পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাত্র তাহা সত্বেও যে বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যুদিবস লোকে छूजिब्रा शाञ्च नांदे, देश थांश्नांटनब्र विषञ्च । डिनि নানা মহৎ ও সৎকার্ঘ্যের জন্ত প্রাতঃস্মরণীয়। হিন্দুসমাজে বিধবাবিবাহের পুনঃপ্রবর্তন তিনি করিয়াছিলেন। তাহার জীবিতকাল অপেক্ষা এখন বঙ্গের অনেক জেলায় হিন্দুসমাজে বিধবাবিবাহ অনেক বেশী হইতেছে । আরও বেশী হওয়া উচিত। যে-সকল বালিকা বিধবা হয়, তাহাদের সকলেরই বিবাহ দেওয়া উচিত। যাহারা তাহাদের চেয়ে অধিক বয়সে বিধবা হয়, তাহাঁদেরও বিবাহ করিবার ইচ্ছা ও প্রয়োজন থাকিলে এবং বিবাহার্গ পাত্র পাওয়া গেলে তাহীদেরও বিবাহ দেওয়া কৰ্ত্তব্য । বিদ্যাসাগর মহাশয় স্ত্রীশিক্ষার বিশেষ পক্ষপাতী ছিলেন এবং বঙ্গে নানাস্থানে অনেক বালিকা-বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন। এখন স্ত্রীশিক্ষার বিস্তারও আগেকার চেয়ে বেশী হইতেছে। স্বরেন্দ্রনাথের স্মৃতিসভা বঙ্গের ও ভারতবধের রাজনৈতিক জাগরণের জঙ্গ স্বরেন্দ্রনাথ স্মরণীয় হইয়া থাকিবেন। এ বৎসর আলবার্ট হলে তাহার স্মৃতিসভায় সভাপতিরূপে আমি এই মৰ্ম্মের কথা বলিয়াছিলাম, যে, অন্তান্ত বৎসর এরূপ সভার কোন বিজ্ঞাপন বা চিঠি না পাওয়ায় আমার ধারণা হইয়াছিল, যে, উদ্যোক্তারা উদারনৈতিক বা মডারেট ছাড়া অন্ত কাহাকেও নিমন্ত্রণ করেন না, এখন সেরূপ বিজ্ঞাপন পাওয়ায় সভায় যোগ দিয়াছি ; রাজনৈতিক মতনির্বিশেষে সকলেরই নিমন্ত্রণ হওয়া উচিত। আমার এই কথাগুলি দৈনিক কাগজে বাহির হইয়াছে। সভাণ্ডজের পূর্বই উহার অন্যতম উদ্যোক্ত অধ্যাপক নিবারণচন্দ্র রায় আমাকে জানান, যে, প্রতিবৎসরই সকলকেই আহবান করা হয়, এবং আমি ষে ইতিপূৰ্ব্বে আহবান পাই নাই, তাহা আকস্মিক । ইহা অবগত হইয়া আমি সভাভজের পূৰ্ব্বে তাহা সভাস্থ সকলকে জানাইয়াছিলাম। সম্ভবতঃ তখন দৈনিক কাগজগুলির রিপোর্টারের চলিয়া যাওয়ায় আমার শেষের এই কথাগুলি कांग्रेट्ब दोब्रि छ्क्क नारे । बिबेिष Gयंजत्र-विश्वडांब्रडौ-जश्यांग ৭২৫ চিন্তামণি চট্টোপাধ্যায় ৭২ বৎসর বয়সে সম্প্রতি চিন্তামণি চট্টোপাধ্যায় गइवटङ्गग्न श्रृङ्गा इहेब्राप्छ । डिनि थोनिधूम्न छक्क আদালতের উকীল ছিলেন। আদি ব্রাহ্ম সমাজের অন্ততম আচার্ষ্য বলিয়াই তিনি অধিকতর পরিচিত ছিলেন। তিনি কয়েক বৎসর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকতা করেন এবং তাঁহাতে অনেক প্রবন্ধ লিখিয়াছিলেন। প্রবাসী, প্রকৃতি, স্বপ্রভাত ও সম্মিলনীতেও উfহার লেখা বাহির হইয়াছিল। দুর্গাদাস লাহিড়ী বাঙালী শিক্ষিত সমাজে দুর্গাদাস লাহিড়ী মহাশয় প্রধানতঃ বেদের অতুবাদক এবং “পুথিবীর ইতিহাস" গ্রন্থের লেখক বলিয়া পরিচিত । তিনি আরও অনেক বহি লিখিয়াছিলেন, “অনুসন্ধান” পত্র তিনি ১২৯৪ সালে প্রকাশ করেন। উহা প্রায় ১৮ বৎসর চলিয়াছিল । সম্প্রতি প্রায় আশী বৎসর বয়সে তাহার মৃত্যু হইয়াছে। বিশ্বভারতী-সংবাদ গত জুলাই মাস হইতে বিশ্বভারতী সম্বন্ধে নানা সংবাদ দিবার জগু ইংরেজীতে “বিশ্বভারতী নিউল" নামক একটি মাসিক সংবাদপত্র শাস্তিনিকেতন হইতে বাহির হইতেছে। বার্ষিক মূল্য ডাকমাণ্ডল সমেত এক টাকা। এরূপ একটি পত্রিকার প্রয়োজন ছিল । পূৰ্ব্বে শাস্তিনিকেতন পত্রিকায় এইরূপ সংবাদ থাঙ্কিত । তাহা অনেক বৎসর হইল উঠিয়া গিয়াছে। বিশ্বভারতী নিউসে ছোট ছোট প্রবন্ধও আছে। জুলাই সংখ্যায় ডাক্তার টিম্বাসের লেখা গ্রামের স্বাস্থ্যবিধান পদ্ধতি সম্বন্ধীয় প্রবন্ধটি গ্রামহিতৈষীদের কাজে লাগিবে। একটি সংবাদে দেখিলাম, ময়ুরভঞ্জ রাজ্য আট জন শিক্ষার্থীকে শ্ৰীনিকেতনে পাঠাইয়াছেন। তাহারা সেখানে 5tfF foi «frgi Hartą (Co-operation ) nqa গ্রাম-পুনর্গঠন সম্বন্ধে প্রয়োজনীয় শিক্ষা লাভ করিবেন। ময়ুরভঞ্জ রাজ্যের এই উদ্যোগিতা প্রশংসনীয়। ইহা প্রনিকেতনের কৃতিত্বেরও পরিচায়ক।