বরবাবু কথাটা কাটিয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, “কি লেখা যায় ?—‘বিচক্ষণ চিকিৎসক ?” হলধরবাবু মুখটা কুঞ্চিত করিয়া বলিলেন—“দি—ন লিখে । বিচক্ষণ না হাতী।” তাহাই লেখা হইল । পড়া চলিল— "—চিকিৎসার জঙ্ক যেরূপ বিচক্ষণু চিকিৎসকদিগের সমাবেশ ঠইয়াছে তাছাতে আমরা বরাবরই এইরূপ মাশু উপশমের কাশ বহিয়া আসিতেছি এবং পাঠকবর্গকেও সেইরূপ ভরসা দিয়৷ *সিতেছি। ভগবান আমাদের আশ, এবং সেই আশার দ্বার প্রাণাদিত ভবিস্তুদ্বাণী যে সফল করিলেন ইহাই আমাদের পরম * ভাগ্য । চিকিৎসকের সমবেতকণ্ঠে ঘোষণা করিতেছেন ষে, সদ্ধ দ্বিপ্রহর পর্যন্ত রোগী সম্পূর্ণরূপে সৰ্ব্ববিধ ৰিপদের গণ্ডীর বাহিরে শহয়। পড়িবেন।” বামাচরণবাবু বলিলেন—“মানে ?” “মানে—ঐ যাকে বলে ডেঞ্জার জোন ( danger zone ) পেরিয়ে যাওয়া আর কি ৷” “ও —আবার উল্টে মানেও হ’তে পারে কি না ; তাই বলছিলাম।” হলধরবাবু বলিলেন—“না—যখন বেঁচেই কেউ আত টেনে মানে করতে যাবে না । পড়ুন।” “--সুতরাং এ বিষয়ে অীর চিন্তার কিছুই নাই। কারণ তাহদের এই বাণীকে আমরা বেদবাণীর মতই অলান্ত এবং অমোঘ বলিয়। মনে করি । আজ এই মহাপুরুষকে অকালমৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়ায় আমরা যে স্বৰ্গীয় আনন্দ উপলব্ধি করিতেছি তাছা ভাষায় প্রকাশ করিতে পারি তামাদের সে ক্ষমত নাই । যিনি আমাদের এই হতভাগ দেশের প্রতি এই চরম কৃপা প্রকাশ করিলেন সেই পরম কারণিক ভগবানের নিকট এই প্রার্থনা যে তিনি স্তর শচীন্দ্রনাথ গুপ্টাকে এই নবজীবনের সহিত দীর্থ পরমায়ু দান করিয়া তাহার কল্যাণ ব্রতকে আরও সাফল্যমণ্ডিত করিয়া তুলুন।" বামাচরণ বাবু বলিলেন—“বেশ হয়েচে । ডাক্তারগুলোকেও ত খুব আকাশে তুলে দেওয়া হ’ল।” হলধরবাবু—“হ’ল না ?—এখন সেখান থেকে ওদের এক একটিকে ধ’রে কেউ আছাড় দিতে পারে, ত গায়ের রাগ মেটে.” Co, কাগজ বাহির হইল । আজও অসম্ভব কার্টুতি। লোকে সঠিক খবরের চেয়ে কৌতুহলেরই বেশী প্রিয় ; ‘সত্যপ্রকাশ আজ আবার কি লেখে দেখিবার জন্য উদ্‌গ্ৰীব হইয়া ছিল । আজও খুব সকাল সকাল কাগজ বাহির করিয়া দেওয়া হইয়াছে অতি অল্প সময়েই—অন্য কোন কাগজ বাহির হইবার পূৰ্ব্বেই ‘সত্যপ্রকাশ’ স্তর শচীনের ‘নবজীবনের সংবাদ ও পরমায়ুর প্রার্থনা লইয়া শহরে বেশ চাড়াইয়া পড়িল । তাহার পর যথাসময়ে দু-একখানা করিয়া ইংরেজী দৈনিক বাহির হইল। Stop Press স্তম্ভে সংক্ষিপ্ত ভাবে এসোসিয়েটেড গ্রেসের খবর লেখা আছে – মঙ্গলবার ১৪ই অক্টোবর অল্প সকাল ছয় ঘটিক্ষণয় সময় প্রসিদ্ধ ব্যবহারজীবী ও দেশসেৰক গুর এস,এম, গুস্ট বার এট-লয় নিউমোনিয়া রোগে মৃত্যু হইয়াছে। । छब्र भौम आफैं क्नि श्रेज गांभांछ छोप्द छवाङ्गांड इम : अरम थद्र উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে এবং তিন দিন হইল নিউমোনিয়ায় । পতিত শাক এপসাগতিক হবে চিকিৎসা কুই