বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাম্বিন R ভূপাল থেকে শাস্তিনিকেতনে ফিরে এসেচি। ফেরবার জন্যে মনটা উৎসুক হয়েছিল । যদিও আমার নামের সঙ্গে বেমিল হয় তবু এ কথা মানতে হবে আমি বৰ্ষাঋতুর কবি । আমার মনের পেয়ালায় এই ঋতুর সাকি যে রস ঢেলে দেন তার নাম দেওয়া যেতে পারে কাদম্বরী। রাজপ্রাসাদে ছিলুম দুটো দিন মাত্র। আরও দুই-এক জায়গায় যাবার সঙ্কল্প ছিল, আমার এবং তাদের সৌভাগ্যক্রমে, যাদের লক্ষ্য করে যাওয়া, তারা কেউ স্বস্থানে উপস্থিত ছিলেন না। সেটা উদ্বেতসাধনের পক্ষে ক্ষতিজনক কিন্তু মনের শাস্তির পক্ষে অমুকুল । নিজের মনকে নিয়ে খুব বেশি টানাটানি কোরো না । অপরাধ হয়েচে বলে সৰ্ব্বদা কল্পনা করাট কল্যাণকর নয়। নিজের প্রকৃতির সঙ্গে নিরস্তর বিরোধ ক’রে চিত্তকে মোচড় দিয়ে সাকিয়ে দেওয়া তার প্রতি অবিচার করা । বেশ সহজভাবে থাকতে চেষ্টা কর তাতে তোমার অন্তৰ্য্যামী প্রসন্নই হবেন । যে জিনিযটিকে আশ্রয় করলে তোমার তৃপ্তির পর্য্যাপ্তি হত বলে নিজেকে দুঃখ দিচ্চ, খুব সম্ভব সেটি তোমার স্থায়ী অবলম্বনের পক্ষে সঙ্কীর্ণ। তার প্রতি তোমার নিষ্ঠ সুদৃঢ় নয় বলে নিজের বুদ্ধিকে আজ নিন্দ করচ, তাই বলে নিজের বুদ্ধিকে খৰ্ব্ব করে যেখানে পত্রধারা A&S তোমাকে ধরে না সেইখানেই নিজেকে কোনোমতেই ধরানোকে তুমি অবশ্যকৰ্ত্তব্য মনে কোরো না। আমি যেগৃহে জন্মেচি সেখানকার ধৰ্ম্মেই দীক্ষা পেয়েছিলুম। সে ধৰ্ম্মও বিশুদ্ধ । কিন্তু আমার মন তার মাপে নিজেকে ছেটে নিতে কোনোমতেই রাজি ছিল না। তবু আমি এ নিয়ে টানা-হেঁচড়া না করে বেশ সহজ ভাবেই আপন প্রকৃতির পথে চলেছিলুম। সেই পথ ধরেই আজ আমি নিজের উপযোগী গম্যস্থানে পৌঁছেচি । এটাকে অপরাধ বলে মাথা খুড়ে মরিনে। দেবতা আমাদের সঙ্গে কেবলই লড়াই করবার জন্যেই লক্ষ্য ক’রে আছেন এটা সত্য নয়, অতএব একাদশীর দিনে অনর্থক নিজেকে পীড়ন না করলে ভক্তবৎসলের নির্দয় প্রবৃত্তির তৃপ্তি হবে না এটা মনে করা তার প্রতি অন্যায় অবিচার । তোমার পালে একদা আপনি বাতাস এসে লাগবে যদি বিশ্বাস করে পালটা মেলে রাথো। অগাধ জলে ঝাপ দিয়ে হাবুডবু খেয়ে মলেই যে পারে পৌছন যায় তা নয়, তলায় যাবার সম্ভাবনাই বেশি। ছোট চিঠি লিখব মনে করেছিলুম, তর্ক করব না এণ্ড ছিল সঙ্কল্প, দুটোই লঙ্ঘন করলুম। কিন্তু তা নিয়ে পরিতাপ করব না । ইতি ১ - শ্রাবণ ১৩৩৮ । | iti . "(" o - 8*1-.. منین ِ }} || li リーリ مهمانی:خی