বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8b" ఏ99āు বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি রহিয়াছেন । এতদ্ব্যতীত সমবায়ু স্বাস্থ্য সমিতির কার্য্যপরিচালনার জন্য উপযুক্ত ডাক্তারও রহিয়াছেন । এই সকল কারণে, বিশেষ অতিরিক্ত ব্যয় না করিয়াও প্রয়োজন-উপযোগী শিক্ষাদানের সুবিধা রহিয়াছে । ইহা অনুভব করিয়া মৌলবী আবুল হোসেন খান চৌধুরী মহোদয় ও বীরভূম জেলাবোর্ডের তৎকালীন চেয়ারম্যান রায়-বাহাদুর অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুরোধে আমরা বীরভূম জেলার শিক্ষকদের শিক্ষার ব্যবস্থা করি । এই সকল শিবিরে ব্ৰতীবালক সংগঠন, কুটারশিল্প, প্রাথমিক কৃষি ও পল্লীস্বাস্থ্য সম্বন্ধে বিশেষ মনোযোগ দেওয়া হয় । এই জেলার প্রায় সকল হাইস্কুল ও যাবতীয় মধ্য-ইংরেজী স্কুল হইতে শিক্ষকগণ প্রেরিত হন । অতঃপর বাংলার বিভিন্ন জেলা ও ভারতের অপরাপর প্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হইতে পল্লীসেবক তৈয়ার করিবার জন্য কৰ্ম্মী প্রেরিত হয় । যে-সকল প্রতিষ্ঠান হইতে কৰ্ম্মী প্রেরণ করা হইয়াছে তাহাদের নাম ও শিক্ষার্থীদের সংখ্য— ১ । ঢাকা বিশ্ববিদ্যালয় ২ । কলিকাত হিতসাধনমণ্ডলী ৩ । রাচি ব্রহ্মবিদ্যালয় ৪ । সরিষা রামকৃষ্ণ মিশন ৫ । প্রেম মহাবিদ্যালয়, কুন্দাবন ৬ । নওগ সমবায় সমিতি ৭ । জিয়াগঞ্জ সমবায় কেন্দ্রীয় কেশধ ৮। ভদ্রক (উড়িষ্কা) সমবায় কেন্দ্রীয় কোষ ৯ । নলহাটি থাদী আশ্রম ন ১০ । বালি শিশুবিদ্যালয় (হুগলী ) ১১ । বরোদা রাজ্য ১২ । কো-অপারেটিভ সেন্টাল ইউনিয়ান, হায়দ্রাবাদ ( দাক্ষিণাত ) > sy ১৩। ময়ূরভঞ্জ ষ্টেট v „ ১৪ । বঙ্গীয়শিক্ষ। বিভাগ * ני ১৫ । বিশ্বভারতী কো-অপারেটিভ সেন্টাল বান্ধ 2 & .. ১৬। বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ ૭૨ .. ১৭ তাঙ্কাপ্ত কৰ্ম্মী సెళె , ১৮। ত্রিপুর করদরাজ্য > , ভবিষ্যৎ পরিকল্পনা ডেনমার্কের মত ক্ষুদ্র দেশে বয়স্ক কৃষক যুবকদের from ww oftoff footto (folk high schools) রহিয়াছে। যে-সময় বরফের জন্য চাষবাস বন্ধ থাকে, তখন এই সকল কেন্দ্রে বয়স্ক কৃষকগণ বৎসরে পাচ মাসের জন্য জ্ঞানলাভ করিতে আসে । এই সকল বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষকগণের নিকট হইতে কৃষিপ্রধান ডেনমার্কের অর্থনীতি ও সামাজিক আদর্শ সম্বন্ধে নূতন ভাবধারায় অকুপ্রাণিত হইয়া তাহারা গ্রামে প্রত্যাবর্তন করে । ডেনমার্কের এই সকল লোক-শিক্ষায়তনে যে-সকল দেশহিতৈষী নিষ্ঠাবান কৰ্ম্মী তৈয়ার হইয়াছে তাহারাই আঞ্জ ড্যানিস পালামেন্টের এবং ডেনমার্কের যাবতীয় সমবায়-প্রতিষ্ঠানের পরিচালক । ডেনমার্কের পন্থা অনুসরণ করিয়া যুগশ্লাভিয়ার নবগঠিত জাতিও বয়স্ক কৃষকদের জন্য প্রতি জেলায় গ্রীষ্মfool-faqiā (summer schools) ston of stoo গত কয়েক বৎসরে শ্রীনিকেতন শিক্ষা-শিবিরের অভিজ্ঞতা হইতে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে যে যুগশ্লাভিয়া ও ডেনমার্কের দ্যায় আমাদের দেশেও কৃষকদের জন্ত শিক্ষায়ুতন গড়িয়া তোলা উচিত। আমাদের দেশের সমস্যা উক্ত দেশগুলি হইতে যদিও স্বতন্ত্র, কিন্তু এই কৃষিপ্রধান দেশে বয়স্ক কৃষক যুবকদের জন্য উক্ত প্রকারের শিক্ষায়তনের বিশেষ অবিশ্বকত রহিয়াছে । শ্ৰীনিকেতনে অল্প ব্যয়ে এইরূপ শিক্ষায়তন গড়িয়া তুলিবার যে সুযোগ রহিয়াছে বাংলাব অন্যত্র তাহা নাই। কারণ রবীন্দ্রনাথ বহুদিবসের চেষ্টায় পল্লীসমস্যা সমাধানের জন্য এখানে একটি কেন্দ্র প্রস্তুত করিয়াছেন। তথায় কৃষি, গো-পালন, পক্ষীপালন, স্বাস্থ্যোন্নতি, পল্লীশিল্প, পল্লীর অর্থনীতি (rural economics), পল্লীশিক্ষা ইত্যাদি সম্বন্ধে বিশেষজ্ঞ রহিয়াছেন । ইহাদের সহযোগিতায় অল্প ব্যয়ে ডেনমার্কের স্বায়ু কৃষকদেয় শিক্ষার জন্য শিক্ষায়তনের ব্যবস্থা করিতে পারি । তাহাতে কৃষকগণ বৎসরে চারি মাসের জন্তু শিক্ষা লাভ করিবে । যাহারা অন্ততঃ উচ্চ প্রাইমারী পৰ্য্যন্ত বাংলা পড়িয়াছে এবং যাহাদের অনূ্যন ৫০ বিঘার উদ্ধ জমি আছে অর্থাৎ বৎসরের আহারের সংস্থান আছে এইরূপ কৃষক যুবকদিগকে শিক্ষার জন্য আহবান করিতে হইবে । প্রথমে কয়েক বৎসরের জন্য ছাত্রদের আহারাদির