বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bሙ®8 S99:ు যে প্রত্যেক ভারতবাসীর স্বাস্থ্য ও সম্পদ দেশের নদীবিস্তারের উপর প্রধানতঃ নির্ভর করে এবং এই জন্যই এ দেশের অধিকাংশ নদী দেবতাস্বরূপে পূজিত হয় । বাংলা দেশের পক্ষে এ কথা বিশেষরূপে সত্য। অতএব বাংলা দেশকে রক্ষা করিতে হইলে ইহার নদীগুলিকে উদ্ধার করিতে হইবে। ভগীরথের প্রদর্শিত পথাবলম্বনে বঙ্গবাসী কি পুনরায় শস্থনিনাদ সহকারে নদীগুলিকে পূর্ণপ্রবাহিত করিয়া দেশের শুঙ্খল-মোচন করিবেন না ? প্রেম নাই শ্ৰীবিমল মিত্র দোকানে বসিয়া রামায়ণ পড়িতে পড়িতে তারিণী একএকবার বাহিরের পানে তাকাইয়া দেখিতেছে। দূর হোক ছাই—শেষ-বয়সে ছেলেটার জন্য ধৰ্ম্মে মন দিবারও উপায় নাই । তারিণী সোজা হইয়া বসিল । নিরু-বে। ত কতদিন আগে চলিয়া গিয়াছে— আজকাল তাহাকে আর তারিণীর মনেও পড়ে না । কিন্তু একটি ছেলে, তা-ও কি মামুষের মত মানুষ ! উত্তর পাড়ার পথ দোকানের পিছন দিক হইতে ঘুরিয়া আসিয়া সম্মুখ দিয়া পূৰ্ব্ব দিকে চলিয়া গিয়াছে। পথের উপয় কাহার পদ-শব্দ হইল ; চশমার ভিতর দিয়া বেশ ভাল করিয়া নজর করিয়া তারিণী চাহিয়া দেখিল । —কে যায় গো, মুকুন্দ নাকি ? মুকুন্দ সে নয়, যাইতেছিল সদানন্দ । হাসিয়া সদানন্দ বলিল—নজর তোমার একদম গেছে যে তারিণী দা—কোলকাতায় যাও না কেন ? তারিণী হাসিল—যাবার সময়ই বটে রে দাদা ! সদানন্দ বলিল—বুঝলে তারিণীদা আমার মামার বাড়িতে—ওই যে তোমার ছোট রেলে চড়ে যেতে হয় না --সেথেনে, আমার মেসোর—কি বলব তোমায়—আমার মেসোর চোক দুটে ধবধবে সাদা মেরে গিয়েছিল—ঠিক এইরকম—দেখ তারিণীদ-এই দেখ– তারিণী দেখিল না ; বলিল—সে কথা যাকু গে, একটা কথা বলবি সদা— ঠিক বলবি—ঠি—ক ? একেবারে কাটায় কাটায়—একটুও মিথ্যে না-বলবি ত ? সদানন্দ অসহিষ্ণু হইয়া উঠিল। -दि-दल न ! তারিণী বলিল-আগে বল—সত্যি বলবি—মঙ্গলচণ্ডীর দিকে মুখ ক’রে বলু— সদানন্দ তখন রাগিয়া উঠিয়াছে ; রাগিবারই কথা। এমন করিয়া দাড় করাইয় তাহার মুখ দিয়া যে কি বলাইয়া লইবে তাহ সে অনুমানও করিতে পারিল না । —কি বলবে বল না ছাই–ভুলুদের খাসীটা কে চুরি করেছে—তাই ? আমি তার কি জানি–দিব্যি গেলে বলতে পারি— তারিণী হাসিয়া বলিল—না রে, সে কথা নয় । বলছিলাম কি— সদানন্দ এবার চলিয়া যাইবার ভাণ করিল—তবে এই চাললাম, জালাতন করলে দেখছি—যা বলবে— বল নী বাপ করে— তারিণী এবার আরম্ভ করিল—দেখ, সদা, জয় ত তোদের সঙ্গেই মিশত, তোরাই হ’লি তার মিতে সাঙাং সব—সতি ক’রে বল দিকিন কোথায় সে আছে লুকিয়ে, ঠিক বলবি-আমি কিছু বলব না, বকব না, হাতটি তুলব না পৰ্য্যস্ত-এবার যত খুশী তামাক খাক, আড়া দিক, আলসে হয়ে বসে থাকৃ-আমি এই তোদের সামনে