পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8b প্রবাসী - আষাঢ়, లిలిషి [ ২৫শ ভাগ, ১ম খণ্ড বঙ্গদেশ হইতে আসিয়া নাদন গ্রামকে স্বীয় কৰ্ম্মকেন্দ্র করিয়া তাছার চতুষ্পাশ্ববর্তী ভূসম্পত্তি অধিকার করিতেকরিতে ক্রমে বিস্তৃত জমিদারি করিয়া ফেলেন । রামমোহন বাবুর আদিবাস ছিল চন্দ্রনগর। র্তাহার পোষ্যপুত্র রামরতন, (সাধারণতঃ রতন নিয়োগী নামে পরিচিত ) অতিশয় দুর্দান্ত এবং প্রতাপশালী ছিলেন। কিন্তু তিনিই সেই সমস্ত ভূসম্পত্তি নষ্ট করেন। এক্ষণে কয়েকটি নারিকেল বৃক্ষ ব্যতীত তাহার ভিটার কোনো চিহ্নই নাই । প্রায় ৮৪৮৫ বৎসর পূৰ্ব্বে স্থানীয় জজ আদালতের প্রবীণ উকীল প্রত্নতৃত্বাতুরাগী শ্ৰীযুক্ত রামলাল সিংহের পিতামহু vহরচন্দ্র সিংহ মহাশয় বারাসত হইতে আসিয়া পাটনা কমিশনর অফিসের একাউণ্টণ্ট হন এবং মোরাদপুরে ভদ্রাসন নিৰ্মাণ করিয়া স্থায়ী বাস স্থাপন করেন। মোরাদপুর পল্লী বাকীপুরের বাঙ্গালীদের একটি প্রধান উপনিবেশ স্থল ৷ eহরচন্দ্র বাবুর পুত্র স্বৰ্গীয় বাবু ঈশানচন্দ্র সিংহ পারস্ত ভাষায় স্থপণ্ডিত ছিলেন। তিনি ছোটো আদালতের দপ্তরে হেড ক্লার্কের কৰ্ম্ম করিতেন । তাহাকে পারস্ত ভাষায় কাগজপত্র ইংরেজীতে এবং ইংরেজী হইতে পারস্য ভাষায় অম্বুবাদ করিতে হইত। রামলাল-বাবু পিতার অধ্যয়ন-পুঙ্গ এবং সাহিত্যামুরাগ উত্তরাধিকারসূত্রে লাভ করিয়াছেন। তাহার অদ্ভূত স্থতিশক্তি, ইতিহাস-জ্ঞান, পুরাতত্বাস্থসন্ধান, সাহিত্যাকুরাগ এবং প্রৌঢ় বয়সে যৌবনের উদ্যম অতিশয় প্রশংসনীয় এবং পুংপীয়। সিংহ-মহাশয় বিহারের নানা স্থান হইতে প্রাপ্ত বিভিন্ন যুগের পুর-শ্রব্য ও পুরাতত্ব সংস্থষ্ট ইষ্টক ও মূল্যবান পাষাণখও সংগ্ৰহ করিয়া রাখিয়াছেন। তাহার গৃহ বহুদিন হইতে সাহিত্যিকগণের সমাগমস্থান এবং সাহিত্যালোচনার একটি কেন্দ্র হইয়া আছে। স্বনামখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র মহাশয় তাহার বাড়ীতে অবস্থান করিয়া "কমলে কামিনী’ নাটকের অনেকাংশ লিখিয়াছিলেন। মিত্ৰমহাশয়ের ব্যবহৃত টেবিল-চেয়ার, মলাধার প্রভৃতি এখানে অতিযত্বে রক্ষিত হইতেছে । সময়-সময় নবীন পণ্ডিত মহাশয়, কবিবর ডি, এল, রায়-প্রমুখ প্রসিদ্ধ সাহিত্যিকগণ সিংহ মহাশয়ের বৈঠকখানা-বাড়ীতে আসিয়া বাস করিতেন এবং সাহিত্যালোচনায় অতিবাহিত করিতেন। রামলাল বাৰু আদালতের কৰ্ম্ম ব্যতীত যাবতীয় কল্যাণকর অনুষ্ঠানে যোগদান করিয়া থাকেন এবং ইতিহাস-চর্চায় ও সাহিত্যসেবায় আনন্দাচুভব করেন। তাহার লিখিত “জগৎ শেঠ” এবং “রাজগৃহ” ভারতবর্ষ এবং নব্যভারতের পাঠকের নিকট অবিদিত নাই। পাটনার ঔপনিবেশিক ও প্রবাসী বাঙ্গালীদের তথ্য-সংগ্ৰহ-কাৰ্য্যে সাহায্য করিয়া এবং এই ইতিহাস-প্রসিদ্ধ স্থানের নানা দর্শনীয় স্থান ও বস্তু প্রদর্শন করিবার কষ্ট স্বীকার করিয়া তিনি লেখককে চিরকৃতজ্ঞতাপাশে বদ্ধ করিয়াছেন । পাটনা মিউজিয়ামের কিউরেটর ঐযুক্ত মনোরঞ্জন ঘোষ, এম এ, মহাশয় ইংরেজী ভাষায় *পাটলিপুত্র”-নামে পাটনার যে প্রাচীন ও আধুনিক ইতিবৃত্ত লিখিয়াছেন, তাহার পরিশিষ্টস্বরূপ রামলাল-বাবুর লিখিত পাটলিপুত্রের প্রাচীন ও আধুনিক কীৰ্ত্তি-নিদৰ্শনসমূহের ইতিহাসাংশ • সংযুক্ত করিয়া তিনি তাহার উপাদেয় পুস্তিকার উপাদেয়ত্ব বৃদ্ধি করিয়াছেন। মনোরঞ্জন *f, *RİHREWİRNWTUR (paleolithic researches) পারদর্শিতার জন্য খ্যাতিলাভ করিয়াছেন। তাছার পিতা ২৪ পরগণা বড়জ-গদিয়া-গ্রাম-নিবাসী বাৰু গিরিশচন্ত্র ঘোষ অৰ্দ্ধশতাব্দী পূৰ্ব্বে আসিয়া বাকীপুর-প্রবাসী হইয়াছিলেন।

  • “Monuments of Pataliputra, Past and Present.” By Babu Rain Lal Sinha, H. I.-being Appendix D, to Palaliputra By M. Ghosh, M. A., Curator, Patna Museum, mp. 28-49.