পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ebro রাগিণী অপেক্ষ ছয় রাগ ছত্রিশ রাগিণীর বিষয় সকলে বিদিত আছেন, তবে পূর্কের গ্রন্থে এ-সম্বন্ধে ষেপ্রকার জনৈক্য দৃষ্ট হয়, তাহ পাঠকগণ দেখিলে বুঝিবেন, অর্থাৎ কোনো মতে যাহা রাগ অন্ত মতে তাহ রাগিণী । পুত্রপুত্রাদি সম্বন্ধেও ছেলাখেলার ন্যায় লিখিত হইয়াছে। হয়ত কেহ বলিতে পারেন যে, পূর্বের গ্রন্থ কি ভুল ? কিন্তু ভুল হওয়ায় আশ্চৰ্য্য কি ; পূর্বের যে-সকল ভালোভালো গ্রন্থ আছে তাহা হয়ত সকলে দেখেন নাই। সঙ্গীত-অনভিজ্ঞ লোক নিজে মনগড়া কোনো মত করিয়াছেন । উপস্থিত ক্ষেত্রে কত লোক রহিয়াছেন, র্যাহারা সঙ্গীত শিক্ষণ না করিয়া পরের জিনিষ লইয়া এবং তাহা ভূল কি ঠিক, ইহা বিচার করিবার ক্ষমতা না থাকাতেও অদ্ধের স্থায় লিখিবার রীতি ছাড়েন না । হয়ত এক-আধটা গান শিক্ষা করিয়াই বড়-বড় লোকের বিষয় আলোচনা করেন। বড়ই দুঃখের বিষয় যে, পাশ্চাত্য-জগতের ন্যায় সুবিচার এতদ্দেশে নাই,তথায় প্রকৃত গায়ক-ভিন্ন অন্ত কেহ আচাৰ্য্যপদ প্রাপ্ত হন না । কিন্তু এতদ্দেশে শিক্ষা-ব্যতীত ও কেহ নিজেকে আচার্ষ্য বলিয়া লেখেন, ইহাতে তাহাদের প্রধাসী-আষাঢ়, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড भटन ७कe णव्य श्य न । यनेि ७भन-किहू निब्रभ थांकिउ যে, ঐ প্রকার মিথ্যাবাদীদিগকে পুলিশে ধরিয়া লইয়া যায়, .তাহা হইলে ভালো হইত। এইসব লোক দ্বারা প্রকৃত বিদ্যার মান লোপ পায় । এক্ষণে গ্রন্থ-সম্বন্ধে বহু মত-ভেদ সত্ত্বেও যে মত হিন্দুস্থানে বহুলভাবে প্রচারিত তাহাই দেওয়া হইতেছে। রাগিণী-সম্বন্ধে কিছু পরিবর্তন করা হইল। কিজান্ত পরিবর্তন করা হইল, তাহা ছয় রাগ ও ছত্রিশ রাগিণী লেখা শেষ হইলে বুঝাইয়া দিব। ভৈরবী সৈন্ধবী রামকির আঞ্চলিক তথা। বঙ্গালী কলিঙ্গ চৈব ভৈরবস্য বরাঙ্গনাঃ । অর্থাৎ ভৈরবী, সৈন্ধবী, রামকিরী, মাঙ্গলিক, বঙ্গালী, কলিঙ্গ, এই ছয়টি ভৈরব-রাগের পত্নী । চলিত কথায় সিন্ধু, রামকেলী, মঙ্গল, কলিঙ্গড় এইরূপ ব্যবহার হয় । কেহ-কেহ বলেন, রামকিরী, রামকেলী হুইল কেন ? কিন্তু র ও লম্বের ভেদ নাই ; “রলয়োরভেদঃ” ( সংক্ষিপ্তসার ) । অর্থাৎ "র"-এর স্থানে "ল’ এবং "ল"-এর স্থানে ‘র’, ইহা শাস্ত্র-সঙ্গত ব্যবহার । যথা – বারঃ বাল: ;"মূরং মূলম ; অরং অলমং ইত্যাদি। ভৈরবী-ধ্যানমূ কাসারমধ্যস্ফটিকোচ্চগেহে, পঙ্কেরুহুৈর্ভৈরবমৰ্চয়ন্তী । তারস্বরা বদ্ধবিশুদ্ধগীতা, বিশালনেজা কিল ভৈরবীয়ম্ ॥ ভাবার্থ—বিশাললোচনা ভৈরবপত্নী ভৈরবী অতি রমণীয় সরোবরমধ্যস্থ উচ্চ স্ফটিকগৃহে উপবিষ্টা-হইয়া তারস্বরে বিশুদ্ধ গীতি দ্বারা পদ্ম-পুষ্পের অঞ্জলিসহকারে ভৈরবের অর্চনা করিতেছেন । ভৈরবী—আলাপ অস্থায়ী । s সা

וף

o | - - সম্পূর্ণ জাতি । ब्र, श्रृं, ५ ७ नि কোমল । ম-বাদী। প-সংবাদী । 町 毗 電 刁 1 CVS e 彎 • • न्। ५ नं - 鱸 श्रृं * в ন। 輸 蠱