পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\HE8 b99áు নিজমের পদবিরোধিতা অল্পকাল পূৰ্ব্বে হায়দরাবাদের নিজাম লক্ষ্মেী গিয়াছিলেন । পশ্চিমে লক্ষ্মেী মুসলমানদের একটি প্রধান কেন্দ্র । নিজাম যখন সেখানকার মুসলমান বালিকাবিদ্যালয় দেখিতে যান, তখন সেদিনকার মত র্তাহার সম্মানার্থ ঐ বিদ্যালয়ে পদ অতুষ্ঠিত হয় নাই। নিজাম বাহাদুর তাহাতে খুব সন্তুষ্ট হইয়া বালিকাদিগকে বলেন, “তোমরা দেখিতেছ অামার পরিবারের মহিলারা পদনশন নহেন, তাহারা বোরথ বা অবগুণ্ঠন ব্যবহার করেন ন। তাহদের দৃষ্টান্ত অনুসারে তোমরাও পদ বর্জন করিও।” নিজামের সম্বৰ্দ্ধনার্থ লক্ষ্মেীতে যত সভার অধিবেশন ও ভোজ হইয়াছিল, তাহাতে রাজকুমারীর অনবগুষ্ঠিত অবস্থায় যোগ দিয়াছিলেন। শুধু তাই নয়। ইউরোপীয় ভোজে একটি রীতি আছে, যে, প্রত্যেক মহিলাকে এক এক জন ভদ্রলোক র্তাহার নিদিষ্ট আসনের নিকট লইয়া যান। নিজাম এই রীতির অনুসরণ করিয়া র্তাহার মনোনীত এক এক জন মুসলমান ভদ্রলোককে রাজকুমারীদিগকে তাহাদের আসনের সমীপে লইয় যাইতে অল্পমতি দেন ও অনুরোধ করেন । লক্ষ্মেীয়ের উলেম ও মুজতাহিদরা নিজামের এই সব পর্দাবিরোধী কাজের কোন প্রতিবাদ বা সমালোচনা করেন নাই। [ বৈশাখের প্রবাসীর উদৃত্ত ] ভদ্রলোকের স্বহস্তে হলচালন সিকি শতাব্দী পূৰ্ব্বে স্বদেশী আন্দোলনের যুগে “ভদ্রলোক’ শ্রেণীর মধ্যে স্বহস্তে জমীতে লাঙ্গল দেওয়া চালাইবার চেষ্টা হইয়াছিল এবং তাহ সামান্য পরিমাণে সফল হইয়াছিল। বৰ্ত্তমান সময়ে আবার সেই রকম চেষ্ট হইতেছে। মাণিকগঞ্জ মহকুমার আটপাড়া গ্রামে বেকার সমস্ত সমাধানের জন্য এক সভায় স্থির হয়, যে, বেকার যুবকের কৃষি, গোপালন ও মৎস্যপালন ব্যবসায় অবলম্বন করিবেন। তদহসারে স্থানীয় ডাঃ পরেশচন্দ্র লাহা নিজের জমীতে স্বয়ং হল চালান। অনেক যুবকও তাহা করেন। গোপালন ও দুধের ব্যবসাও তথায় হইয়াছে। কোন সৎ বৃত্তিকেই ভদ্রলোকদের হেয় বা অকরণীয় মনে করা উচিত নয়। স্বতরাং তাহার এই সব কাজে প্রবৃত্ত হইয়া ভালই করিতেছেন। কিন্তু ইহাই যথেষ্ট নয়। এই সব কাজ সাধারণ কৃষক, গোয়ালা ও ধীবরেরাও করিয়া থাকে। তাঁহাদের সহিত প্রতিযোগিতা করিবার কেবল কতকগুলি লোক বাড়িলে তাহ দেশের কল্যাণ ও উন্নতির কারণ ন হইতেও পারে। এই সকল কাজে আধুনিক বৈজ্ঞানিক প্রণালী ও যন্ত্রাদির ব্যবহার প্রবর্তন করিতে পারিলে, গবাদি পশুর খাদ্য তৃণ ও শস্যাদি উৎপন্ন করিতে পারিলে, গোচারণের মাঠ না কমাইয়া পতিত বা অনাবাদী জর্মী চাষ করিতে পারিলে, দুধ ও দুধ হইতে উৎপন্ন দ্রব্য দীর্ঘকাল রক্ষা করিবার উপায় অবলম্বনপূর্বক যে-যে স্থানে উহা দুমুল্য সেখানেও উহা যোগাইতে পারিলে, এবং মৎস্যপালন ও মৎস্যবিক্রয় সম্বন্ধেও ঐ প্রকার নানা উপায় অবলম্বন করিতে পারিলে, দেশের কল্যাণ ও উন্নতি হইতে পারে । বৈশাথের প্রবাসীর উদ্ভূত্ত ] উন্মত্ত ও অনুন্মত্ত হাতীর উপদ্রব অনেক খবরের কাগজে দেখিলাম, ত্রিপুরা-রাজ্যের খোয়াই অঞ্চলে একটা পাগলা হাতী পাচজন মানুষের প্রাণবধ করিয়াছে এবং তা ছাড়া ঘরবাড়ি ও শস্যও নষ্ট করিয়াছে। ইহা শোচনীয় সংবাদ । আর এক শোচনীয় সংবাদ রটিয়াছে, যে, ত্রিপুর জেলার হাসানাবাদ গ্রামে অতুল্মত্ত হাতী মামুষের ঘর ভাঙিয়াছে। এই সংবাদের সত্যত সম্বন্ধে অনুসন্ধান হওয়া উচিত। ইহা সত্য হইলে ইহার প্রতিকার হওয়া উচিত বৈশাখের প্রবাসীর উদ্ভূক্ত ] বাঙালী মুদ্রবিজ্ঞানবিদের সম্মান মৈমনসিংহের আনন্দমোহন কলেজের ইতিহাসাধ্যাপক শ্ৰীযুক্ত সুরেন্দ্রকিশোর চক্ৰবৰ্ত্তী ভারতীয় মুদ্রাতত্ত্ব বিষয়ে একটি পুস্তক লিখিয়া ভারতীয় মুদ্রাতত্ত্ব-সভার নেলসনরাইটু পুরস্কার পাইয়াছেন। [ বৈশাখের প্রবাসীর উদ্ভূক্ত ] বিজ্ঞপ্তি গত মাসের প্রবাসীতে (পৃঃ ১২ ) প্রকাশিত "ইঞ্জের রাজ্যাভিষেক" চিত্রটি জীঅসিতকুমার চট্টোপাধ্যায় কর্তৃক অঙ্কিত। BBBBBB BBBB BBBBBBBS BBB BB BBB BBBBB BB BBB BBB B BBBB