বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y\లి$ কোথাও বা প্রাচীর এমন বসিয়া গিয়াছে যে গাথুনির ইটের রেখাগুলি ঢেউ এর মত উচুনীচু হইয়া চলিয়াছে। उiहे भृशमहे ८करना शृश् नटे श्हेग्रा शाहेड ऊशनझे डांशांब्र ८मeग्रांन७जि रुंल्ला इं निग्न उब्रार्क कब्रिग्नौ नृउन १रश्द्र বড় চৌবাচ্চার উত্তর প্রাস্তের ধাপ জন্ত একটি উচ্চ ভিত্তি প্রস্তুত করা হইত। বন্যার আক্রমণের ভয় ইহাতে কম । কিন্তু প্রায়ই এই কৃত্রিম ভিত্তির ভিতর, বিশেবতঃ যেখানেই ভাঙা ইট ও ভাঙ বাসনের খোয়া ব্যবহৃত হইত, জল ঢুকিয়া পড়িত। শেষযুগের শহরে ইহা খুব দেখা যায়। মোহেন-জো-দাড়োবাসীরা কেবল শস্যক্ষেত্রের ধানের উপরে নির্ভর করিত মনে করিলে সিন্ধুনদের বাৎসরিক বস্থাগুলি দেবতার আশীৰ্ব্বাদ বলিয়াই মাথা পাতিয়া লওয়৷ চলিত। বানের জলে গম ও অন্যান্য শস্তের পক্ষে উৰ্ব্বর পলিমাটি আসিয়া পড়িত। কিন্তু ইহারা ষে ব্যবসায়ীও ছিল ইহাদের শীলই তাহার প্রমাণ ; বস্তার জলে কিছুকালের মত আটক পড়িলেও ইহাদের অত্যন্ত দুৰ্গতি হইত। যে সব বংগরে রক্ষার প্রকোপ অসাধারণ রূপে বাড়িত সে সব সময়ে স্বর্তমান শিকারপুর ও লারকানা শহরের S50శం ছাড়িয়া দিয়া অন্যত্র আশ্রয় লইতে বাধ্য হইত। এই প্রাচীন শহরের বসবাসের ধারার মধ্যে দুইবার যে ভাঙ্গন ধরার চিহ্ন দেখা যায়, তাহ সম্ভবত এইরূপ সাময়িক শহর ভ্যাগের জন্য। (কয়েকটা মাত্র বৎসরের মধ্যে এইরূপ প্রলয়বন্যায় বারংবার আবির্ভাবের আশঙ্কা মানুষের বাসভূমি পরিবর্তনের পক্ষে যথেষ্ট । ) মোহেন-জে+দাড়োর গলি ও বাড়ি নদীগর্ভ পরিবর্তিত হওয়াও ভাঙনের একটা কারণ হইতে পারে। এই ১৯২৭ খৃঃ অশ্বের গ্রীষ্মকালেও ত ধ্বংসস্তুপ হইতে চার মাইলের অধিক দূরস্থ নদী অকস্মাং তিন মাইল দূরে আসিয়া পড়ে। উর এবং অন্যান্য স্থমেরিয়ান শহরের এইরূপ ভাগ্যবিপৰ্য্যয়