বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ । গনেণ্ট তাহ বিদ্যালয়কে দান করিয়াছেন। ইহার জন্য গবন্মেণ্ট প্রশংসাভাজন। সরকারের নিকট আর্থিক সাহায্যের জন্য ও কূপটি গভীর করিবার জন্য ঠাকুড়ার ভূতপূৰ্ব্ব ম্যাজিষ্ট্রেট গবন্মেটিকে লিখিয়াছিলেন । কিন্তু কমিশনার সাধারণ অস্ত্রোপচার-গৃঙ্গ সাহেব জবাব দিয়াছেন তিনি স্কুল বা হাসপাতালকে কোন প্রকারেই সাহায্য করিতে প্রস্তুত নহেন। স্কুলের ছাত্রের বরাবরই স্থানীয় ওয়েসলিয়ান কলেজে পদার্থবিদ্যা ও রসায়নী বিদ্যা শিক্ষা করে । কলেজের ত্ৰ, শত্ৰ T” ” স্ত্রীঙ্গেকদের চিকিৎসা-গৃহ কর্তৃপক্ষ ও বিজ্ঞানাধ্যাপকগণ এই সদাশয়তার জন্ত কৃতজ্ঞতাভাজন। উহার প্রিন্সিপ্যাল ব্রাউন লাহেব ( এখন ছুটিতে ) দীর্ঘকাল স্কুলের অবৈতনিক স্বপারিন্টেণ্ডেন্টের কাজ করিয়া ও অনেক চাদ তুলিয়া সৰ্ব্বসাধারণের ধন্যবাদাৰ্ছ হইয়াছেন। উক্ত দুটি বিষয় ছাড় আর সমস্ত বিষয় স্থলেই শিখান হয়। ইহার র্যানাটমি, মেটারিয়া মেডিক, ফিজিয়লজি এবং প্যাথলজির মিউজিয়ম ও ল্যাবরেটরীগুলি বাকুড়া মেডিক্যাল স্কুল S (t(t আধুনিক বিজ্ঞানসম্মত ভাবে সরঞ্জাম ও আসবাবে সজ্জিত। শবব্যবচ্ছেদ শিক্ষা দিবার হলটি ফাক জায়গায় নদীর ধারে লোকালয় হইতে দূরে নিৰ্ম্মিত হইয়াছে। প্রসব করাইবার গৃহ ছাত্রাবাস সম্প্রতি নিৰ্ম্মিত হইয়াছে। ইহা একটি বাগানের মধ্যে স্থিত। ছাত্রদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিণ্টন ও টেনিস খেলিবার এবং কুস্তি করিবার সংক্রামকারাগাক্রান্ত ব্যক্তিদের স্বতন্ত্র স্থাখিবার গৃহ প্রশস্ত জায়গা আছে । একজন অধ্যাপক ছাত্রাবাসের হাতাতেই থাকেন। ছাত্রদের জন্য সাধারণ পাঠাগার aঅাছে । স্কুলে গড়পড়ত। মোট ২•• ছাত্র পড়াইবার অনুমতি আছে। এখন ২-১ জন ছাত্র আছে। অহীর মধ্যে , এৰায় প্রায় ৫টি ছাত্র ক্টে মেডিক্যাল কাঞ্জিনে ।