বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পূজা ՊՒՖ অমাবস্ত পার হয়ে শুক্লপক্ষ আবার এল । অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয়, পাথর তার সাড়া দিতে থাকে । কাছে দাড়িয়ে থাকে প্রস্তরী পাছে মাধব চোখের বাধন খোলে । পণ্ডিত এসে বললে, “একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ । কাজ কি শেষ হলে তার পূৰ্ব্বে ?” মাধব প্রণাম করে বললে, “আমি কে যে তার উত্তর দেশ ? কুপ যখন হবে সংবাদ পাঠাব যথাসময়ে, ভার অাগে এলে ব্যাঘাত হবে, বিলম্ব ঘটলে ।” ষষ্ঠ গেল, সপ্তমী পেরোলো, মন্দিরের দ্বার দিয়ে চাদের আলো এসে পড়ে মাধবের শুক্রকেশে । স্বৰ্য্য অস্ত গেল, পাণ্ডুর আকাশে উঠল একাদশীর চাদ । মাধব দীর্ঘনিঃশ্বাস ফেলে বললে, “যাও প্রহরী, সংবাদ দিয়ে এসে গে মাধবের কাজ শেষ হল আজ । লগ্ন যেন বয়ে না যায় ।” প্রহরী গেল । মাধব খুলে ফেললে চোখের বন্ধন । তখন মুক্ত দ্বার দিয়ে একাদশী চাদের পূর্ণ আলে। পড়েচে দেবমূৰ্ত্তির উপরে। মাধব হাটু গেড়ে বসল দুই হাত জোড় ক’রে, একদুষ্টে চেয়ে রইল দেবতার মুখে চোখ দিয়ে জল পড়তে লাগল । আজ হাজার বছরের ক্ষুধিত দেখা দেবতার সঙ্গে ভক্তের । রাজা প্রবেশ করলেন মন্দিরে । মাধব তখন তার মাথা নত করেচে বেদীমূলে । রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হল সেই মাথ, দেবতার পায়ে এই প্রথম পুজা, এই শেষ প্রণাম ॥ শাভিনিকেতন s९ई जांनडे sae३,