বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধানাথ শিকদার শ্ৰীযোগেশচন্দ্র বাগল ছাত্র-জীবন রাধানাথ শিকদার ১২২০ সালের আশ্বিন মাসে ( অক্টোবর, ১৮১৩ ) কলিকাতা জোড়ার্লাকোর অন্তঃপাতী শিকদারপাড়ায় জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম তিতুরাম শিকদার। রাধানাথের দুই ভাই । অম্বুজ শ্রনাথও রাধানাথের মত অঙ্কশাস্ত্রে ব্যুৎপন্ন ছিলেন এবং জরিপবিভাগে কৰ্ম্ম করিয়া উন্নতি করিয়াছিলেন। রাধানাথ শৈশবে গুরুমহাশয়ের নিকট পাঠ সমাপন করিয়৷ ৪৮ নং চিৎপুর রোডে ফিরিঙ্গি কমল বস্থর স্কুলে কিছুকাল অধ্যয়ন করেন ; পরে ১৮২৪ সনে হিন্দু কলেজে নবম শ্রেণীতে ভৰ্ত্তি হন । রাধানাথ স্বীয় প্রতিভাবলে অল্পকালের মধ্যেই (১৮২৭ সনে) চতুর্থ শ্রেণীতে উঠিয়াছিলেন। এই সময়ে তিনি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নিকট ইংরেজী ভাষা অধ্যয়ন করেন। ডিরোজিও সাহেবের শিক্ষা রাধানাথের উপর বিশেষ প্রভাব বিস্তার করিয়াছিল। এ সম্বন্ধে রাধানাথ এই মৰ্ম্মে লিখিয়াছেন,— ডিরোজিও সাহেব দয়ালু ও স্নেহশীল শিক্ষক। বিদ্যাবত্তার অভিমান করিলেও তিনি তুবিদ্বান ছিলেন । তিনি প্রথমতঃ জ্ঞানলাভের উদেষ্ঠ সম্বন্ধে আমাদিগকে শিক্ষণ দিতেন। এ শিক্ষা অমূল্য। তাহার শিক্ষা-গুণে সাহিত্যিক বশের ত্যাকাঙক্ষা আমার মনে এমনভাবে নিবদ্ধ হইয়াছে যে, তাহা অদ্যপি আমার সকল কৰ্ম্মকে নিয়মিত ও অনুপ্রাণিত করিতেছে। উগ্ৰহীরই অধ্যক্ষতায় আমি দর্শনশাস্ত্র অধ্যয়ন করি। তাহার নিকট হইতে এরূপ কতকগুলি উদার ও নীতিমূলক ধারণ লাভ করিয়াছি যাহা চিরতরে আমার কার্য্যকে প্রভাবিত করিবে । বড়ই দুঃখের বিষয়, ভারতবর্ষের উন্নতির নানা জল্পনার মধ্যে ীেবনে পদার্পণ করিতেই মৃত্যু তাহাকে অপসারিত করিয়াছে। ইহা নিশ্চয় করিয়া বলিতে পারি যে, সত্যানুসন্ধিৎস এবং পাপের প্রতি ঘুণা—যাহ সমাজের শিক্ষিতদের মধ্যে এখন এত চলিত এবং যাহা ভারতবর্ষের হিতকর না হইয়া থাকিতে পারে না—এ সকলের মূলে একমাত্র তিনিই *

  • আৰ্য্যদর্শনে ( কাৰ্ত্তিক ১২৯১ ) উদ্ধত রাধানাথের আত্মকথার মৰ্ম্মানুবাদ । “শিবচন্দ্র দেব ও উtহার সহধৰ্ম্মিণা” পুস্তকেও এই অংশ উদ্ধৃত হইয়াছে।

হিন্দু কলেজে অধ্যয়নের শেষ তিন বৎসর ( ১৮২৯— ১৮৩১ ) রাধানাথ রস ও টাইটুলীর সাহেবের নিকট অধ্যয়ন করিয়াছিলেন। ১৮৩০ সন হইতে টাইট্রলার সাহেবের নিকট তিনি নিউটনের প্রিন্সিপিয়া প্রথম ভাগ অধ্যয়ন আরম্ভ করেন। হিন্দুদের মধ্যে রাধানাথ এবং রাজনারায়ণ বসাকই সর্বপ্রথম প্রিন্সিপিয়া অধ্যয়ন করেন । ৭ হিন্দু কলেজ ত্যাগের প্রাক্কালে রাধানাথ কলেজ কমিটির এইচ এইচ উইলসন, ডেভিড হেয়ার, রামকমল সেন, রসময় দত্ত প্রমুখ সভাগণের স্বাক্ষরিত যে প্রশংসাপত্র ( ১৮ই ফেব্রুয়ারি, ১৮৩২ ) লাভ করেন তাহ এখানে উল্লেখ-- যোগ্য,— রাধানাথ শিকদার এ্যাংলো ইণ্ডিয়ান কলেজে সাত বৎসর দশ মাস কাল অধ্যয়ন করিয়াছেন। প্রথম শ্রেণীতে পাঠ কালেই তিনি কলেজ ত্যাগ করেন। ইংরেজী ভাষা ও সাহিত্যে এবং সাধারণ বিষয়সমূহের মূল স্বত্রে তিনি যথেষ্ট ব্যুৎপত্তিলাভ করিয়াছেন। তাহার আচরণ খুবই সন্তোষজনক।” 8 ছাত্র-জীবনে রাধানাথের কৃতিত্ব হিন্দু কলেজে অধ্যয়নকালে রাধানাথ শিকদারের কৃতিত্বের কথা সমকালিক সংবাদ-পত্র হইতে আমি সংগ্ৰহ করিতে সমর্থ হইয়াছি। রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, হরচন্দ্র ঘোষ প্রভৃতি হিন্দু কলেজের উপরের শ্রেণীর ছাত্রগণ সুন্দর আবৃত্তি করিতে পারিতেন। কলেজের পুরস্কার-বিতরণী সভায় যে ইহারা আবৃত্তি করিতেন তাহা তৎকালিক সংবাদ পত্রে উল্লিখিত আছে। ১৮২৮ সনের ১২ই জানুয়ারি হিন্দু কলেজের পুরস্কার-বিতরণী সভায় রাধানাথ শিকদার “The First Scene of Venice Preserved” org

  1. The Hindoo Patriot May 23, 1870.

হিন্দু কলেজের অঙ্ক নাম। $ আৰ্য্যদর্শনে (কাৰ্ত্তিক ১২৯১ রাধানাথ শিকদারের ছাত্র-জীবনের কথা সম্যক্ বিবৃত হইয়াছে। so