বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उछाऽवतः। बचकgखम्ल जैकथं V86. e GBeoo Doooo MGrooo Roeoo ৯ এmশ্যক ৰংগৰু = ১৮৬ees anই লক্ষত্ৰ-মগুলের মানচিত্র । t i:ılat-tir: Systerıı ) আবৰ্ত্তনকাল সমান হইয়। গিয়াছে তাহাতে সন্দেহ নাই । আমাদের পৃথিবী ও চন্দ্রের মধ্যে এই একই প্রক্রিয়া । পৃথিবীকে একবার প্রদক্ষিণ করিতে চন্দ্রের আজ প্রায় সাতাশ দিন লাগে, ঠিক এই সময়ের মধ্যে চন্দ্র নিজে গু একবার আবৰ্ত্তিত হইয় থাকে। চন্দ্রের আবৰ্ত্তনকাল ৪ প্রদক্ষিণকাল এক হইয়াছে বলিয়াই আজ চন্দ্রের কেবল এক পাশ্বই আমরা দেখিতে পাই। পৃথিবী ও চন্দ্রের মপো এখনও জোয়ার-ভাটা চলিতেছে—পৃথিবীর আবৰ্ত্তন জোয়ারের চাপে ক্রমশ কমিতেছে। ভবিষ্যতে এমন একদিন আসিবে স্পন পুথিবীর আবর্তনকাল ও চক্সের প্রদক্ষিণকাল সমান হইয়া সাতচল্লিশ দিনে পরিণত হইবে । পুথিবীর একাঙ্গের মাস্থ্য তখন কোনও কালেই চাদের মুখ দেখিবে না । গণিতজ্ঞ বলেন, পাচ শত কোটি বৎসর পরে এইরূপ কাণ্ড একদিন ঘটিবে । যুগল-নক্ষত্রের বিবর্তনে আরও একটি শক্তি কাৰ্যা করিতেছে, এ-বিষয়ের উল্লেখ প্রয়োজন । ইহার ফলেও যুগল-নক্ষত্রের পরস্পরের ব্যবধান ক্রমশ বাড়িয়া চলিয়াছে। বিজ্ঞানের সিদ্ধাস্ত এই যে, জড়ে ও আলোকে মূলগত কোন প্রভেদ নাই—প্রতি ভাস্বর বস্তুই আলোক বিকীরণ করিয়া ক্ষয়প্রাপ্ত হয়। সেইজন্তই কোটি কোটি বৎসর আলোক-বিকীরণের ফলে যুগল-নক্ষত্রের ভার যে ক্রমেই কমিয়া আসিতেছে তাহাতে সন্দেছ নাই। ইহার ফলে পরস্পরের আকর্ষণ কমিয়া যাওয়ায় নক্ষত্র-যুগলের মধ্যে ক্রমশঃ ছাড়াছাড়ি হইতেছে। বিবৰ্ত্তনের ইতিহাসে যুগল-নক্ষত্রেরও আবার খণ্ডিত হইবার আশঙ্ক। আছে । আকাশের স্থানে স্থানে যে তিন চারিটি নক্ষত্র একত্র wেপিতে পাওয়া গায়, তাহার এই যুগল নক্ষত্র চইস্তেই জন্ম লইয়াছে । এইবার জ্যোতিষ্কমণ্ডলে নক্ষত্রের সংস্থান ও সমাবেশের সংক্ষিপ্ত আলোচনার উত্থাপনমা করিখ । বহু বৎসর পুৰ্ব্বে বিপাত জ্যোতিৰ্ব্বিং উইলিয়ম হা৭েল ৪ তাহার পুত্র আকাশে মক্ষ রাঞ্জির এক আশ্চযা সমাবেশ লক্ষ্য করিয়াছিলেন । নক্ষ গ্রাজি যেন ছায়াপথের দুই পাশ্বে বিস্তস্ত । ছায়াপথেই নক্ষত্রের সংগ৷ সৰ্ব্বাপেক্ষ অধিক, তাহার দুই দিকে নক্ষত্র-সংখ্যা সমানভাবে ক্রমশ কমিয়া আসিলাছে । হাশেল সিদ্ধান্ত করিয়াছিলেন co, so losolsoi ( galactic system ) oscow প্রায় কেন্দ্র করিয়া সকল নক্ষত্রের সমাবেশ । কেজস্থলে নক্ষত্রের সংখ্য অত্যন্ত অধিক এবং কেন্দ্র হইতে যতদূরে অগ্রসর হওয়া যাধু, নক্ষত্রের সংখ্যা সেই পরিমাণে কমিতে থাকে । ছায়াপথের দিকে এই নক্ষত্রমণ্ডল স্থদুর বিস্তুত এবং ইহার অহপাশ্বদিক (transverse side ) or's ol. 1 ( fēš qaqī ) নক্ষত্রমণ্ডলটি দেখিতে ধেন অনেকট। ভাত-ঘড়ির মত গোল অথচ চ্যাপ্টা। অন্য সকল দিকের তুলনায় ছায়াপথের দিকেই সেজন্য নক্ষত্ৰ-সংগ্য৷ সৰ্ব্বাপেক্ষা অধিক । নক্ষত্রের এইরূপ সমাবেশ কল্পনা করিলে আকাশে নক্ষত্ররাজি কি ভাবে প্রতীয়মান হুইবে তাহ। এইচ

  • Sagittarius-মণ্ডলই এই নক্ষত্রমণ্ডলের (tiala-tie: sysleni) কেন্দ্র-ইহাই আধুনিক সিদ্ধান্ত ।