পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পূজা శిలషి আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচন করচে গন্ধবারি । শুক্ল ত্রয়োদশীর রাত । মন্দিরে প্রথম প্রহরের শঙ্খ ঘণ্টা ভেরী পটহ বেজে গিয়েচে । তাজ চাদের উপরে একটা ঘোলা তাবরণ, জ্যোৎসু তাজি ঝাপসা.-— বাতাস রুদ্ধ,— আকাশে ধোয়া জমে আছে, দূরের গাছপালাগুলো যেন শঙ্কিত,— কুকুর অকারণে আৰ্ত্তনাদ করচে,— ঘোড়াগুলো কান খাড়া করে ডেকে উঠ চে কোন তালক্ষোর দিকে তাকিয়ে । হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নীচে– পাতালে দানবের ফোন রণদামাম। বাজিয়ে দিলে— গুর গুর গুরু গুরু | মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজতে লাগল প্রবল শব্দে । হাতী বাধা ছিল তারা বন্ধন ছি ড়ে গর্জন করতে করতে ছুটিল চারদিকে মাটিতে কাপন লেগে ঢেউ উঠল,— জনতার হাজার হাজার লোক দিশাহারা হয়ে তার্বস্বরে ছুটোছুটি বাধিয়ে দিলে চোখে তাদের ধর্ণধা লাগে, আত্মপরের ভেদ হারিয়ে কে কাকে দেয় দ’লে । মাটি ফেটে ফেটে ওঠে ধোয়া, ওঠে গরম জল ;– ভীম সরোবর দীঘির জল মুহূৰ্ত্তে বালির নীচে গেল শুষে । মন্দিরের ছাদে বাধা বড় ঘণ্টা তুলতে তুলতে বাজতে লাগল ঢং ঢং, আচমকা ধ্বনি থামল একটা ভেঙে পড়ার শব্দে । পুথিবী যখন স্তব্ধ হোলো পুর্ণপ্রায় চাদ তখন হেলেচে পশ্চিমের দিকে। আকাশে উঠচে জ্বলে-ওঠ কাণাৎগুলোর ধোয়ার কুণ্ডলী জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েচে । পরদিন আত্মীয়দের বিলাপে দিগ্বিদিক যখন শোকাৰ্ত্ত,— তখন রাজসৈনিকদল মন্দির ঘিরে দাড়াল, wo