বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩২ ઉં i S99శు নিযুক্ত হইলেন। এ সময়ে প্রতাপের সহিত মিত্রত স্বত্রে আবদ্ধ সিরোহীরাজ রাও স্বরতান এবং জালোরপতি তাজ থা পাঠানও মোগলদের ব্যতিব্যস্ত করিয়া তুলিতেছিল। তাহাদের দমনের জন্ত তরক্ষন খ, রায় রায়সিংহ ও সৈয়দ হাশিম বাৰ্বহা নিযুক্ত হইল। ইডর, সিরোহী, ও জালোর পুনৰ্ব্বার বিজিত হইল বৃটে, কিন্তু মহারাণ। প্রতাপ দমিলেন না। রাজা ভগবানদাস ও কুতবউদ্দীন খ৷ কিছু দিন পাহাড়ে ফিরিলেন, কিন্তু প্রতাপের কোন সন্ধানই পাইলেন না । এবার রাজশ্যালক ভগবানদাস ও কুতবউদ্দীন খ তিরস্কৃত হইলেন এবং তঁহাদের কিছু দিনের জন্য দরবারে প্রবেশ নিষিদ্ধ হইল । * সম্রাটু অনেকটা হতাশ হইয়া বান্‌সওয়ারার দিকে চলিলেন, রাণীকে দমন করিবার জন্য বৈরাম খার পুত্র আবদুর রহিম ( খান-ই-খানান ), কাসিম খ। মীরবহর, রাজা ভগবানদাস ও কুমার মানসিংহ গোগুন্দর দিকে প্রেরিত হইলেন।ণু এইবার আরাবল্পী শৈলশৃঙ্গে মোগল ও শিশোদিয়া জীবন লইয়া লুকোচুরি খেলা আরম্ভ করিল। রাণ এক পাহাড়ে আছেন শুনিয়া মোগলেরা ঐ পাহাড় ঘিরিয়া ফেলিলে অন্যদিক হইতে রাণ আসিয়া তাহাদের পশ্চ{ং ভাগ আক্রমণ করেন—ব্যাপার এ রকমই কিছুদিন চলিল । মোগল সেনাপতির উত্যক্ত হইয়া উদয়পুর ও গোগুন্দ হইতে থানা উঠাইয়া লইল ; মোহীর থানাদার মুজাহিদ বেগ রাজপুতদের হাতে প্রাণত্যাগ করিল 4 রাজপুত ঐতিহাসিকেরা বলেন এই সময়ে কুমার অমরসিং একবার থান্‌থানান আবদুর রহিমের তাবু হঠাৎ আক্রমণ করিয়া তাহার স্ত্রীদের বন্দী করিয়াছিলেন। কিন্তু মহারাণ। প্রতাপ তাহাদিগকে মাতার মত যত্বে ও সসম্মানে মোগল শিবিরে পাঠাইয়া দেন। রাজপ্রশস্তিকার ইহার উল্লেখ করিয়া বলিয়াছেন ঃ

  • Ibid., p. 275.

+ Ibül.. p. 277. সাকবরনাম, তৃতীয় ভাগ, পূ: ৩•• । “অমরেশঃ খানখানাদারাণাং হুয়ণং ব্যধাৎ । হবাসিনীবৎসত্যেধ্য প্রেষয়ামাস তাঃ পুনঃ ॥* কোন সমসাময়িক ইতিহাসে ইহার উল্লেখ নাই। রাজপ্রশস্তিকার অনেক ভিত্তিশূন্ত গল্প লিথিয়াছেন ; সুতরাং ইহা কতদূর বিশ্বাস্য বলা যায় না। নিঃসন্দেহ এবারও মোগল-সৈন্য অকৃতকার্ষ্য হইয়া মেবারের পাৰ্ব্বত্য প্রদেশ হইতে প্রত্যাবৰ্ত্তন করিল। এক বৎসরের মধ্যে মহারাণা প্রতাপের বিরুদ্ধে তিনবার অভিযান করিয়াও মোগল-সৈন্য মেবার জয় করিতে পারিল না ; রাজা ভগবানদাস, মানসিংহ, আসফ খ। প্রভৃতি তিরস্কৃত ও দণ্ডিত হইলেন ; তবুও তাঁহাদের দ্বারা কার্য্যোদ্ধার হইল না | পর বৎসর অর্থাৎ ১৫৭৭ খৃষ্টাব্দের সেপ্টেম্বর মাসে সম্রাট আকবর আবার আজমীরে আসিয়া মহারাণাকে দমন করিবার জন্য বিরাট আয়োজন করিতে লাগিলেন । আবুল-ফজল লিখিয়াছেন,— *溫醬溫"器 Bhawant Das, Kunwar Man Singh, Payinda Khan Mughal...wer~ . . d - 1. 11. !i~ ·¥ to o carry out this great work. Slali Baz httan Mir Hakshi was ಶ್ಗಳ್ಗ ' ಕ್ಲಿಕ್ಗ iii. 307). ইহা হইতে বেশ বুঝা যায় মহারাণ। প্রতাপকে সম্রাট আকবর র্তাহার একাতপত্র প্রভুত্বের প্রধান অস্তরায় মনে করিতেন—এজন্য র্তাহাকে দমনের জন্য মোগল সম্রাটের বারংবার চেষ্টা । শাহবাজ নিজের নাম সার্থক করিবার জন্য বহু সৈন্য লইয়া প্রতাপের বাসস্থান কুন্তলমীর দুর্গ অবরোধ করিল। দুর্গের রসদ বন্ধ হওয়াতে মহারাণ প্রতাপ কুম্ভলমীর ত্যাগ করিয়া রাণপুরে আশ্রয় গ্রহণ করিলেন । দুর্ভাগ্যক্রমে একটা বড় তোপ ফাটিয়া যাওয়াতে দুর্গস্থ গোলা-বারুদ সমস্ত নষ্ট হইয়া গেল। দুর্গরক্ষক প্রতাপের মামা রাওভান সোনগর ভীষণ যুদ্ধ করিয়া সমস্ত অনুচরের সহিত নিহত হইলেন ; কুম্ভলমীর মোগলদের হস্তগত হইল ( ১৫৭৮

  • রাজপুতানেক ইতিহাসের ৩য় খণ্ড, ৭৫৪ পৃষ্ঠায় উদ্ধত । আকবরনামায় দেখিতে পাই ১৫৮৬ খৃঃ সিরোহীর কাছে একদিন থাস্থানান পুরস্ত্রীদের সঙ্গে লইয়া শিকারে গিয়াছিলেন। সেখানে উাহার একটা বিপদ হইয়াছিল,-স্ত্রীদের বন্দী হওয়ার কথা নাই। (Akbarnana, iii. 711).