পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার লোকনৃত্য ও লোকসঙ্গীত জাতীয় জীবনের পুনরুজ্জীবনের ও পুনর্গঠনের এই যুগে মানুষের প্রাণশক্তির সাধনার অপরিহার্য উপকরণগুলিকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিয়োজিত ক’রে নিতে হবে, নতুবা সম্পূর্ণ সফলতা লাভ করা অসম্ভব । কি শারীরিক ব্যায়ামঘটিত শক্তি ও স্বাস্থ্যের দিক দিয়, কি আত্মার আনন্দঘটিত মুক্তি ও তৃপ্তির দিক নয়, কি কল্পনাবৃত্তি ও ভাববৃত্তি উন্মেষ ও বিকাশের দিক দিয়া, কি সামাজিক ঐক্য-বিধানের দিক দিয়া, নৃত্য কলার ব্যাপকভাবে চর্চা যে মামুষের প্রাণশক্তির সাধনার একটি অপরিহার্ষ্য উপকরণ, তা পৃথিবীর প্রত্যেক জীবন্ত উন্নতিশীল জাতির পৃষ্ঠাস্ত হ’তে দেখা যায়। দুর্ভাগ্যবশতঃ আমাদের দেশের আধুনিক শিক্ষিতসম্প্রদায় এ দেশেরই প্রাচীন পরম্পরা গত নৃত্যের বহুব্যাপক প্রথাকে বিলাসিতীর ও দুর্নীতির গণ্ডীভূক্ত ক’রে নির্বাসিত ক’রে সমাজের জীবন থেকে বিতাড়িত করেছে। অথচ এই দেশেই একদিন নৃত্যকে কি শৈব কি বৈষ্ণব ধৰ্ম্মের সাধনার একটি প্রধান সোপান ব’লে গণ্য করা হয়েছিল । খাবার এই দেশেই হুদুর পল্লীগ্রামে বাংলার স্বকীয় সংকৃষ্টির ধ্বংসাবশেষ যাদের মধ্যে এখনও অল্পবিস্তর ভাবে বর্তমান আছে তাদের জীবনের এবং তাদের সামাজিক প্রথার ও ধৰ্ম্মপ্রণালীর সঙ্গে বিশুদ্ধ নৃত্যগীতের চর্চা আজও অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে। আমাদের আধুনিক শিকড়বিহীন শহুরে শিক্ষিত ও ভদ্রসমাজের সঙ্গে যে কেবল প্রাচীন বাংলার সংস্কৃষ্টির সহিত সম্পূর্ণ ছাড়াছাড়ি হয়ে পড়েছে তা নয়, তার সঙ্গে • لا- چه اند i শ্ৰীগুরুসদয় দত্ত সঙ্গে একদিকে পশ্চিম অঞ্চলের বাঈ খেমটা ইত্যাদি দুনীতিমূলক মজলিসী নৃত্যের ও থিয়েটারের কুৎসিত ইঙ্গিতমূলক নৃত্যের আমদানির ছড়াছড়ি হয়েছে এবং অপরদিকে আজকালকার পাশ্চাত্য জগৎ থেকে নৃত্যের সঙ্গে ধৰ্ম্মানুষ্ঠানের ও আধ্যাত্মিক ভাবের সম্পূর্ণ বিচ্ছেদময় মনোভাবের আমদানি হয়েছে। এর ফলে বাংলা দেশের আধুনিক শিক্ষিত ও ভদ্র সমাজে নৃত্যের স্থান অতি নিম্নস্তরে এসে পড়েছে ও নৃত্যকলা ঘৃণ্য বিবেচিত হ’য়ে কাঠি নৃত্য-বীরভূম কেবল যে জাতির ও ব্যক্তির সামাজিক ও আধ্যাত্মিক জীবন ও শিক্ষাক্ষেত্র থেকে নির্বাসিত হয়েছে তা নয় ;– বালকবালিকার দল—যারা অন্যান্য দেশে প্রতিনিয়ত নৃত্যের সহায়তায় দেহের বল, মনের স্ফূৰ্ত্তি ও প্রাণের আনন্দের সঞ্চার ক’রে আপন আপন জীবনে শক্তির ও আনন্দের ভিত্তিকে স্বৰূঢ় ক’রে জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে সহায়তা করবে—(যেমন অন্যান্য দেশে ক’রে থাকে )—তাদের জীবন থেকেও নৃত্যকে নিৰ্ব্বাসিত করা হয়েছে।