বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ:ՏՆ S99áు আপনি আমায় দেবেন ? যদি কোনদিন যোগ্যতা অর্জন করে ফিরতে পারি তাহলেই আমার আর যা বলবার আছে তা বলব, এখন সে-সব কথা পাগলের প্রলাপ ছাড়া আর-কিছু বলে মনে হবে না।” যামিনী মাথাটা একটু অন্যদিকে ঘুরাইয়া অফুট কণ্ঠে বলিল, “আপনি নিজেকে অত ছোট করছেন কেন ? পৃথিবীতে টাকাই কি সব ? ধনীরাই কি সকল দিকে শ্রেষ্ঠ ?” প্রতাপ বলিল, “আমি শুধু যে দরিদ্র তা ত নয়, সকল দিক দিয়েই আমি অযোগ্য । কিন্তু সব বাধার উপরেও মানুষের চেষ্টা তাকে জয়ী করে তোলে। সেইটুকু করবার অধিকারই আমি আজ চাইতে এসেছি।” যামিনী অনেকক্ষণ চুপ করিয়া রহিল । তাহার পর বলিল, “আমি আপনাকে কোনো মানুষের চেয়ে একটুও ছোট মনে করি না। আপনার চেষ্টা কখনও বিফল হবে না।” প্রতাপ ইহার পর কি যে বলিবে ভাবিয়া পাইল না। যামিনী তাহার কথার খুব যে স্পষ্ট উত্তর দিল তাহ নয় কিন্তু আরো স্পষ্ট কথা দাবী করা কি তাহার উচিত ? যামিনী নিজেই বলিল, “আপনি কি এখনই কারো কাছে এ-সব কথা বলতে চান ?” |ట్రౌగ్గ్స প্রতাপ বুঝিল বিবাহের সম্ভাবনাটাকে যামিনী স্বীকার করিয়া লইতেছে। বলিল, “ন, আমার আত্মীয় বন্ধু কাউকে এখন আমি জানাতে চাই না । আপনার ম৷ বাবা কাউকে জানান কি কৰ্ত্তব্য ?” যামিনী আরক্ত মুখে বলিল, “থাকু এখন ।” ইহার পর দুই জনেই নীরবে বসিয়া রহিল। প্রতাপের আর-কিছু বলিবার সাহস হইল না । ধে-প্রেমের অসহ পুলকে তাহার শরীর-মন শিহরিয়া উঠিতেছিল, তাহার কণামাত্রও সে যামিনীর নিকট প্রকাশ করিতে পারিল না। যামিনী একটু যেন বিস্মিত হইল। কিন্তু ইহাই এখন শ্রেয় তাহা বুঝিল । অনেকক্ষণ নীরবে থাকার পর প্রতাপ উঠিয়া পড়িয়া বলিল, “আমি তবে আসি এখন ’ যামিনী জিজ্ঞাসা করিল, “খোকাকে পড়াতে আজ আসবেন না ?” প্রতাপ বলিল, “তার ত এখনও ঘণ্ট-দুই দেরি আছে। ততক্ষণ এখানে বসে থাকা কি ভাল দেখাবে ? বরং একটু ঘুরেই আসি।” যামিনী উঠিয়া পড়িয়া বলিল, “আচ্ছ।” ক্রমশঃ