পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s মহত্তর ভারত ঐ রামানন্দ চট্টোপাধ্যায় - ইংরেজীতে “গ্রেটার ব্রিটেন্‌” বলিয়া একটা কথা চলিত আছে। পৃথিবীর যে সব দেশে ইংরেজরা উপনিবেশ । স্থাপন করিয়া সেগুলিকে আপনাদের দেশ করিয়া লইয়াছে, এবং তাহার মধ্যে যে-সব দেশ এখনও ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত আছে, সাধারণতঃ সেইসকল দেশের সমষ্টির নাম গ্রেটার ব্রিটেন। ইংরেজী গ্রেট শব্দটির মানে মহৎও হয়, বৃহৎও হয়। গ্রেটার ব্রিটেনের অর্থ স্বতরাং বৃহত্তর ব্রিটেন কিম্বা মহত্তর ব্রিটেন দুই-ই হইতে পারে। বৃহত্তর ব্রিটেন অর্থেই সম্ভবতঃ ইহা ব্যবহৃত হইয়া থাকে। কারণ * ইংরেজর। এ-পর্যন্ত যে-সব দেশে গিয়া তথায় পুরুষাছুক্রমে বসবাস করিতেছে, সেইসকল দেশের লোকেরা সমষ্টিগতভাবে এ-পর্য্যন্ত মামুষের কোনপ্রকার ভাব চিন্তা ও কর্শ্বের ক্ষেত্রে এমন-কিছু করে নাই, যাহা ইংলণ্ডবাসী ইংরেজদের কোন কীৰ্ত্তি অপেক্ষ মহত্তর ; ব্রিটিশ উপনিবেশগুলির কোন মানুষও কোনও কাৰ্য্যক্ষেত্রে ব্যক্তিগতভাবে এমনকিছু করেন নাই, যাহা সেই কাৰ্য্যক্ষেত্রে ইংলণ্ডবাসী ইংরেজদের কীৰ্ত্তি অপেক্ষ মহত্তর । অথবা অন্ত প্রকারে বলিতে গেলে বলা যায়, উপনিবেশগুলির দ্বারা ইংরেজ छाठिन्न भइस्त्र ब| ८ोब्रब शूकि श्राद्ध नाहे ; बग्न९ उाइब्र এ-পর্ব্যস্ত ইংরেজদের আগৌরবেরই কারণ হইয়া আছে । ইংরেজদের উপনিবেশগুলির আয়তন ইংলও অপেক্ষা বড়। এইজন্ত তাহাদিগকে বৃহত্তর-ব্রিটেন বলা যাইতে পারে। আমেরিকার ইউনাইটেড ষ্টেটুস আগে ব্রিটিশ উপনিবেশ ছিল। পরে ঐ রাষ্ট্রগুলি বিস্রোহ করিয়া স্বাধীন হয়, এবং ইউনাটেড ষ্টেটুস নামক সাধারণতন্ত্রে আপনাদিগকে পরিণত করে। ইউনাইটেড ষ্টেটুসকে দুই-একটি বিষয়ে ইংলও অপেক্ষ মহত্তর বলা যাইতে পারে। যেমন রাষ্ট্রনীতিক্ষেত্রে ইংলণ্ডে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের সমকক্ষ বা তাহা অপেক্ষ মহত্তর কোন লোক জন্মগ্রহণ कप्इन नारै । किरू इंफेनार्कछ dहेहेन् चांशैम इहेश যাওয়ায় উহাকে আর গ্রেটার ব্রিটেনের অন্তভূর্ত বলা চলে না । আধুনিক কালে ও মধ্যযুগে যেমন ইংলণ্ড, ফ্রান্স , স্পেন, প্রভৃতির সভ্যতা নানা দেশে বিস্তৃত হয়, প্রাচীনকালে তেমনি ভারতবর্ষের ও গ্রীসের সভ্যত নানা দেশে বিস্তার ठीनत्व बङबू वविद्र লাভ করিয়াছিল। আধুনিক প্রাচীন ইউরোপীয় সভ্যতার বিস্তার ও প্রাচীন ভারতবীয় সভ্যতার বিস্তারের প্রণালী ও প্রকৃতিতে প্রধানতঃ একটি প্রভেদ লক্ষিত হয় । ইউরোপীয় সভ্যতার বিস্তার প্রধানতঃ রাজ্যবৃদ্ধি ও ধনলাভের চেষ্টাৰু, পরোক্ষ ফল। এই চেষ্টা করিতে গিয়া ইউরোপীয়ের অনেক,